নওগাঁ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা
সালমান ফার্সী, (সজল) নওগাঁ : অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নওগাঁ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হয়েছেন নির্মল কৃষ্ণ সাহা। গত শনিবার (২৬ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তার প্রার্থিতা চূড়ান্ত হয়। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত নওগাঁ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মোট ৭ জন আবেদন করেন। যাচাই বাছাই শেষে নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহাকে নওগাঁ পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হয়। মেয়র পদে মনোনয়ন পাওয়ার পর নির্মল কৃষ্ণ সাহা বলেন, নওগাঁ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ডের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নির্বাচনে নৌকার বিজয়ের জন্য দলের সকল নেতা-কর্মী ও নওগাঁ পৌরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। নির্মল কৃষ্ণ সাহা আরও বলেন, আমি বিজয়ী হলে নওগাঁ পৌরসভাকে মাদক, সান্ত্রাস মুক্ত ও আধুনিক ডিজিটাল মডেল পৌরসভা হিসেবে পৌর বাসিকে উপহার দিবো। বিশেষ করে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সফল বানিজ্য মন্ত্রী এবং উত্তর বঙ্গের মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত নেতা মহুরম আব্দুল জলিলের আদর্শে গড়া এই নেতা আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী হওয়ায় সর্বস্তরের নেতা কর্মীদের মাঝে সাড়া জেগেছে। দলের প্রতি আনুগত্য, বিশ্বস্ততা এবং জনসেবার কারণে আওয়ামী লীগ থেকে তাকেই যোগ্য প্রার্থী হিসাবে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে বলে পৌরবাসী বিশেষ করে সিনিয়র নেতাকর্মী ও সূধীজনেরা মত প্রকাশ করেছেন। এদিকে, নির্মল কৃষ্ণ সাহাকে নৌকার মনোনয়ন দেয়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এক আনন্দ মিছিল বের করেন। উল্লেখ্য ১৯৬৩সালের ৭ডিসেম্বর ৩৮দশমিক ৩৬বর্গকিলোমিটার এলাকা জুড়ে যাত্রা শুরু করা নওগাঁ পৌরসভাটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয় ১৯৮৯সালে। বর্তমানে ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১লাখ ১৬হাজার ৯১জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭হাজার ১৭৫জন এবং নারী ভোটার ৫৮হাজার ৯১৬জন।