Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আশরাফুল নয়ন, নওগাঁ: নওগাঁয় বেসরকারি সংস্থা ‘দাবী মৌলিক উন্নয়ন সংস্থা, নওগাঁ’ কার্যালয়ে রমরমা মাদক সেবন এবং বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর এমন অভিযোগ দীর্ঘদিনের। গোপন সংবাদে ভিত্তিত্বে গত মঙ্গলবার রাত ১১টার দিকে পুলিশ শহরের চকরামপুর (কাঁঠালতলী) মোড় সংস্থার অফিসে অভিযান পরিচালনা করে। এসময় ভবনের দ্বিতীয় তলার একটি ঘর থেকে মাদক সেবন অবস্থায় আশিকুর রহমান ওরফে দীপ (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশ। আশিকুর রহমান ওরফে দীপ সংস্থার পৌত্রিক সূত্রে পাওয়া অংশিদার এবং মৃত এসএম আকরাম হোসেনের ছেলে।


স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শহরের চকরামপুর (কাঁঠালতলী) মোড়ে একই ভবনে অবস্থিত ‘দাবী মৌলিক উন্নয়ন সংস্থা’র কার্যালয় এবং আবাসিক ভবন। দাবী মৌলিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এসএম আকরাম হোসেন বার্ধক্য জনিত কারণে গত ০২/১১/২০১৫ ইং তারিখে মারা যান। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে যান। তিনি বেঁচে থাকাবস্থায় বড় ছেলে আশিকুর রহমান ওরফে দীপ মাদকাসক্তে জড়িয়ে পড়ে। তার মৃত্যুর পর অঢেল টাকার মালিক বনে যান দীপ। এতে দীপের মাদকাসক্তের পরিমান দিন দিন বৃদ্ধি পেতে থাকে। ইতিপূর্বে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে রাখা হলেও দীপের পক্ষে তা পরিহার করা সম্ভব হয়নি। মাদকসেবন করতে গিয়ে এলাকার মাদক ব্যবসায়ীর সঙ্গে জড়িয়ে দীপ হয়ে যান মাদক ব্যবসায়ী।


এরপর থেকে নিয়মিত আবাসিক ভবনের একটি কক্ষে বসেই সহপাঠী ও মাদক ব্যবসায়ীদের সাথে মাদক বেঁচাকেনা ও সেবন করত বলে এলাকাবাসীদের অভিযোগ। তবে দীপ সন্ত্রাসী প্রকৃতির বলে তার মা, ভাই-বোনেরা কিছু বলার সাহস পেত না। নিরবে তার পরিবারের সদস্যরা সহ্য করে যেত।


গোপন সংবাদের ভিত্তিত্বে মঙ্গলবার রাত ১১টার দিকে থানা পুলিশ অফিস কার্যালয়ে অভিযান পরিচালনা করে। ইয়াবা সেবনের সময় অফিসের ভবনের দ্বিতীয় তলার একটি ঘর থেকে দীপকে আটক করা হলেও অন্যরা বেলকনি দিয়ে লাফিয়ে পালিয়ে যায়। এসময় একটি গ্যাস লাইট, টেপ মোড়ানো পাইব ও ইয়াবা সেবনের দুইটি সিগারেটের আংতা জব্দ করা হয়।


নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, ঘটনায় আশিকুর রহমান ওরফে দীপসহ অজ্ঞাত ৫/৬ জনের নামে মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে। আসামীরা দীর্ঘদিন যাবৎ উক্ত স্থানসহ বিভিন্ন স্থানে মাদক সেবন করত। গোপন সংবাদে অভিযান চালিয়ে শয়ন ঘর থেকে তাকে আটক করা হয়। বাকী আসামীদেরও আটকের চেষ্টা অব্যহৃত আছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়।

রিফাত হোসাইন সবুজ, নওগাঁ: নওগাঁয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের মা, ছেলে ও বাবাকে পিটিয়ে জখম করছে স্থানীয় দূবৃর্ত্তরা। গত মঙ্গলবার দুপুর ২টার দিকে নওগাঁ শহরের পার-নওগাঁ খলিফাপাড়া বউবাজার মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে মুদি দোকানদার মো: একরামুল হক (৫৫) দোকানদারী করছিল। এমন সময় সোয়াইব হোসেন (৬) নামে এক বাচ্চা দোকান থেকে টাকা না দিয়ে চিপ্স নিয়ে যায়। এসময় একরামুল হক বাচ্চার কাছ থেকে চিপসটি নিয়ে নেয়। পরে বাচ্চাটির অভিভাবক টাকা দিয়ে সে চিপ্সটি নিয়ে যায়। তবে কিছুক্ষণ পর এঘটনাকে কেন্দ্র করে মো: দুলু (৪০), মো: দুলাল (৩২) ও মো: স্বপন (৩০) সহ ৭/৮ জন দূবৃর্ত্তরা ঐ দোকানদারের উপর হামলা চালায়।
এদিকে এ হামলার সময় একরামুলের স্ত্রী মোছা: সাবিনা ইয়াসমিন ও তার ছেলে শাকিরুজ্জামান শুভ এগিয়ে আসলে তাদেরও গুরুতর আহত করে দূবৃর্ত্তরা। এর পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। এছাড়া হামলার মূল পরিকল্পনাকারী মো: দুলু বর্তমানে বিভিন্নভাবে হুমকি প্রদান করছেন বলে অভিযোগ করেছেন আহতদের পরিবার।
এবিষয়ে জানতে চাইলে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদরের লখাইজানিতে একুশে পরিষদের আযোজিত শহিদ পুলিশ সুপার নজমুল স্মৃতি গাদল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (১৮ জুন) বিকেল ৪টায় শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে এর শুভ উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার ইকাল হোসেন।


লখাইজানি শাখার সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন একুশে পরিষদ নওগাঁর উপদেষ্টা ডা. ময়নুল হক দুলদুল, প্রফেসর শরিফুল ইসলাম খান, বিন আলী পিন্টু, আব্দুস ছাত্তার মন্ডল, একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাড. ডি. এম. আব্দুল বারী, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক এম এম রাসেল, আজিজুর রহমান স্বপন প্রমুখ।


শহিদ পুলিশ সুপার নজমুল স্মৃতি গাদল প্রতিযোগিতা শুরুতে শহিদ নজমুল হকের অত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শহিদ নজমুল হকের সংক্ষিপ্ত জীবনী পড়ে শুনান একুশে পরিষদ নওগাঁর সহ-সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ আল রাফি সরোজ।


৫ দিনব্যাপী এ প্রতিযোগিতায় ১৬ টি দল অংশগ্রহণ করছে। প্রথম দিনে ৮টি দল অংশগ্রহণ করে। আগামী ২২ জুন ফাইনাল খেলার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে।

১২ বছর পর বিশ্বকাপে গোল পেল সুইডেন। অধিনায়ক আন্দ্রেস গ্র্যানকুভিস্তের গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এফ গ্রুপের লড়াইয়ে তিন পয়েন্ট তুলে নিল সুইডেন। মেক্সিকোর মতো তিন পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল সুইডিসরা।


শেষ ২০০৬ বিশ্বকাপে খেলেছিল ইউরোপের এই দেশ। এরপর টানা দুটি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় সুইডেন। রাশিয়ায় প্রথম ম্যাচেই গোল পেয়ে ম্যাচ জিতে এক দশক বিশ্বকাপ না খেলার জ্বালায় যেন প্রলেপ লাগালো সুইডেন।


অন্যদিকে ১৯৫৮ সালের পর এই প্রথম জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল সুইডিসরা। বিশ্বকাপ সেবার ফাইনালে খেলেছিল সুইডেন। ইউরোপের এই দেশকে কেউ চ্যাম্পিয়ন হিসেবে না দেখলেও রাশিয়ায় ১৯৫৪ এর ইতিহাস রিপিট করতে পারে কিনা সেটাই এখন দেখার।


প্রথমার্ধে দুই দলই আক্রমণে ঝড় তুললেও গোলের দেখা পায়নি কেউই। আক্রমণ প্রতিআক্রমণের ঝড় যেমন ছিল, তেমনই দুই দলের ডিফেন্সও নজর কেড়েছে। ফিফা ব়্যাঙ্কিংয়ে দক্ষিণ কোরিয়ার চেয়ে অনেক এগিয়ে রয়েছে সুইডেন। ম্যাচে অবশ্য তার কোনো প্রভাব দেখা যায়নি।


খেলার ৬৫ মিনিটে পেনাল্টিতে সুইডেনের হয়ে গোল করেন ডিফেন্ডার আন্দ্রেস গ্র্যানকুভিস্ত। ৬৩ মিনিটে দক্ষিণ কোরিয়া বক্সে সুইডেনের ফুটবলার ভিক্টরকে ফাউল করলে প্রথমে পেনাল্টি দেননি রেফারি। পরে ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দিলে গোল করতে ভুল করেনি গ্র্যানকুভিস্ত।

রাশিয়া বিশ্বকাপে রোনালদো, নেইমার, মেসিকে সেরাদের কাতারে বিবেচনা করছে সবাই। কিন্তু নিজেদের প্রথম ম্যাচে তিন জনের মধ্যে উজ্জ্বল কেবল রোনালদো। যদিও সবার দলই ড্র করেছে তাদের প্রথম ম্যাচে। তবে সেই ড্রয়ের মাঝে আলো ছড়াতে পেরেছেন শুধুই রোনালদো। স্পেনের বিরুদ্ধে ড্র করে এক পয়েন্ট তুলে নিয়েছে পর্তুগাল। অন্যদিকে এগিয়ে থেকেও আইসল্যান্ডের বিরুদ্ধে ড্র মেসিদের। রবিবার রাতে আবার সুইজারল্যান্ডের বিরুদ্ধে ড্র করেছে ব্রাজিল।

তারকাখচিত তিন দলই ড্র দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করলেও সব বিভাগেই নেইমার-মেসিকে পিছনে ফেলে দিয়েছেন রোনালদো। ফি-কিক হোক বা পেনাল্টি, কিংবা দুরপাল্লার শট জালে ঢোকানো রোনালদো অ্যাট হিস বেস্ট! শেষ বিশ্বকাপে প্রথম দিন মাঠে নেমেই ভেঙে দিয়েছেন একাধিক রেকর্ড।

সব ধরনের ফুটবল প্রতিযোগিতা মিলিয়ে ক্যারিয়ারের ৫১ তম হ্যাটট্রিক রোনালদোর। এখানেই শেষ নয়, এই নিয়ে চারটি বিশ্বকাপে গোল করে কিংবদন্তি পেলেকে ছুঁয়ে ফেলেছেন তিনি। শেষ তিন বিশ্বকাপে তার গোলের সংখ্যা ছিল ৩, স্পেনের বিরুদ্ধে তিনটি গোল করে সেটাই এক লাফে ছয়ে নিয়ে গিয়েছেন সি আর।

প্রথম ম্যাচে রোনালদো যে ঝলক দেখাতে পারলেন সেটাই পারলেন না মেসি। স্পেনের বিরুদ্ধে শেষ মুহূর্তে দুরন্ত ফ্রি-কিকে হারা ম্যাচ ড্র করিয়েছিলেন রোনালদো। আইসল্যান্ডের বরফশীতল ডিফেন্সের সামনে আটকে গেলেও ম্যাচের শেষদিকে ফ্রি কিকে সব হিসেব পালটে দেওয়ার সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি মেসি। মানব প্রাচীরের ধাক্কা খেয়ে বল ফিরে আসে। আর মেসির পেনাল্টি মিস তো এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ভাইরাল।

তিন তারকার মধ্যে সবচেয়ে জুনিয়র নেইমারও প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ। তিনি যে এখনও পুরোপুরি সুস্থ নয় তা সুইজারল্যান্ডের ম্যাচে বারেবারে ধরা পড়েছে। একাধিকবার ডান পায়ের চোট পেয়ে মাঠে শুয়ে পড়েছেন। এই নেইমারকে নিয়ে খুব একটা প্রত্যাশা না করাই ভাল।

বিশ্বকাপে কতই না অঘটন ঘটে। বিশ্বকাপ সাক্ষী থাকে পতনের, আবার এই রণক্ষেত্র থেকেই জন্ম নেয় নতুন তারা। তবে এই মুহূর্তে রাশিয়া এখন শুধুই রোনালদোময়।

রাশিয়া বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর থেকেই অনেকেই দুষছেন মেসিকে। অবশ্য তিনি পেনাল্টি মিস করার পর থেকেই সমালোচনা শুরু হয়ে যায়।

কারণ, জয়টা যে মেসিদেরই প্রাপ্য ছিল। সমর্থকদের বেশিরভাগই হয়তো একবারের জন্যও ভাবেননি, জাদুকর মেসি পেনাল্টি মিস করবেন। এমনকি পেনাল্টি মিসের পরও যে আইসল্যান্ডের মতো দলের কাছে মেসিরা ড্র করবে, সেটাও ছিল কল্পনার বাইরে।

সে কারণে সমালোচনা বেশি হচ্ছে মেসির পেনাল্টি মিস করার ব্যাপারে। যিনি ডালভাতের মতো গোল করেন, সেই মেসি পেনাল্টির সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন।

তার পরেও আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনা অবশ্য শিষ্যের পাশেই দাঁড়িয়েছেন। সাফ জানিয়ে দিয়েছেন, আমি খেলোয়াড়দের দোষ দেব না। বরং তাদের নিয়ে যেভাবে কাজ করা হয়েছে, সেটাকে দোষ দিতে পারি। খেলোয়াড়দের দোষ নেই। মেসিকে তো দোষ দেওয়া যায় না। সে তার সবটুকু মাঠে দিয়েছে।

ম্যারাডোনা আরো বলেন, আমিও টানা পাঁচটি পেনাল্টি মিস করেছি। তার পরেও আমি ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা। আমি মনে করি না, তারা মেসির এই পেনাল্টি মিসের কারণে দুই পয়েন্ট খুইয়েছে।

যদিও মেসি নিজেই দলের ব্যর্থতার দায় কাঁধে নিয়েছেন। অন্যদিকে কোচকে ছেড়ে কথা বলেননি ম্যারাডোনা। কোচ হোর্হে সাম্পাওলিকে হুমকি দিয়ে ম্যারাডোনা বলেন, এভাবে খেললে আপনি আর্জেন্টিনায় ফিরতে পারবেন না। এটা খুবই অপমানজনক ফল। আইসল্যান্ডের খেলোয়াড়রা সব ১.৯ মিটারের মতো লম্বা জেনেও সেভাবে দলকে প্রস্তুত করা হয়নি। দলের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই আমার ভীষণ রাগ হচ্ছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget