Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

পত্নীতলায় হোম কোয়ারেন্টাইনের শর্ত না মানায় ভ্রাম্যমান আদালতে  ৩ জনের ২০ হাজার টাকা জরিমানা

মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) :  নওগাঁর পত্নীতলায় বৃহস্পতিবার ( ১৯ শে মার্চ )  করোনা ভাইরাস প্রতিরোধে জন  সচেতনতা বৃদ্ধির লক্ষে বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনের শর্ত না মানায় ৩ জনের মোবাইল কোটে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানাযায় উপজেলার দোচাই গ্রামের গোপাল চন্দ্র মহন্তের ছেলে গোলাপ  কুমার  নজিপুরের  আমিনুল ইসলামের পুত্র আবু হানিফ গত ১৩ মার্চ ভারত থেকে দেশে ফিরে হোম কোয়ারেন্টাইনের শর্ত না মেনে বাহিরে ঘুরাফেরা করায় তাঁদের দুজনের ৫ হাজার টাকা করে এবং বাদজামগ্রামের আ:  কবিরাজ এর ছেলে আইয়ুব হোসেন কে সতর্ক  করেও শর্ত না মানায় তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  জেলা প্রশাসকের র্নিদেশনা অনুযায়ী এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট  মোঃ লিটন সরকার  এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা  কর্মকর্তা  ডা. এস এম খালিদ সাইফুল্লাহ ও থানার এস আই উপস্থিত ছিলেন। ইউএনও বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযনা অব্যাহত থাকবে  ।

নওগাঁয় গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সালমান ফার্সী (সজল,নওগাঁ) : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় ‘দৈনিক গণমানুষের আওয়াজ’ পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গণমানুষের আওয়াজ স্বজন সমাবেশের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের ঐতিহ্যবাহী প্যারীমোহন লাইব্রেরী থেকে এক শোভাযাত্রা বের হয়। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার নেতৃত্বদেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড: তোফাজ্জল হোসেন। শোভাযাত্রা শেষে প্যারীমোহন লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সাংবাদিক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ইফতারুল ইসলাম বকুল, রানীনগর সরকারি বাংলা কলেজের অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খাঁন, সাংবাদিক তন্ময় ভৌমিক, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আশরাফুল নয়ন, দৈনিক গণমানুষের আওয়াজ এর জেলা প্রতিনিধি জাহিদুল হক মিন্টু ,সাংবাদিক আব্দুল মান্নান, সাংবাদিক মো.আব্বাস আলী, সাংবাদিক লোকমান, সাংবাদিক আতোয়ার হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে প্রধান অতিথি কেক কেটে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন।

নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেল ইটভাটা শ্রমিকের

নওগাঁর মান্দায় ট্রাকচাপায় আকবর আলী (৪০) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবর আলীর বাড়ি বিজয়পুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিজয়পুর ও কুশুম্বা এলাকার মাঝামাঝি স্থানে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত ‘সাদেক ইটভাটা’। ওই ভাটায় আকবর আলী শ্রমিকের কাজ করতেন। সকাল থেকে তিনি ভাটায় কাঁচা ইট পরিবহনের কাজ করছিলেন। ভ্যানে করে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি কয়লার ট্রাক তাকে চাপা দেয়।
এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায় ট্রাকটি। গুরুতর আহত আকবর আলীকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপেলেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।


মহাদেবপুর রাইগাঁ ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলম সাময়িক বরখাস্ত
 নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইপ-১ অধি শাখার উপ সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে (স্মারক নং-৪৬.০০.৬৪০০.০১৭.২৭.০০১.১৭-২৮৮, তাং ১৫ মার্চ ২০২০) এই আদেশ জারী করা হয়। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, চেয়ারম্যান কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী এ সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারী নওগাঁর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৫ দোকানে ভাঙচুর, লুটপাট ও মারপিটের অভিযোগে দায়ের করা একটি মামলায় রাইগাঁ ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলমের বিরুদ্ধে এক বছরের কারাদন্ডের আদেশ দেন। চেয়ারম্যান মঞ্জুর পরে নওগাঁ জেলা জজ আদালতে আপিল দায়ের করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। বিধি অনুযায়ী নওগাঁ জেলা প্রশাসক রায়ের বিষয়টি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে পাঠান।
মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘তিন দিনের মধ্যে বরখাস্তকৃত চেয়ারম্যানের স্থলে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেয়ার নিয়ম রয়েছে। বিধি অনুযায়ী যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।


রাণীনগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ঋণের চেক বিতরন
 হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, আধুনিক বাংলাদেশের রূপকার ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে সামনে রেখে ক্ষুদ্র ব্যবসায়ীদের পরিবারকে আর্থিক ভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে স্বল্প সুদে ঋণ বিতরন করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অর্থায়নে পরিবার ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ৮টি দলের মোট ৪০জন ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে এই ঋণের চেক তুলে দেওয়া হয়।  বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই চেক বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে গ্রাহকদের হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, সহকারি কর্মকর্তা আকরাম হোসেন প্রমুখ। ৪০জন সদস্যদের মোট ৪লাখ ৮০হাজার টাকার চেক বিতরন করা হয়।


নওগাঁয় ইউএনও’র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন
নওগাঁর আত্রাইয়ে আদালতের আদেশ অমান্য করে আড়াই লাখ টাকার মাছ জব্দ করা সহ ক্ষমতার অপব্যবহার করে ছয়জনকে ভ্রাম্যমান আদালতে ১৫দিনের জেল দেয়ার প্রতিবাদে দূর্নীতিবাজ ইউএনও’র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।  বুধবার দুপুর ১২টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারের পাশে বিশা গ্রামের সাধারন মানুষ ও ভুক্তভোগী জেলে পরিবার এ কর্মসূচী পালন করে। মানববন্ধনে নেতৃত্ব দেন জলাশয়ের মালিক তোফাজ্জল হোসেন খাঁন। এসময় বক্তব্য রাখেন এলাকাবাসী মনোরঞ্জন, জেলে থাকা ভুক্তভোগী আতাব আলীর স্ত্রী রজুফা, সাবিনা সহ অনেকে। বক্তারা দূর্নীতিবাজ ইউএনও’র বিরুদ্ধে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন এবং জেলেদের মুক্তির দাবী জানানো হয়। জানাগেছে, আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের বিশা গ্রামে গত ১১ মার্চ রাতে বাজারে মাছ বিক্রি করতে জলাশয় থেকে মাছ ধরা হয়। ১২ মার্চ সকালে মাছ আহরণকারী জেলে, ম্যানেজারসহ ১২ জনকে আটক করে ছয়জনকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫ দিনের জেল এবং অন্য ছয়জনকে ছেড়ে দেন উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম। ইউএনও জলাশয়ের কর্তৃত্ব নেওয়ার তৎপরতার পরিপ্রেক্ষিতে প্রয়াত ডা. রেবতী কান্ত সান্যালের ভাতিজা বীরেন্দ্রনাথ সান্যালের পক্ষে তোফাজ্জল হোসেন খান জেলা প্রশাসক, ইউএনওসহ চারজনকে বিবাদী করে ২০১৯ সালের ৪ জুলাই আদালতে মামলা করেছিলেন। আদালত ওই বছরের ১৮ জুলাই উভয়পক্ষের ওপর স্থিতাবস্থা জারি করেন। এরই একপর্যায়ে গত ১১মার্চ রাতে তোফাজ্জল হোসেন ওই জলাশয় থেকে মাছ আহরণ করেন। পরদিন সকালে মাছ বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাওয়ার সময় ইউএনও তার লোকজন এবং পুলিশ নিয়ে মাছগুলো জব্দ দেখিয়ে বিক্রি করে দেন। এ ঘটনায় ছয়জনকে জেল দেওয়া হয়। জলাশয়ের মালিক তোফাজ্জল হোসেন খান বলেন, প্রয়াত ডা. রেবতী কান্ত স্যান্যাল ও তার ভাতিজা বীরেন্দ্রনাথ স্যান্যালের কাছ থেকে ক্রয়, লিজ এবং পাওয়ার অব অ্যাটর্নি মূলে ৮ একর ৫৯ শতক ওই জলাশয়ের আইনগত মালিক আমি। অথচ ইউএনও ওই জমি সরকারি কাজে ব্যবহার করার নামে আমাকে হয়রানি করে আসছেন। এমনকি বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget