নওগাঁয় ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপির মতবিনিময়
নিজেস্ব প্রতিনিধি : নওগাঁর সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতাভূগী এবং উপকারভূগী জনসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভা ও বিভিন্ন উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শিকারপুর ইউনিয়ন পরিষদ চত্তরে ১১নং শিকারপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়াজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
অনুষ্ঠানে শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী রুকুনুজ্জামান টুকুর সভাপতিত্বে অন্যান্যদর মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: সাইদুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াছ তুহিন রেজা, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ইমরান, দপ্তর সম্পাদক ময়নুল হাসান রানা প্রমুখ। এছাড়াও উপজলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শিকারপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ভাতা ও উপকারভূগীদের মধ্যে থেকে কয়েক হাজার উপকারভূগী জনসাধারণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিভিন্ন পর্যায়ের ভাতা ও উপকারভূগীদের সাথে মত বিনিময় ও সরকারের বিভিন্ন উন্নয়ন বিষয়ক আলোচনা করে বলেন, দেশ আজ অনেক উন্নত। নওগাঁর সবস্থানে এই উন্নয়নের ছোয়া লেগেছে ঘরে ঘরে বিদ্যুৎ, উন্নত রাস্তাঘাট হয়েছে। মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে এই উন্নয়ন ধরে রাখতে আবারও নৌকার বিজয় নিশ্চিত করতে হবে তাই নৌকার পক্ষে সকলকে একসাথে কাজ করার আহবান জানান তিনি।