Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ঈশ্বরগ‌ঞ্জে ৩ যমজ বাচ্চার জন্ম


তাপস কর,ময়মনসিংহ : ময়মন‌সিং‌হের ঈশ্বরগঞ্জে তিন যমজ বাচ্চার জন্ম দিয়েছেন এক গর্ভদারিনী মা। ঈশ্বরগঞ্জের  রাজিবপুর ইউ‌নিয়‌নের মম‌রেজপুর গ্রা‌মের স্বপন ও লাকী দম্প‌তি একসঙ্গে ৩ নবজাতকের জন্ম দিয়ে‌ছেন।

রবিবার (২৫ জুলাই) সকাল ৭টা ৩০ মি‌নি‌টে ময়মন‌সিংহ চুরখাই ক‌মিউ‌নি‌টি বেজড্ মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতা‌লে গাইনী বিভা‌গের লেবার ওয়া‌র্ডে স্বাভা‌বিক অবস্থায় ২‌টি পুত্র সন্তান ও ১‌টি কন‌্যা সন্তান প্রসব ক‌রেন।

প‌রিবার সু‌ত্রে জানা যায়, গ্রা‌মের বা‌ড়ি‌তে থাকা অবস্থায় র‌বিবার ভোর রাতে প্রসব ব্যাথা শুরু হ‌লে লাকী আক্তারকে সিএন‌জি করে ময়মন‌সিংহ চুরখাই ক‌মিউ‌নি‌টি বেজড্ মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতা‌লে গাইনী ওয়া‌র্ডে নি‌য়ে যাওয়া হয় । নি‌য়ে যাওয়ার ১৫ মি‌নি‌টের ম‌ধ্যেই প্রথ‌মে ২‌টি ছে‌লে সন্তান ও সব‌শে‌ষে ১‌টি কণ্যা সন্তান প্রসব ক‌রেন । লাকী আক্তার এর আগে ১ টি ছেলে ও ১ টি মেয়ে সন্তানের জননী 

নবজাতক ত্রয়ের পিতা আ‌জিজুর রহমান স্বপন বিষয়টি নিশ্চিত করে জানান , আলহামদু‌ল্লিাহ রাব্বুল আলামী‌নের কা‌ছে শুক‌রিয়া আদায় কর‌ছি নবজাতক ৩ জন সহ নবজাত‌কের মা সক‌লেই সুস্থ‌ আ‌ছে। সক‌লের কা‌ছে দোয়া চাই ।

ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে জেএমবির সদস্য গ্রেফতার


তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে জেএমবির এক সক্রিয় সদস্য কে গ্রেফতার করেছে ময়মনসিংহ র‍্যাব। আমির হামজা ওরফে আমিরুল (২৮) নামে জেএমবির সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ময়মনসিংহ র‍্যাব-১৪। এ সময় তার কাছ থেকে ৫ টি উগ্রবাদি বই, ৫ টি বুকলেট ও ৪ টি লিফলেট ও নগদ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আমির হামজা ওরফে আমিরুল পৌর শহরের ৯ ওয়ার্ডের মো. আ. হাকিমের ছেলে।

রবিবার (২৫ জুলাই) সকাল ১১ টার দিকে ময়মনসিংহ র‍্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে র‍্যাব-১৪ কোম্পানী কমান্ডার মো. আখের মুহম্মদ জয় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, উপজেলার জোরবাড়ীয়া এলাকায় জেএমবির কয়েকজন সদস্য নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। এমন সংবাদ পেয়ে র‍্যাবের একটি অভিযান চালালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও আমির হামজা ওরফে আমিরুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আমির হামজা স্বীকার করে যে, সে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ’র সক্রিয় সদস্য। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের জন্য কৌশলে সে বিভিন্ন এলাকা থেকে সদস্য সংগ্রহের কাজ করে আসছেন বলেও স্বীকার করেন।

নওগাঁর নিয়ামতপুরে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণ


তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর নিয়ামতপুরে নিমদীঘি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণের ঘঠনা ঘটেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শিবপুর বেলহট্টি গ্রামে বড় বোনের বাড়ি থেকে নিজ বাড়ির ফেরার জন্য বিকালে ভ্যানযোগে রওনা হয় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সোমা (ছদ্দ্ নাম)। 

ভ্যানচালক তাকে বিভিন্ন রাস্তায় নিয়ে ঘুরান এবং কালক্ষেপন করেন। পথে সন্ধ্যার পর নিয়ামতপুর উপজেলা ৬নং ইউনিয়নের বান্দইল নামক স্থানে আম বাগানে নিয়ে দলবেঁধে ধর্ষণ করেএবং ধর্ষনকারীরা পালিয়ে যায় । 

নওগাঁর নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, ৬ষ্ঠ  শিক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণের ঘঠনা ঘঠেছ, এই বিষয়ে  মামলার প্রস্তুতি চলছে।

ঝালকাঠিতে ৫ টাকায় হাজার টাকার বাজার আরো আছে ফ্রি অক্সিজেন সেবা

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠি শহরের বাস ষ্ট্যান্ড সংলগ্ন ৩ নং ওয়ার্ডে অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থা’ নিম্ন ও মধ্যবিত্তদের দিচ্ছে স্বপ্নের বাজার। করোনা মহামারী শুরু থেকে এ পর্যন্ত ৫ টাকায় মানবিক কেনাকাটা নামে তারা ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। চাল, ডাল, আলু, পিয়াজ, লবন, সাবান, মাস্কসহ হাজার টাকার পণ্য তারা দিচ্ছে পাঁচ টাকার বিনিময়ে। 

প্রায় দিনই “স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থা” সংগঠনটির কার্যালয় চত্বরে মানবিক বাজারের মাধ্যমে কর্মহীন মানুষেরা কেনাকাটা করেন। ২০২০ সালের মার্চ মাসে করোনার প্রভাবে সরকার ঘোষিত লগডাউনের কারণে কর্মহীন হয়ে যায় দৈনিক খেটে খাওয়া মানুষেরা। ওই সময় থেকেই অসহায়দের জন্য মানবিক বাজার খুলে বসেন এ সংগঠনটি। আজ পর্যন্ত তারা মানবিক বাজার চালু রেখেছে।

 “পাঁচ টাকায় হাজার টাকার বাজার এতো স্বপ্নের বাজার” এমন মন্তব্য করেছেন সুবিধাভোগী রিক্সাচালক চুন্নু মিয়া। তিনি বলেন, “লগডাউনে হাঙ্গাদিন রিসকা চালাইয়া পাই ২শ টাহা, বাজার হরমু কি দিয়া। এই ক্লাবের রিয়াজ মোরে ৫ টাহায় অনেক সদায় দেছে।” আরেক সুবিধাভোগী কামাল হোসেন বলেন, “কাইল ঈদ এই সময় ৫ টাহায় এতো বাজার পামু ভাবতেও পারিনাই।” ফাতেমা বেগম বলেন, “রোজায়ও ৫ টাহায় এফতার নিছি এই স্বপ্নপূরণ কেলাব দিয়া। আইজগো আবার ৫ টাহায় যা কিনছি হেতে মাইয়া পোয়া লইয়া ১৫ দিন খাওয়ন যাইবো।” 

সংগঠনটির সভাপতি রিয়াজ খান অশ্রু বলেন, “মধ্যবিত্ত যারা ত্রানের লাইনে যেতে অপারগতা প্রকাশ করে আদের জন্যই আমাদের এই মানবিক বাজার। আমরা সাহায্য দেইনা, আমরা বিক্রি করি।হোক সেটা ৫ টাকায়, টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে খাদ্য সামগ্রী কিনে নেয় অসহায় মধ্যবিত্ত পরিবার এবং নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। করোনা মহামারী যতদিনে শেষ না হবে ততদিন এই মানবিক বাজার কর্মসূচী অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

এছাড়াও করোনা আক্রান্ত রোগীর বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন সেবা দিচ্ছে এই সংগঠনের সদস্যরা।”

ঝালকাঠি পৌরসভার ৩নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর মো: আল আমীন জানান, “স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থা মানুষের সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে এই মহামারি করোনাকালে রোগীদের অক্রিজেন সেবা দিয়ে যাচ্ছে যা অত্যন্ত একটি কঠিন কাজ। তাদের এ মহতি কাজকে আমি সাধুবাদ জানাই। সবাইকে আল্লাহ এ কাজে কবুল করেন না। যাদের কবুল করেছেন তারা নি:সন্দেহে অত্যন্ত ভাগ্যবান লোক। এ সংগঠনটির সকল সেবামূলক কাজে আমি সম্ভবপর সহযোগিতা করব ইনশাল্লাহ। ইতিপূর্বে গোপনে এ সংগঠনের সেবামূলক কাজে আমি সহযোগিতা করেছি।  সাথে সাথে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতিসহ যারা সংগঠনে জড়িত রয়েছেন সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তাদের কল্যাণ কামনা করছি।

নওগাঁয় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার


তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর গ্রামের  একটি পাট ক্ষেত থেকে জবাই করা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার  (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে  বিলভবানীপুর   এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম দিকে আতাউর রহমানের পাট ক্ষেত থেকে  লাশটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার  (২৪ জুলাই) রাত ৯.০০ টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহত ব্যক্তি নওগাঁ সদর উপজেলার শিকারপুর  ইউনিয়নের বিলভবানীপুর   গ্রামের মৃত মোজাহার প্রামানিক এর ছেলে উজ্জল হোসেন  (২৭)। তিনি স্থানীয় কেবল নেটওয়ার্ক ( ডিস লাইনে) সংযোগ কাজের  দায়িত্বে ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায়  শিকারপুর  ইউনিয়নের বিলভবানীপুর বাজারে আবু সাইদের দোকানে হিসাব করে, বাড়ির উদেশ্যে  বের হন।  রাতে বাড়ি না ফেরায় তার স্ত্রী, তার মা  ও প্রতিবেশি, স্বজনেরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজেও সন্ধান পাননি। পরে আজ রবিবার  (২৫ জুলাই) সকালে বিলভবানীপুর   এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম দিকে আতাউর রহমানের পাট ক্ষেত তার লাশ  দেখে স্বজনদের খবর দেন এলাকাবাসী।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, নিহত ওই ব্যক্তির লাশটি হাত পায়ের রগ  ও গলা  কাটা অবস্থায় পাওয়া  যায়। এ ছাড়া তার গলায়,  ও বাম কানে, বাম হাতে পাশে ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে মারধর করে হাত পায়ের রগ কেটে মেরে ফেলে পাট ক্ষেতে ফেলে দেয়। লাশটি উদ্ধার করে নওগাঁ সদর মেডিকেল কলেজ  হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকারীদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

কমলাপুরে বিআরটিসি ডিপোর আগুনে পুড়ল ২ বাস


অনলাইন ডেস্ক : রাজধানীর কমলাপুরে বিআরটিসির ডিপোতে লাগা আগুনে দুটি বাস পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ১০ লাখ টাকা।

শনিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ২২ মিনিট পর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রাতে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে কমলাপুরের বিআরটিসি ডিপোর ভেতরে একটি বিআরটিসি বাসে আগুনের খবর পাই। খবর পাওয়ার পরপরই চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। চারটি ইউনিটের চেষ্টায় ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’

‘অগ্নিকাণ্ডে বিআরটিসির একটি বাস সম্পূর্ণ পুড়ে যায় এবং আরেকটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget