Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

বড়লেখায় মায়া হরিণের চামড়া উদ্ধার


রিপন, মৌলভীবাজার : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুটি মায়া হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে বড়লেখা পৌরসভার গাজিটেকা (আইলাপুর) এলাকার সাইদুল ইসলামের বাড়ি থেকে চামড়া দুটি উদ্ধার করা হয়। চামড়া দুটি বাড়ির ভেতরের একটি শৌচাগারে ছাদের উপরে পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, চামড়াগুলো কয়েক মাস আগের। তা শুকিয়ে অক্ষত অবস্থায় সংরক্ষণ করা ছিল।

অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আনিসুর রহমান, বন বিভাগের বড়লেখা রেঞ্জের সহযোগী রেঞ্জ কমর্কতা শেখর রঞ্জন দাস প্রমুখ।

আনিসুর রহমান বলেন, দুটি হরিণের চামড়া জব্দ করা হয়েছে। কাউকে আটক করা যায়নি। এই ঘটনায় বন আদালতে বন্যপ্রাণী আইনে মামলা করা হবে।


টিকটক ইন্সটাগ্রাম ইউটিউবের ২৩ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস!


তথ্যপ্রযুক্তি ডেস্ক : টিকটক, ইন্সটাগ্রাম ও ইউটিউবের ২৩ কোটি ব্যবহারকারীর গোপনীয় তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। এনিয়ে বিশ্বজুড়ে ফেসবুক, বাইটডান্স এবং গুগলের উপর ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ফোর্বস জানিয়েছে, ব্যবহারকারীদের যোগাযোগের তথ্য, ছবিসহ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ডার্ক ওয়েবে মিলছে। ডিপ সোশ্যাল নামের একটি কোম্পানি ইনস্টাগ্রাম এবং ইউটিউবের ডেটাবেস থেকে ব্যবহারকারীদের ওয়েব-স্ক্র্যাপড ডেটা অ্যাক্সেস করছে।

বিভিন্ন সাইটের ওয়েব পেজ থেকে তথ্য সংগ্রহে ওয়েব স্ক্র্যাপিং পদ্ধতি সম্পূর্ণরূপে বেআইনি না হলেও ব্যবহারকারীদের গোপনীয়তার জন্য এটি আইন সম্মত নয়। ২০১৯ সালেও ঠিক এমনই একটি ডেটা স্ক্র্যাপিংয়ের ঘটনা সামনে এসেছিল। সে সময় লাখ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছিল।

নিরাপত্তা গবেষক বব ডিয়াচেনকোর বলেন, ইন্সটাগ্রাম ও ইউটিউব ডেটাবেসের অনুরূপ তিনটি কপি ১ আগস্টের মধ্যে ফাঁস হয়ে যায়। ওই ডেটাবেস থেকে ব্যবহারকারীদের প্রোফাইলের নাম, ছবি, বয়স, লিঙ্গ, অ্যাকাউন্টের বিবরণ, ফলোয়ার ইত্যাদি তথ্য এবং ইমেইল আইডি প্রকাশিত হয়েছে। ফাঁস হওয়া তথ্য স্ক্যাম বা ফিশিংয়ের উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে।

ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছে, ইন্সটাগ্রাম থেকে ব্যবহারকারীদের তথ্য স্ক্র্যাপ করা আমাদের নীতিমালা সুস্পষ্ট লঙ্ঘন। ২০১৮ সালের জুন থেকে ডিপ সোশ্যালকে আমাদের প্ল্যাটফর্মের অ্যাক্সেস থেকে বাদ দিয়েছি। অবৈধ ভাবে তথ্য সংগ্রহের জন্য তাদের আইনি নোটিশ পাঠিয়েছি।

 

জটমুক্ত চুল পেতে যা করবেন



লাইফস্টাইল ডেস্ক : শ্যাম্পু করার সময় চুল মনে হয় সিল্কি আর কোমল। কিন্তু শুকিয়ে গেলে ফুলে ওঠে, দেখতেও রুক্ষ লাগে। আর জট তো বাঁধেই। চুল আঁচড়াতে গিয়ে চিরুনি আর চুলে টানাটানি, ফলস্বরূপ চিরুনে ভরে যায় চুলে! বাড়ির যত্রতত্র চুল ছড়িয়ে থাকে, যা মোটেই স্বস্তিদায়ক নয়। চুলে জট পড়া দূর করে চুল সুন্দর রাখার কিছু উপায় জেনে নিন-

চুলে কখন জট পড়ে:-
দীর্ঘদিন ধরে হেয়ার ড্রায়ারের ব্যবহার, কেমিক্যাল ট্রিটমেন্ট, ব্লিচ বা নিয়মিত হেয়ার স্প্রের ব্যবহার, চুলে রং করা ইত্যাদি হলো চুলে জট পড়ার উল্লেখযোগ্য কিছু কারণ। অন্যদিকে পর্যাপ্ত তেল ও যত্নের অভাবেও চুল নিষ্প্রাণ হতে পারে। অনেকে গোসলের সময় মাথায়ও গরম পানি ঢালেন, যা একদমই ঠিক নয়। এছাড়া আবহাওয়া ও দূষণের কারণে চুলে চিটচিটে ভাব তৈরি হয়, সেখান থেকে জট পাকিয়ে যায়।

জট দূর করার উপায়:-
* আমন্ড অয়েল ও ডিমের ব্যবহারে চুল কোমল ও প্রাণবন্ত হতে পারে। এই দুটি উপাদান দিয়ে একটি মিশ্রণ তৈরি করে তা চুলে লাগিয়ে চল্লিশ মিনিট রেখে শ্যাম্পু করুন।
* চুল জটমুক্ত রাখতে নারিকেল তেল ও ভিটামিন ই মিশিয়ে মাসাজ করুন মিনিট পনেরো। এরপর পরিষ্কার পানিতে ধুয়ে নিন।
* পাকা কলা চটকে নিন। এরপর এর সঙ্গে মধু ও নারিকেল তেল মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন আধঘণ্টা। এরপর চুল ধুয়ে নিন ভালো করে।
* নারিকেলের দুধ হালকা আঁচে গরম করে চুলের গোড়ায় লাগিয়ে আধ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। এটিও চুল ভালো রাখতে সাহায্য করবে
* অ্যালোভেরা জেল চুলের যত্নে ভালো কাজ করে। এক টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে নারিকেল তেল, অলিভ বা আমন্ড অয়েল মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন।
* তিন চামচ টক দইয়ের সঙ্গে এক চামচ মধুর মিশ্রণ নিয়মিত হেয়ারপ্যাক হিসেবে ব্যবহার করুন। চুল থাকবে জটমুক্ত।
* শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করুন। এটি চুল মসৃণ ও পেলব করে, জটও প্রতিরোধ করে।
* চুল ধোয়ার পরে তোয়ালে দিয়ে চেপে চেপে চুল শুকিয়ে নিন। ভেজা চুল নরম থাকে, আঁচড়ালে চুল ছিঁড়ে যাওয়ার আশঙ্কার থাকে। চুল শুকিয়ে আঁচড়ান।
* জট ছাড়ানোর নিয়ম হলো চুলের নিচের দিক থেকে আঁচড়ানো শুরু করা। এতে চুল ছিড়বে না। বড় দাঁতের কাঠের চিরুনির সাহায্যে জট ছাড়ান।

সাবেক এমপি ইসরাফিলের জোর পূর্বক দখলকৃত জমিগুলো ফেরত দাবীতে নওগাঁয় মানব বন্ধন পালিত


নওগাঁ প্রতিনিধিঃ সাবেক এমপি ইসরাফিল আলমের জোর পূর্বক দখলকৃত জমিগুলো ফেরত দাবীতে নওগাঁয় মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় শহরের মুক্তির মোড়ে রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ভুক্তভোগী পরিবারের সদস্যরা  ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি পালন করে। মানব বন্ধন চলাকালে ভুক্তভোগী সাদেকুল ইসলাম, আব্দুস সামাদ, খোদাবক্্র ও আব্দুস সাত্তারসহ অন্যান্য ভুক্তভোগীরা বক্তব্য রাখেন। বক্তরা বলেন, সাবেক এমপি ইসরাফিল আলম তার গুন্ডাবাহিনী দিয়ে জোর করে ধান কেটে নিয়ে সেখানে প্রাচীর দিয়ে আমাদের জমি জবরদখল করে নেয়। শুধু জমি দখল করেই ক্ষান্ত হয়নি বরং বিভিন্ন রকম ভয়ভীতি ও আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ঘরবাড়ি ছাড়া করে বিভিন্ন রকম ক্ষতি করতে থাকে অনবরত। এমনকি গুন্ডা ও পুলিশ বাহিনী দিয়ে পিস্তল ধরে জোর করে ধরে নিয়ে গিয়ে অভিনব কৌশলে কিছু কিছু জমি রেজেষ্টি করে নেয় অনেকের কাছ থেকে। আবার অনেকের জমি এখনও রেজেষ্ট্রি হয় নাই। অনেকের জমিতে জোর করে মাটি কেটে পুকুর খনন করে মাছ চাষ করেন। নদীর পার্শবর্তী জমি থেকে বালু উত্তোলন করে নদীগর্ভে বিলীন করে দেয় অনেকের জমি। তার ভয়ে ও শোষনে অতিষ্ট ছিলাম আমরা। 

এছাড়া ও জমির শোকে ৭জন মৃত্যু বরনও করেন। তাই তার মৃত্যুর পরে জবর দখল করা অবৈধ জমি আমাদের পূর্বের দখল অনুযায়ী কাগজ, যেমন, খারিজ, খাজনা, দলিল, ডি,সি,আর বা চেক দেখে যার যার জমি ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তারা। মানব বন্ধনে দুই শতাধিক ভুক্তভোগী পরিবারের নারী-পুরুষরা অংশ গ্রহন করেন। পরে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

 


নওগাঁ প্রতিনিধ: নওগাঁর সাপাহারে প্রাক বৃটিশ আমলের মুদ্রা ১টি, বৃটিশ আমলের মুদ্রা ১টি, পাকিস্তান আমলের মুদ্রা ১টি এবং ১৯৪ বোতল ফেন্সিডিলসহ সেলিম (২০) নামে একজন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৫। আজ রবিবার (২৩ আগস্ট) রাত ১টায় সাপাহার উপজেলার খঞ্জনপুর এলাকায় অভিযান পরিচালনা করে এসব আটক করা হয়। আটক সেলিম খঞ্জনপুর গ্রামের লুতফর রহমানের ছেলে।
রবিবার বেলা ১১টায় জয়পুরহাট র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অভিযানিক দলের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবার নেতৃত্বে রবিবার রাত ১টায় সাপাহার উপজেলার খঞ্জনপুর এলাকায় অভিযান পরিচালনা করে প্রাক বৃটিশ আমলের একটি মুদ্রা য়ার মূল্য ৫০ লাখ টাকা, বৃটিশ আমলের মুদ্রা ১টি তার মূল্য ৩৫ লাখ ৫০ হাজার টাকা, পাকিস্তান আমলের ১টি মুদ্রা য়ার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা এবং ফেন্সিডিল ১৯৪ বোতল তার বিক্রয় মূল্য ৩ হাজার ৪০০ টাকা, মোবাইল ১টি, সীম কার্ড ২টি, মেমোরী কার্ড ১টিসহ সেলিমকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ জেলাসহ আশপাশ এলাকার মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। তার বিরুদ্ধে সাপাহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পুরাকীর্তি আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁর নিয়ামতপুরে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী আটক

সালমান ফর্সী (সজল) নওগাঁ : 
নওগাঁর নিয়ামতপুরে গাঁজার গাছসহ আজাদ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। আজ রবিবার (২৩ আগষ্ট)  ভোরে চন্দননগর ইউনিয়নের হর্ষইল কবিরাজপাড়ার তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক আজাদ ওই গ্রামের মুনছের কবিরাজের ছেলে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, গোপস সংবাদের ভিত্তিতে জানতে পারি আজাদ বাড়ির ওঠান গাঁজার গাছ চাষ করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ আজাদকে আটক করা হয়। আটকের পর আজাদ দীর্ঘদিন যাবত নিজ বাড়ীর উঠানে গাঁজার গাছ লাগিয়ে গাঁজা উৎপাদন, সেবন ও বিক্রয় করে আসছিলেন বলে স্বিকার করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ে করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget