মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার দুপুরে মহাদেবপুর উপজেলার সোনাপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে এলাকাবাসী দাবী করেন ইউপি সদস্য আজমল হোসেন রুমনসহ ৭ জনের বিরুদ্ধে আজিজুর রহমানের দেওয়া মামলাটি সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন।
ময়েজ উদ্দীন চৌধুরী জানান, আজমল হোসেন রুমন একজন নিরীহ, সহজ ও সরল প্রকৃতির লোক। এলাকার কারও সাথে কোনদিনই তার কোন বিরোধ হয়নি। তার বিরুদ্ধে নওগাঁ আদালতে স্থানীয় আজিজুর রহমান বাদী হয়ে চুরির মামলা দায়ের করেন তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। এই ধরনের কোন ঘটনা এই এলাকায় ঘটেনি বলে তিনি দাবি করেন।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন আব্বাস আলী, মোজাম্মেল হোসেন, মো আজাদুল ইসলাম প্রমুখ।