ঝালকাঠি কৃষক দলের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা কৃষক দলের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে ঝালকাঠি জেলা বিএনপির আমতলা কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি আলোচনা, বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সদস্য সচিব মো: তকদীর হোসেন। বক্তব্য রাখেন যুবদলের সাবেক সভাপতি মোঃ রবিউল হোসেন তুহিন, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক প্রভাষক রিয়াজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদ মো: আজাদুর রহমান আজাদ, সদর উপজেলা সভাপতি মো: নান্না খলিফা, সদস্য সচিব মাও: ইয়াসিন, রাজাপুর উপজেলার আহ্বায়ক মোঃ গোলাম ফারুক মোল্লা, কাঠালিয়া উপজেলা সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম, নলছিটি উপজেলা আহ্বায়ক মোঃ মজিবর রহমান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মিন্টু, নলছিটি পৌর আহ্বায়ক মো: রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সগসভাপতিকেশব সুমন, স্বেচ্ছাসেবক সদর উপজেলা আহ্বায়ক মো: সোহেল প্রমুখ। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রতাহার এবং বিএনপি ও সকল অংগ সংগঠনের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবী জানানো হয়।