নওগাঁয় বিডিএম ‘র মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
স্টাফ রিপোর্টার, নওগাঁ : মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন(বিডিএমএ) নওগাঁ জেলা শাখা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ সূর্য দয়ের সাথে সাথে নওগাঁ শহরের মুক্তির মোড়ে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এসোসিয়েশন (স্বাস্থ্য বিভাগ) কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডাঃ এম. নাছিম উজ জামান চৌধুরী এর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নওগাঁ জেলার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ রফিকুল ইসলাম, সহ সভাপতি ডাঃ মোঃ এনামুল হক, যুগ্ম সাধারন সম্পাদক ডাঃ মোঃ তারিকুল ইসলাম সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ সহ আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা কমিটির সভাপতি ডাঃ মোঃ আবু হাসান, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ তানভির হোসেন এবং সদস্য ডাঃ মোঃ আবু রায়হান, ডাঃ মোছাঃ জাকিয়া সুলতানা, ডাঃ জান্নাতুল ফেরদৌস ঐশী সহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় নব প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে মানব সেবায় নিজেদের নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন।