Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর ধামুইরহাটে নিম্নমানের ইট দিয়ে চলছে রাস্তা নির্মাণে কাজ

আব্দুল মান্নান: নওগাঁর ধামুইরহাট উপজেলার বেলঘরিয়া এলাকায় একটি রাস্তা নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে নিম্নমানের ইট। ধামুইরহাট এলজিইডি অফিসের সহায়তায় ঠিকাদারী প্রতিষ্ঠানটি নির্মাণ কাজে অনিয়ম করছে বলে অভিযোগ এলাকাবাসীর।
জানাগেছে, ২০১৮-২০১৯ অর্থবছরে ধামুইরহাট উপজেলায় রাস্তা নির্মাণ প্রকল্প দরপত্র আহ্বান করে স্থানীয় সরকার উপ-প্রকৌশল বিভাগ (এলজিইডি)। বর্তমানে একটি প্যাকেজের আওতায় ৪টি রাস্তার কাজ চলমান রয়েছে এ উপজেলায়। রাস্তার নির্মান কাজের দরপত্র প্রকল্পের কাজটি পায় জেলার সুনামধন্য ঠিকাদারী প্রতিষ্ঠান ইথেন এন্টার প্রাইজ। এই প্যাকেজের আওতায় উপজেলার বেলঘরিয়া হতে চকিরাম পর্যন্ত ২১৪২ মিটার রাস্তার কাজটি ইথেন এন্টার প্রাইজের হয়ে কাজ করছেন নওগাঁর অপর এক ঠিকাদার সাদেকুল ইসলাম। এই রাস্তাটি নির্মান কাজের ব্যায় ধরা হয়েছে ১৩ লাখ টাকা।
এলাকাবাসী সূত্রে আরো জানাগেছে, বহুল প্রতিক্ষিত এই রাস্তাটি পাকাকরন ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। প্রায় ৩০ থেকে ৩৫টি গ্রামের লোকজন প্রতিনিয়ত চলাচল করে এ রাস্তা দিয়ে। রাস্তাটি পাকাকরন না হওয়াতে একসময় চরম ভোগান্তি পোহাতে হত এলাকাবাসীর। দীর্ঘ প্রতিক্ষার পর চলতি বছরের সেপ্টেম্বর মাসে নি¤œমানের ইট বালি দিয়ে শুরু হয় এ রাস্তাটি পাকা করনের কাজ। রাস্তার কাজে ব্যাপক অনিয়ম হওয়াতে হতাশা এবং ক্ষোভের সৃষ্টি হয় এলাকাবাসীর মধ্যে। রাস্তা নির্মাণে এই নিম্নমানের ইট, বালি ও খোঁয়া ব্যবহার না করতে ঠিকাদার ও তার লোকজনকে একাধিকবার মৌখিকভাবে বাঁধা দেয় এলাকাবাসী। কিন্তু ঠিকাদার সাদেকুল ইসলাম তাতে কোনো সাড়া না দিয়ে রাস্তা নির্মাণের কাজ অব্যাহত রাখেন। এলজিইডির লোকজনকে জানালেও তারা নিরব ভূমিকা পালন করছে বলে জানাগেছে। বেলঘরিয়া গ্রামের এনামুল হক বলেন, এ রাস্তাটি পাকাকরন হওয়া দীর্ঘ দিনের প্রত্যাশা ছিল আমাদের। কিন্তু রাস্তার কাজ দেখে আমরা চরম হতাশায় ভুগছি রাস্তাটি নির্মানে যে সমস্ত ইট ব্যবহার করা হচ্ছে সব ইট দুই নাম্বার তিন নাম্বার।
বেলঘরিয়া (কয়রাপাড়া) গ্রামের রফিকুল ইসলাম বলেন, এই এলাকার ৩০-৩৫টি গ্রামের প্রায় দেড় দুই লাখ মানুষের নিয়মিত চলাচলের একমাত্র মাধ্যম এ রাস্তাটি। আমরা মৌখিক ভাবে ঠিকাদারের লোকজন ও তার ম্যানেজারকে বলেছি খারাপ ইট, বালি ব্যাবহার না করতে কিন্তু তারা আমাদের কোন কথা কর্নপাত না করে কাজ চালিয়ে যাচ্ছে। ৬মাস যেতে না যেতেই আবার রাস্তাটি নষ্ট হয়ে যাবে।
খোয়া ভাঙ্গার কাজে নিয়োজি এক শ্রমিক নাম প্রকাশ না করা শর্তে বলেন, এখানে যে সব ইট দিয়ে কাজ করা হচ্ছে তার বেশির ভাগ ইট ডাইশ করা দুই নাম্বার ইট, তবে এক নাম্বার ইটও রয়েছে।
ঠিকাদার সাদেকুল ইসলামের ম্যানেজার নাসিব হোসেন বলেন, ভাই এই দুনিয়ায় কেও এক নম্বর না একটা কাজ করতে গেলে একটু এদিক সেদিক হবেই। তবে নিয়মিত এলজিইডির লোকজন আমাদের কাজ পরিদর্শন করছে যদি আমরা একেবারে খারাপ কাজ করতাম তাহলে তো ইঞ্জিনিয়াররা বাধা দিত সঠিক নিয়মেই আমরা কাজ করছি।
এ বিষয়ে ঠিকাদার সাদেকুল ইসলাম এর সাথে কথা বলতে চাইলে তিনি বলেন যা বলার আমাকে বলেন তার সাথে দেখা করা বা ফোন নং দেয়া যাবেনা। 
ধামুইরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আলী হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাস্তাটি নির্মাণ কাজে যে সবি দুই নাম্বার বা তিন নাম্বার ইট ব্যাবহার করা হচ্ছে তা না । কিছু কিছু খারাপ ইট আসছিল বিষয়টি আমার কানে আসার সাথে সাথে আমরা সে ইট গুলো সরিয়ে দিয়েছি।

নওগাঁয় পুলিশের বাধায় যুবদলের র‌্যালী পন্ড

রাসেল রানা: নওগাঁয় জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালীটি পুলিশের বাধায় পন্ড হয়েছে।  রোববার দুপুরে বিএনপির দলীয় কার্যালয়  থেকে ্একটি র‌্যালী বের হয়ে শহরের মুক্তির মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ র‌্যালীতে বাধা দিয়ে র‌্যালীটি ছত্রভঙ্গ করে দেয়। পরে কেডি সরকারী স্কুল প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ করে নওগাঁ জাতীয়তাবাদী যুবদল। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারন সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক এজেড এইচ রফিকুল ইসলাম, নাসির উদ্দিন প্রমূখ।

ঝালকাঠিতে টাকা না দিতে পারায় বরাদ্দকৃত ঘর পেলনা বিধবা ও স্বামী পরিত্যাক্তা নারী

রিপোর্ট : ইমাম বিমান ঝালকাঠিতে টাকা না দেয়ায় বিধবা ও স্বামী পরিত্যক্তার দুই নারীর সরকারি বরাদ্ধকৃত ঘরের বরাদ্দ বাতিল করে অন্যকে দেয়ার অভিযোগ। জেলার সদর উপজেলাধীন বাসন্ডা ইউনিয়নের সদস্য ফিরোজ হাওলাদারের বিরুদ্ধে একই ইউনিয়নের চৌপালা গ্রামের স্বামী পরিত্যক্তা মনোয়ারা বেগম অপরদিক বাসন্ডা ইউপি চেয়ারম্যান মোবারক মল্লিকের সহযোগী কবিরের একই গ্রামের কুলসুম বেগম জেলা প্রশাসন কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয় ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে স্বামী পরিত্যক্তা মনোয়ারা বেগম তার অভিযোগে জানান, তিন ছেলে মেয়ের মধ্যে এক ছেলে পঙ্গু। অন্য মানুষের বাসায় ঝিয়ের কাজ করে কোনমতে তিনি সংসার চালান। পঙ্গু ছেলে নিয়ে তারা ভাঙ্গা ঘরে বসবাস করছেন।পরে ঘরের জন্য তিনি আবেদন করায় প্রাথমিক তালিকায় তার নাম আসে। প্রাথমিক তালিকায় নাম থাকায় স্থানীয় ইউপি সদস্য ফিরোজ তার কাছে ৬০ হাজার টাকা দাবি করে। ইউপি সদস্য ফিরোজের দাবীকৃত টাকা না দেওয়ায় সে ৭০ হাজার টাকা নিয়ে চৌপালা গ্রামের কালুর স্ত্রী রেনুকে বরাদ্ধ দেয় বলে জানান। 

অপর দিকে একই গ্রামের বিধবা কুলসুম বেগম তার অভিযোগে জানান, তার একমাত্র ছেলেকে নিয়ে তিনি বহুদিন যাবৎ একটি ছাপরা ঘরে বসবাস করে আসছেন। পরে  তিনিও একটি ঘরের জন্য আবেদন করায় প্রাথমিক ভাবে তালিকায় তার নাম আসে। ঘরের বিষয় বাসন্ডা ইউনিয়নের চেয়ারম্যান মোবারক মল্লিকের সহযোগী কবির আমার কাছে জানায়, ঘর পেতে হলে ৪০ হাজার টাকা লাগবে। টাকা দিলে ঘর পাবে বললে আমি টাকা না দিতে পারায় কবির একই গ্রামের রুস্তুমের ছেলে ইউসুফের কাছ থেকে ৫০ হাজার টাকার উৎকোচ নিয়ে তাকে ঘরটি বরাদ্ধ দেয়। 

এ বিষয় বাসন্ডা ইউপি সদস্য ফিরোজ বলেন ‘এ বিষয়ে আমি কিছু জানি না। প্রতিপক্ষ প্রার্থীরা আমারা নামে মিথ্যে অভিযোগ দিয়ে হয়রানী করছে। ঘর দেওয়ার ব্যপারে আমাদের কোন হাত নেই। চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক ঘর বরাদ্ধ দিয়েছেন। এই ইউনিয়নে আমরা ইউপি সদস্যরা কিছুই চেয়ারম্যানকে ছাড়া করতে পারিন। উপজেলা চেয়ারম্যানের ভাগিনা তৌহিদ লস্কর ইউসুফকে ঘর দেওয়ার জন্য শুপারিশ করেছে। অনুসন্ধানে জানাযায়, গরীব অস্বচ্ছল ব্যক্তিদের জন্য আসা ঘর রাজনৈতিক প্রভাবে স্বচ্ছল ব্যক্তিদের নামে ঘর বরাদ্ধ করা হয় বলে বিভিন্ন সময় অভিযোগ পাওয়া যায়।

ঝালকাঠিতে ক্যান্সারে আক্রান্ত ওয়ার্ড কৃষকলীগ সভাপতি রুস্তুম বেপারীর খোজ নিচ্ছে না কেউ

রিপোর্ট : ইমাম বিমান ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন নবগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের অন্যতম একনিষ্ঠ কর্মী দূরদিনে একসময় ইউনিয়ন আওয়ামীলীগের হাতেগনা কয়েকজন সদস্যের মধ্যে একজন ছিলেন রুস্তম বেপারি। বর্তমানে সে ৫নং ওয়ার্ড কৃষকলীগ সভাপতি পদে আছেন। একবছর পূর্বে তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পরে। ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ একবছরের বেশি সময় ধরে বিছানায় শয্যাশয়ী এই আওয়ামীলীগ কর্মী। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর বাড়ী এবং এলাকাবাসীর সহযোগীতায় তাকে প্রতিমাসে তিনব্যাগ রক্ত দেয়া হতো। বর্তমানে সংসারের একমাত্র কর্মক্ষম রুস্তুমের পারিবারিক অবস্থা খুবই খারাপ।

এ বিষয় রুস্তুমের বাড়ী গিয়ে শতবর্ষ বয়সী মা আমিরনের সাথে কথা বলে জানাযায়, তার একমাত্র সন্তানের এই করুন অবস্থায় প্রথম প্রথম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, ইউনিয়ন কৃষক লীগ সাধারন সম্পাদক ও ইউপি সদস্য লস্কর হাদিসুর রহমান দিপু দেখে গেছেন এছাড়া আজও পর্যন্ত কেউ দেখতে আসেননি। আমার সামনে আমার একমাত্র সন্তান রুস্তুমের জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। আমার ছেলে ছোট্ট বেলা থেকেই আওয়ামীলীগ করে আসছে কই আজ একবারের বেশি হলো আমার ছেলেকে সাহায্য তো দূরের কথা কোন নেতা পর্যন্ত দেখতে আসেনি। আমার সামনে একমাত্র সন্তান এভাবে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমি মা হয়েও তার কোন উপকারে আসতে পারছি না। রুস্তুমের তিন মেয়ের মধ্যে মেঝ মেয়েটি আগামীতে এসএসসি পরীক্ষার্থী এবং ছোট মেয়েটি ৭ম শ্রেনীর ছাত্রী আজ তাদের লেখাপড়াও বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। সামনে মেঝ মেয়েটির এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ কিভাবে কি করবো আমি ভেবে পাচ্ছি না। আমি এমপি আমু ভাইয়ের কাছে বলতে চাই আমার সন্তানের এ অবস্থায় যদি তিনি পাশে এসে দাঁড়াতেন তাহলে আমার একমাত্র সন্তান ও তার পরিবার বাঁচতে পারবে।

এ বিষয় ইউনিয়ন কৃষক লীগ সাধারন সম্পাদক ও ইউপি সদস্য লস্কর হাদিসুর রহমান দিপুর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, রুস্তম ভাই আমাদের ইউনিয়ন আওয়ামীলীগের দূরদিনের কন্ডারী। তিনি আওয়ামীলীগের দূর দিনে কখনোই পিছু হটেননি। প্রায় এক বছর ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে শয্যাশায়ী অবস্থায় আছেন। এক বছরের বেশি সময় দরে ক্যান্সারে আক্রান্ত হয়ে কিছুদিন ঢাকা ও বরিশালে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের অস্বচ্ছলতার কারনে আজ তার পরিবারের সদস্যরা দিশাহারা তার মা আমাকে দেখলেই একমাত্র ছেলের কথা বলে কান্না করে। আমি আমাদের দক্ষিন অঞ্চলের কর্নধর মাননীয় এমপি আমির হোসেন আমু ভাইয়ের দৃষ্টি আকর্ষন করছি।

নবগ্রাম ইউনিয়নস্থ খাদৈক্ষিরা গ্রামের প্রয়াত মোতাহার বেপারির বড় ছেলে বীর মুক্তি যোদ্ধা হেমায়েত উদ্দীন হিমুর মৃত্যুর পর থেকে তিনিই বর্তমানে বাড়ীর বড় ছেলে। তার দুই ছেলে ও তিন মেয়ে সংসারে রয়েছে শতবর্ষ বয়সী মমতাময়ী মা। বৃদ্ধ মায়ের দেখা শুনার জন্য তার একমাত্র ছেলে রুস্তম আজ ক্যান্সারে আক্রান্ত হওয়ায় দিশাহারা বৃদ্ধ মা।

নওগাঁর আত্রাইয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

নাহিদুল ইসলাম: “পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে শনিবার সকাল ১০টায় থানা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, উপজেলা আ”লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন সেন্টু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, এসআই হাইদার আলী, কামরুজ্জামান, শরিফুল ইসলাম, ডিএসবি নুরুল ইসলামসহ উপজেলার সকল ইউনিয়ন, ওয়াডের্র কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্য ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

নওগাঁর ধামইরহাটে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল যুবকের

হারুনুর রশিদ: নওগাঁর ধামইরহাটে বিদ্যুৎপৃষ্ঠে এক যুবক মারা গেছে। জানা গেছে, শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার আমাইতাড়া বাজারস্থ মেসার্স সোবহান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর স্বত্বাধিকারী আব্দুল সোবহান (৪১) নিজ দোকানে ওয়েলডিং মেশিনের লাইনে বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এ সময় সে বিদ্যুতের লাইনে জড়িয়ে পড়ে। তাৎক্ষনিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। সে উপজেলার গাংরা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.জাকিরুল ইসলাম বলেন, আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget