Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নিজেকে ভাঙাগড়ার মধ্যেই রাখতে চান আলিয়া ভাট৷ তাই চলতি বছরটা বেশ অন্যরকম ভাবেই শুরু করতে চলেছেন এই অভিনেত্রী৷ সম্প্রতি প্রকাশ্যে এল তাঁর আগামী ছবি ‘রাজি’র তিনটি লুক৷

ছবিতে তিনটি ভিন্ন ভূমিকায় দেখতে পাওয়া যাবে তাঁকে৷ একটিতে সে তাঁর বাবার আদরের কন্যে, যেখানে বিয়ের সাজে তাঁকে দেখতে পাওয়া যাচ্ছে৷ দ্বিতীয়টিতে আবার একজন আদর্শ স্ত্রী, যেখানে ভিকি কৌশলের সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে তাঁকে৷ আবার তৃতীয়তে সে ফিয়ারলেস একজন স্পাইয়ের অবতারে৷

ছবিতে এমনই একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করছেন তিনি৷ যদিও তাঁর অভিনয়ক্ষমতা নিয়ে কারোরই তেমন সন্দেহ নেই৷ বলিউডে এই কনিষ্ঠতম অভিনেত্রী কেরিয়ার গ্রাফে রয়েছে হাইওয়ে, উড়তা পাঞ্জাব, ডিয়ার জিন্দিগির মতো ছবি৷ ২০১৮তে সেই লিস্টে যোগ হতে চলেছে রাজির নামও তা নিঃসন্দেহে বলা যায়৷ ছবিটি পরিচালনা করছেন মেঘনা গুলজার৷ ধর্মা প্রোডাকশন এবং জঙ্গলী পিকচার্সের যৌথ প্রযোজনায় হচ্ছে সিনেমাটি৷ছবির পোস্টার এবং ট্রেলার মুক্তি পাবে মঙ্গলবার৷

‘কাহো না পেয়ার হ্যায়’ দিয়েই ক্যারিয়ার শুরু করেন হৃত্বিক। আর এই ছবির মাধ্যমে ছেলেকে লাইমলাইটে আনেন বাবা রাকেশ রোশন। এর পর তাঁরা এক সঙ্গে আরো তিনটি ছবি করেন। সেগুলো হলো ‘কোই মিল গায়া’, ‘কৃষ ২’, ‘কৃষ ৩’। সর্বসম্প্রতি এই জুটি ‘কৃষ ৪’-এর কাজ নিয়ে ব্যস্ত। ছবিটি ২০২০ সালে মুক্তিপ্রত্যাশিত।

প্রথম দিকে বাবাকে অনুসরণ করতেন হৃত্বিক। তবে সম্প্রতি তাঁদের মধ্যে সৃজনসংক্রান্ত মতপার্থক্য লক্ষ করা যাচ্ছে। বাবার সব কথাতেই ‘হ্যাঁ’ বলছেন না তিনি। ছবি নির্মাণের ক্ষেত্রে তাঁর নিজেরও কিছু মতামত তিনি দিচ্ছেন এবং সেটা প্রতিষ্ঠিত করতে চাইছেন। হয়তো তিনি বোঝাতে চাইছেন, রাকেশ রোশনের কথাই শেষ কথা নয় কিংবা তিনিও অল্পবিস্তর বুঝতে শিখছেন।

যদিও তাঁদের মধ্যে সৃজনসংক্রান্ত মতপার্থক্য খুব প্রকট নয়, তবুও ‘কৃষ ৪’-এর কাস্টিংয়ের সময় বিষয়টি দৃষ্টিগোচর হয়।

এ-প্রসঙ্গে গণমাধ্যম ডেকন ক্রনিকলকে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এ পর্যন্ত বাবা-ছেলে মিলে ৪টি ছবিতে কাজ করছেন বা করেছেন। তবে সম্প্রতি নতুন ছবির স্ক্রিপ্ট, শিডিউল ও কাস্টিংয়ের বিষয়ে সামান্য মতপার্থক্য দেখা গিয়েছে বাবা-ছেলের মাঝে। বিষয়টি মোটের বড় কিছু নয়, তবে এটা হচ্ছে। এটা ব্যক্তিত্বের দ্বন্দ্ব নয়, এটা সৃজনসংক্রান্ত মতপার্থক্য। তবে, এটাকে খুব ভালো বিষয় হিসেবে দেখছেন অনেকে। তাঁদের অভিমত, ছেলে ধীরে দীরে ম্যাচিওর হয়ে উঠছেন নির্মাণের বিষয়ে।

টালিউড তারকা জুটি রাজ চক্রবর্তী ও নায়িকা শুভশ্রী একে অপরের সঙ্গে চুটিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিছুদিন আগেই হঠাৎ তাদের বিয়ের খবর শোনা যায়। এরপর দুজন হানিমুনও সেরে নিয়েছেন। তারপর দুজনই ফিরেছেন নিজেদের কাজে।

শুভশ্রী তার নতুন ছবি ‘চালবাজ’র প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে শুটিংয়ে কম্বোডিয়ায় রয়েছেন রাজ। দুজন আলাদা থাকার কারণে কেউই নাকি নিজেদের কাজে মন দিতে পারছেন না। তাই তো রাজকে না জানিয়ে হঠাৎ কম্বোডিয়ায় হাজির হলেন নায়িকা। চমকে দিলেন রাজকে।

এদিকে প্রেমিকাকে হঠাৎ দেখে দারুণ খুশি রাজ। এটা নাকি রাজের জন্য চমৎকার সারপ্রাইজ ছিল। ‘কাঠমান্ডু টু কম্বোডিয়া’ ছবির গল্প একেবারে নতুন। অভিনয় করছেন সোহম, রুদ্রনীল, রোজা, যীশু সেনগুপ্ত, তনুশ্রী, খরাজ মুখোপাধ্যায় প্রমুখ।

ছবির পুরো ইউনিট নিয়ে কম্বোডিয়ায় রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। আর সেখানে তার প্রেমিকা শুভশ্রীও এখন টিমের অংশ হয়েছেন। শুভশ্রীকে হঠাৎ কম্বোডিয়ায় পেয়ে ছবির অন্যান্য শিল্পী-কলাকুশলীরাও দারুণ খুশি।

উল্লেখ্য, শুভশ্রীর আগে কলকাতার আরেক জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল রাজের। তবে একটা সময় সেই সম্পর্ক ভেঙে যায়। অবশেষে রাজের প্রেমিকা হিসেবে আবির্ভুত হন শুভশ্রী।

অন্যদিকে টালিউড নায়ক দেবের সঙ্গে শুভশ্রীর প্রেমের সম্পর্ক নিয়েও গুঞ্জন ছিল। সেই প্রেম ভেঙে গেলে রাজের সঙ্গে সম্পর্ক তৈরি হয় শুভশ্রীর। এবার পুরনো প্রেম ভুলে রাজ-শুভশ্রী এখন বিবাহিত দম্পতি। তারা এখন নতুন জীবন উদযাপন করছেন।

সাজা ঘোষণার পর দু’রাত জেলে ছিলেন সালমান খান। জেলে প্রথম রাত কিছু না খেয়ে কাটিয়েছিলেন। দু’দিন পর জামিন পেয়ে ফিরে গিয়েছেন মুম্বাইয়ে। পাশে পেয়েছেন বলিউডের অভিনেতা-অভিনেত্রী সহ অসংখ্য অনুরাগীকে। মুম্বাই ফিরেই দেখা করেছিলেন অনুরাগীদের সঙ্গে। সমর্থনের জন্য সকলের উদ্দেশে টুইট করে কৃতজ্ঞতা জানালেন সালমান খান।

আজ সোমবার সালমান টুইট করেন, অসংখ্য ধন্যবাদ আমার ভালোবাসার মানুষদের যাঁরা প্রতি মুহূর্তে আমার সঙ্গে আছেন, যাঁরা আশা ছাড়েননি। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমাকে সমর্থন করার জন্য।

বৃহস্পতিবার কৃষ্ণসার হত্যা মামলায় সালমান খানের ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। সেই সঙ্গে বাকি অভিযুক্ত টাবু, সাইফ আলি খান, সোনালি বেন্দ্রে ও নীলমকে বেকসুর খালাস করা হয়। রায় ঘোষণার দুদিন পর জামিন পান সালমান।

ঠাণ্ডা পানিতে করুন কি গরম পানিতে, নিয়মিত গোসল করলে একাধিক উপকার পাওয়া যায়। সেই সঙ্গে বেশ কিছু জটিল রোগও দূরে থাকতে বাধ্য হয়। গোসল করার আরও অনেক উপকারিতা আছে। আসুন, জেনে নিই …

ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় : শুনে অবাক লাগলেও একথার মধ্যে কোনো ভুল নেই যে নিয়মিত গোসল করলে ব্রেন পাওয়ার বৃদ্ধি পায়। সেই সঙ্গে স্মৃতিশক্তি এবং বুদ্ধির বিকাশ ঘটে চোখে পরার মতো। বেশ কিছু গবেষণায় দেখা গেছে গোসল করার সময় ব্রেনের ইনফ্লেমেশন রেট কমতে শুরু করে। সেই সঙ্গে নার্ভাস সিস্টেমেরও কর্মক্ষমতা বাড়ে। ফলে স্বাভাবিকভাবেই ব্রেন পাওয়ার বাড়তে সময় লাগে না।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে : গবেষণা বলছে ডায়াবেটিস রোগীরা যদি টানা ৩ সপ্তাহ, দৈনিক ২০-৩০ মিনিট গরম পানিতে গোসল করেন, তাহলে রক্তে শর্করার মাত্রা প্রায় ১৩ শতাংশ কমে যায়। ফলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে চলে আসতে সময় লাগে না।

ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি পায় : বেশ কিছু কেস স্টাডিতে দেখা গেছে প্রতিবার ঠাণ্ডা পানি মাথায় ঢালার সময় ফুসফুস সংকুচিত হয়ে যায়। এমনটা বারে বারে হওয়ার কারণে লাং-এ অক্সিজেনের সরবরাহ বেড়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। যে হারে আজকাল বায়ুদূষণের প্রকোপ বাড়ছে তাতে ফুসফুসকে অতিরিক্ত চাঙ্গা না রাখলে কিন্তু বিপদ! তাই যতই ল্যাথারজিক লাগুক না কেন, প্রতিদিন গোসল করা মাস্ট!

পেশির কর্মক্ষমতা বাড়ে : সারা দিন ধরে কাজ করতে করতে শরীরজুড়ে ছড়িয়ে থাকা পেশিরা যেমন ক্লান্ত হয়ে পরে, তেমনি তাদের গায়ে বেজায় চোট-আঘাতও লাগে। এমন অবস্থায় দিনের শেষে হলকা গরম পানিতে অথবা ঠাণ্ডা পানিতে গোসল করলে পেশির চোট সারতে শুরু করে। সেই সঙ্গে তারা পুনরায় চাঙ্গা হয়ে ওঠে। পেশির সচলতা বৃদ্ধির পেছনে গোসলের যে বিশেষ ভূমিকা রয়েছে, তা মেনে নিয়েছেন গবেষকরাও।

হার্টের কর্মক্ষমতা বৃদ্ধি পায় : বেশ কিছু গবেষাণায় দেখা গেছে হালকা গরম পানিতে গোসল করলে সারা শরীরে রক্তের সরবরাহ বেড়ে যায়। সেই সঙ্গে হার্টের কর্মক্ষমতা এতটা বেড়ে যায় যে কোনও ধরনের কার্ডিওভাসকুলার ডিজিজই ধারে কাছে ঘেঁষতে পারে না। নিয়মিত উষ্ণ গরম পানিত গোসল শুরু করলে রক্তচাপও স্বাভাবিক হতে শুরু করে। ফলে উচ্চ রক্তচাপের সমস্যা কমতে সময় লাগে না।

রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে : শুধু ঠাণ্ডা নয়, গরম পানিতে গোসল করার সময়ও ভাসকুলার এবং লিম্ফ সিস্টেম থেকে প্রচুর মাত্রায় ইমিউন সেলের জন্ম হতে থাকে। ফলে স্বাভাবিকভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকে। আর যেমনটা আপনাদের সকলেরই জানা আছে, রোগ প্রতিরোধ ব্য়বস্থা যত শক্তিশালী হয়ে ওঠে, তত রোগভোগের আশঙ্কা হ্রাস পায়। এবার বুঝেছেন তো প্রতিদিন গোসল করার গুরুত্ব কতটা!

রক্ত প্রবাহের উন্নতি ঘটে : গবেষণায় দেখা গেছে গোসল করার সময় ঠাণ্ডা পানির স্পর্শ লাগার সঙ্গে সঙ্গে শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ বেড়ে যায়। ফলে একদিকে যেমন হার্টের পাশাপাশি দেহের ভাইটাল অর্গানদের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, তেমনি অন্যদিকে রক্তচাপও কমতে থাকে। ফলে সার্বিকভাবে শরীর একেবারে তরতাজা হয়ে ওঠে।

স্ট্রেস লেভেল কমতে থাকে : দিন শেষে ক্লান্তি এবং স্ট্রেস যখন ঘারে চেপে বসে, তখন যেন পা এগোতে চায় না। এমন অবস্থায় মহৌষধির কাজ করে এক বালতি ঠাণ্ডা পানি। সেটা যখন মাথা হয়ে সারা শরীরে ঝাপিয়ে পরে, তখন মস্তিষ্কের বিটা-এন্ডোরফিন এবং নোরাএড্রেনালিনের মতো হরমোনের ক্ষরণ বেড়ে যায়। ফলে নিমেষে স্ট্রেস এবং ডিপ্রেশন কমে গিয়ে মন চাঙ্গা হয়ে ওঠে। সেই সঙ্গে ক্লান্ত জীবন ফিরে পায় তার হারিয়ে যাওয়া মরুদ্যান!

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের ২১তম আসরে ৫০ মিটার পিস্তলে রৌপ্য জিতলেন বাংলাদেশের শাকিল আহমেদ। ৫০ মিটার পিস্তলে ২২০.৫ স্কোরে রৌপ্য জিতিছেন ২৮ বছর বয়সী এই বাংলাদেশের শুর্টার। ব্রোঞ্জ জিতেন ভারতের ওঁম মিথারভাল। তিনি ২০১.১ স্কোর করেন। ২২৭.২ স্কোর করে স্বর্ণ জিতেন অস্ট্রেলিয়ার দানিয়েল রেপাকোলি।

এর আগে শুটিংয়ে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছেন আবদুল্লাহ হেল বাকি। ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জিতেছেন তিনি। এবার পিস্তলে বাংলাদেশের হয়ে দ্বিতীয় রৌপ্য এলো শাকিলের হাত ধরে।

বাংলাদেশের হয় ছেলেদের ইভেন্টের মত মেয়েদের ইভেন্টে কোনো পদক না আসলেও ভালো করছেন তারাও। ১০ মিটার এয়ার পিস্তলে চতুর্থ হয়েছেন উম্মে সুলতানা। আর মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণীতে ব্যক্তিগত রেকর্ড গড়ে ষষ্ঠ হয়েছেন মাবিয়া সিমান্ত।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget