Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাতে ইরানের বিরুদ্ধে একতরফাভাব যুদ্ধ ঘোষণা করতে না পারেন সেজন্য কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি বিল পাস করা হয়েছে।


সর্বসম্মতিক্রমে পাস হওয়া এ বিলে ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের একক সিদ্ধান্তে যুদ্ধ ঘোষণার ক্ষমতা বাতিল করা হয়েছে।


প্রতিনিধি পরিষদে পাস হওয়া বিলটিতে ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট দলের সমর্থন ছিল এবং বুধবার বিলটি পাস হয়।
এরমধ্য দিয়ে কংগ্রেসের অবস্থান পরিষ্কার হলো যে, ইরানের বিরুদ্ধে একক সিদ্ধান্তে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ ঘোষণা করতে পারেন- এমন কোনো আইন থাকা উচিত নয়।


ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে মার্কিন সরকার বের হয়ে যাওয়ার দুই সপ্তাহ পর মার্কিন প্রতিনিধি পরিষদ এ বিল পাস করলো।


বিলের প্রধান উদ্যোক্তা মার্কিন ডেমোক্র্যাট দলের সদস্য কিথ মোরিস এলিসন বলেন, পরমাণু সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার ও ইরানের সঙ্গে শত্রুতামূলক বক্তব্যের বিরুদ্ধে এ বিল হচ্ছে জোরালো পদক্ষেপ।


তিনি বলেন, বিলটির মধ্য দিয়ে এই শক্তিশালী বার্তা দেয়া হলো যে, আমেরিকার জনগণ ও কংগ্রেস সদস্যরা ইরানের সঙ্গে যুদ্ধ চান না।
এ বিলের মধ্য দিয়ে কংগ্রেস যুদ্ধ ঘোষণার ক্ষমতা নিজের হাতে ফিরিয়ে নিলো বলেও মন্তব্য করেন এলিসন।


কংগ্রেসের আরেক সদস্য বারবারা লি বলেন, এই সংশোধনীর কারণে আমি খুশি যে, বিলটি পরিষ্কার করেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কর্তৃত্ব প্রেসিডেন্টের নেই।


আরও কয়েকজন প্রতিনিধি পরিষদ সদস্য একই ধরনের মনোভাব ব্যক্ত করেছেন। সবাই বলেছেন, তারা ইরানের সঙ্গে যুদ্ধ চান না।

সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংসদ সদস্য বদির বেয়াই যেমন ছাড় পায়নি, তেমনি যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে বদিসহ আওয়ামীলীগ-বিএনপিসহ অন্যান্য দলের যারা মাদক ব্যবসার সাথে জড়িত কেউই ছাড় পাবে না। শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার বাইপাইলে আসন্ন ঈদ যাত্রা নিরবিগ্ন করতে সড়ক বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।


এসময় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তির কোন এজেন্ডা না থাকলেও এবারের সফর থেকে তিস্তা চুক্তির বিষয়ে অগ্রগতি হয়েছে।আজ পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জীর সাথে প্রধানমন্ত্রীর বৈঠক আছে বলেও জানান মন্ত্রী। মন্ত্রীর সড়ক পরিদর্শনকালে সড়ক বিভাগের উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মাদক বিরোধী অভিযানের নামে গোটা দেশকে হত্যার বধ্যভূমিতে পরিণত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে মাদক নির্মূলের নামে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হয়েছে। এভাবে নির্বিচারে মানুষ হত্যা সকলের জন্য রীতিমতো উদ্বেগ, ভয় ও বিপদের কারণ হতে পারে।


আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


প্রকৃত মাদক ব্যবসায়ীদের ধরা হচ্ছে না উল্লেখ করে রিজভী বলেন, প্রকৃত মাদক ব্যবসায়ীদের ধরা হচ্ছে, এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন কথা। আসলে মাদক ব্যবসায়ের যারা গডফাদার তারা মূলত আওয়ামী লীগেরই লোক, আর সেই কারণেই তারা থাকছে ধরাছোঁয়ার বাইরে রয়েছে।


তিনি বলেন, মাদকবিরোধী অভিযানের নামে বিচার বহির্ভূতভাবে এখন পর্যন্ত প্রায় ৭৫ জনকে হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতরাতেও ৫ জেলায় ৭ জনকে ক্রসফায়ারে দেওয়া হয়েছে।


তিনি আরো বলেন, মাদক সম্রাট বদিসহ আওয়ামী লীগের শত শত বড় বড় নেতাকর্মীদের নাম গণমাধ্যমে ফলাও করে প্রচার হলেও এখনও পর্যন্ত তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়নি। দেশে মাদক বিস্তারের জন্য দায়ী আওয়ামী লীগ, তাদের আমলেই সকল সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ থেকে মাদক এর চালান ঢুকছে বাংলাদেশে অত্যন্ত নিরাপদে।


প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তিনি বলেন, এই সফরের কোনো আলোচ্য সুচি নেই, কোনো ধরনের এজেন্ডা নেই, প্রধানমন্ত্রী সেখানে গিয়ে খোশ গল্পে এবং এই রমজান মাসে তিনি সঙ্গিত উপভোগ করছেন। এটি বাংলাদেশের জনগণের প্রতি প্রধানমন্ত্রীর নির্লজ্য তাচ্ছিল্য করা। এটি দেশের জনগণকে অবমাননা করা।


সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদল নেতা হাজী ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সময় বিভিন্ন ডিভাইসসহ সাতজন পরীক্ষার্থীসহ ১১জনকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার সময় বিভিন্ন কেন্দ্র থেকে পরীক্ষার্থী এবং এর আশপাশ থেকে অভিভাবকদের আটক করা হয়। দুপুর ২টার দিকে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলে পুলিশ সুপার ইকবাল হোসেন এসব তথ্য জানান।নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বের দায়ে আটক ১১
আটককৃতরা হলেন, সদর উপজেলার পার-নওগাঁ মহল্লার গোলাম মোস্তফার মেয়ে মুক্তা আকতার (২৫), তিলকপুর গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে তহমিনা আকতার (২৭), ধোপাইকুড়ি গ্রামের রুহুর আমিনের স্ত্রী আতিয়া সুলতানা বিথী (২৭), জেলারপতœীতলা উপজেলার মোছাদ্দেক হোসেনের স্ত্রী সুইট পারভীন (২৬), চকশ্রীপুর গ্রামের আব্দুল মজিদের মেয়ে নেছারুল হক (৩২), মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে মামুনুর রশিদ (৩১), বার-বাকাপুর গ্রাামের শহীদুর রহমানের ছেলে ফরহাদ হোসেন (৩৫), ধামইরহাট উপজেলার বর্জেগঞ্জ গ্রামের মাজেম উদ্দিনের মেয়ে সাবিনা ইয়াসমিন (৩০), দক্ষিন শ্যামপুর গ্রামের ময়নুদ্দিন মন্ডলের ছেলে মোরশেদুল আলম (৪৫) এবং অপরজেনর নাম জানা যায়নি।
পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিতিত্বে বিষয়টি আগ থেকে অবগত ছিলাম। পরবর্তীতে পরীক্ষার শুরুর পর পুলিশের গোয়েন্দা সংস্থা শহরের বিভিন্ন কেন্দ্রে অভিযান পরিচালনা করে। এসময় কেন্দ্র থেকে আট পরীক্ষার্থীকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিত্বে চারজন অভিভাবককে আটক করা হয়। শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বের দায়ে আটক ১১
এছাড়া শহরের কুমাইগাড়ী মহল¬ার তাজুল নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে পরীক্ষায় সহায়তার বিভিন্ন ডিভাইস- ল্যাপটপ, প্রিন্টর, মোবাইল ফোন, ইয়ারফোন এবং সরবরাহকৃত উত্তরপত্র উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিত টের পেয়ে তাজুল পালিয়ে যায়। সেই সাথে এঘটনার সাথে জড়িত মুলহোতাকে আটকের চেষ্টা অব্যাহত আছে। তিনি আরো বলেন, পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরতরা যদি অসদুপায় অবলম্বনের সাথে সম্পৃক্ততা পাওয়া যায় সে বিষয়টিও দেখা হবে।

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় আলাউদ্দিন প্রামানিক (৫৫) নামে একব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন প্রামানিক ওই গ্রামের মৃত কফিল উদ্দিন প্রামানিকের ছেলে। শনিবার বেলা ১২টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের একটি বাগানে আম কুড়াতে গিয়ে সৎভাই রফিকুল ইসলামের স্ত্রী আনোয়ারা বিবির সঙ্গে আলাউদ্দিনের দ্ব›েদ্বর সৃষ্টি হয়। জের ধরে রফিকুল ইসলামসহ অন্যরা সংঘবদ্ধ হয়ে শুক্রবার সন্ধ্যায় আলাউদ্দিনকে বেধড়ক পিটিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্তরা বাড়িঘর তালাবদ্ধ করে গা ঢাকা দিয়েছে।
নিহত আলাউদ্দিনের ছেলে বুলবুল হোসেন জানান, পূর্ব বিরোধের জের ধরে আমার সৎচাচারা পরিকল্পিতভাবে আমার বাবাকে পিটিয়ে হত্যা করেছে। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, নিহত আলাউদ্দিনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলম হোসেন (৩৫) ও মেঘলা বেগম (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জানা গেছে, গত শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। আটককৃতরা হলেন, আলম হোসেন বদলগাছী উপজেলার হলুদবিহার গ্রামের ইশারত সরদারের ছেলে ও মেঘলা বেগম একই গ্রামের আলম হোসেন স্ত্রী।


এব্যাপারে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামছুদ্দিন জানান, শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৩২ গ্রাম হেরোইন ও ২১পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আলম হোসেন ও তার স্ত্রী মেঘলা বেগমকে আটক করা হয়।
তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে বদলগাছী থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget