নওগাঁর সাপাহারে নেশানজাতীয় ট্যাবলেট সহ আটক ৩
আজকের দেশ সংবাদ ডেস্ক: নওগাঁর সাপাহারে নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো উপজেলার চৌধুরীপাড়া গ্রামের মৃত বেদারুল ইসলামের ছেলে আরিফ (২৫), একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে আরিফ (২৮) ও পতœীতলা উপজেলার যদুবাটি গ্রামের আফাজ উদ্দীনের ছেলে মোসলেম উদ্দীন (৩০)। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চৌধুরী পাড়ায় মৃত বেদারুলের ছেলে আরিফের বাড়ীতে অভিযান চালায়। এসময় ঘর ও দেহ তল্লাশী করে তিন জনের নিকট থেকে ৩৭ পিস নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এ সময় পুলিশ মাদক সহ তিন জনকে আটক করে থানা হেফাজতে নেয়।
আজ বুধবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।