Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

নওগাঁয় ট্রাক চাপায় ০৪ জন নিহতের ঘটনার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : নওগাঁ-রাজশাহী মহাসরকে ট্রাক চাপায় ০৪ জন নিহতের ঘটনার আসামী মো: মামুনুর রশিদ (৪০) কে নওগাঁর বাসস্ট্যান্ড থেকে আটক করেছে র‌্যাব। 

মোঃ মামুনুর রশীদ বগুড়া জেলার আদমদিঘী থানার রথবাড়ী এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

আজ র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-০৫ সিপিসি-৩ জয়পুরহাট র‌্যাব ক্যাম্প।

র‌্যাব জানায়, মামুনুর রশীদ নওগাঁর সদর উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় আত্মগোপনে আছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব -৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে আজ মঙ্গলবার নওগাঁ জেলার নওগাঁ বাসস্ট্যান্ড মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মামুনুর রশীদকে আটক করে।

উল্লেখ্য গত ০৫ জুন ২০২৩ তারিখে নওগাঁ থেকে একটি ট্রাক মহাদেবপুরের দিকে যাওয়ার পথে হাট চকগৌরী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ ০৪ জন নিহত হয়।

 

নওগাঁয় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত -৪ আহত ২

স্টাফ রিপোর্টার  : নওগাঁর মহাদেবপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৪ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরো ২ জন গুরুতর আহত অবস্থায় নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


আজ সোমবার দুপুর সোয়া একটায় নওগাঁ - রাজশাহী মহাসড়কের হাট চকগৌড়ি - বাগাচারার মাঝামাঝি এই দুর্ঘটনাটি ঘটে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ের দিক হতে যাত্রী বোঝায় একটি সিএনজি নওগাঁ অভিমুখে আসছিল। সিএনজিটি হাট চকগৌড়ি - বাগাচারার মাঝামাঝি পৌছালে বিপরীত দিক হতে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্থলেই সিএনজির ড্রাইভারসহ ৪ জন নিহত হয়। নিহতরা হলেন, সিএনজি চালক নওগাঁ সদর উপজেলার চকপাথুরিয়া গ্রামের মৃত- গাজী সরদারের ছেলে পাপ্পু সরদার (৫০), সিরাজগঞ্জের খোকসাবাড়ী এলাকার আনিছুর রহমানের ছেলে রকিবুল হাসান (২১) ও একই এলাকার সালামের ছেলে নাজমুল (২১)। নিহত অপর একজনের পরিচয় জানা যায়নি।


এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার দেবব্রত পাল জয় জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ দুর্ঘটনার স্থানে পৌছে হতাহতদের উদ্ধার করে নিহত ৪ জনের মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহত দুজনের চিকিৎসা চলছে।



বিএনপি'র আন্দোলন ভুয়া -- ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার : বিএনপির সব আন্দোলন ভুয়া উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপির আন্দোলনে কোন লোক নেই তাদের ২৭ দফা সফল হয়নি ৫২ দফা সফল হয়নি তাদের সব আন্দোলন ভুয়া তাদের ৫৪ দল ভুয়া।রবিবার নওগাঁর নওজোয়ান মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী মরহুম আব্দুল জলিলের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, দেখতে দেখতে বিএনপির ১৪ বছর চলে গেছে এই ১৪ বছরে কোনো আন্দোলন করতে পারেনি। আর কখনো পারবেও না। তার মানে জনগণ না থাকলে, পাবলিক না থাকলে আন্দোলন হয় না। পাবলিক নাই বিএনপির আন্দোলন নাই। বিএনপির আন্দোলন ভুয়া। ৫২ দফা ভুয়া, ২৭ দফা ভুয়া। বিএনপির ৫৪ দল ভুয়া। তাঁদের আজকে বড় জ্বালা। পদ্মা সেতু হয়ে গেল। মেট্রোরেল চালু হলো। বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হবে। কিছু দিন লোডশেডিং হয়তো থাকবে। সেটাও ঠিক হয়ে যাবে। বিএনপির অন্তরজ্বালা কমবে না। তারা বিদেশিদের কাছে নালিশ করতেই থাকবে ।

বিএনপি'র আন্দোলন ভুয়া -- ওবায়দুল কাদের

আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জানুয়ারিতে নির্বাচন করতে পারেনি। ফেব্ররুয়ারিতে পারেনি। মার্চ, এপ্রিল, মে মাসেও পারিনি। জুনেও পারবে না। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বরেও পারবে না। ডিসেম্বরেতো নির্বাচন। তখন হবে ফাইনাল খেলা।


বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল জলিলের নেতৃত্বের প্রশংসা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আব্দুল জলিল দুর্দিনে দলের পতাকা ধরে রেখেছিলেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দল সুসংগঠিত হয়ে বিএনপি-জামাতের বিরুদ্ধে আন্দোলন করেছে। আমার রাজনীতি বয়সে আওয়ামী লীগের যত সাধারণ সম্পাদক দেখেছি, তাঁর মতো নেতৃত্ব আর কাউকে পাইনি।

নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন প্রমুখ। স্মরণসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।


স্মরণসভায় যোগদানের আগে নওগাঁ শহরের চকপ্রাণ এলাকায় আব্দুল জলিলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দলের অন্যান্য নেতৃবৃন্দ।

নওগাঁয় কার্প - গলদা মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : স্মার্ট বাংলাদেশ গড়তেতে মৎস্য সম্পদ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই লক্ষ্যে নওগাঁর বদলগাছিতে ২০২২ - ২৩ অর্থবছরে রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কার্প  - গলদা মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষণর্থিদের প্রশিক্ষণ দেন বদলগাছি উপজেলা মৎস্য সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুস সালাম।
প্রশিক্ষণে কার্প ও গলদা মিশ্র চাষ ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য সম্পদ উন্নয়নে ও মৎস্য চাষীদের মাছের গুণগত মান ও প্রাকৃতিক উপায়ে মাছের উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষনের মাধ্যমে মৎসচাষীদের দক্ষ ও উন্নত করে গড়ে তুলে দেশের অর্থনীতিতে মৎস সম্পদের গুরুত্ব ও স্মার্ট বাংলাদেশ গড়তে মৎস সম্পদের ভূমিকা তুলেধরা হয়।

বাজেটে গণমাধ্যম ও সাংবাদিক সুরক্ষায় বিশেষ বরাদ্দের দাবি

ঢাকা,বুধবার,১৬ মে, ২০২৩: আগামী বাজেটে গণমাধ্যমের জন্য বিশেষ বরাদ্দের দাবি করা হয়েছে। সরকারের বিভিন্ন প্রকল্পের সাথে তাল মিলিয়ে গণমাধ্যম ও সাংবাদিকদের জীবনমান উন্নয়ন ও দক্ষ করে গড়ে তোলা উচিত। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সাংবাদিক সুরক্ষা, প্রশিক্ষণ, চিকিৎসা ও কল্যাণ খাতে সরকারের পক্ষ থেকে এ দাবি করা হয়। সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সাংবাদিকদের এসব খাতে বরাদ্দ রাখা হলে পেশার সাথে জড়িত সাংবাদিকরা ভবিষ্যতে দক্ষ হয়ে গড়ে উঠবে বলে সংগঠনটি বিশ্বাস করে। 

বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন,
দেশের গণমাধ্যম ও সাংবাদিকরা বিভিন্ন গোত্রের অসাধু,দূর্ণীতিবাজ,সন্ত্রাসী লোকজন দ্বারা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ অবস্থান থেকে বেরিয়ে আসতে দরকার অর্থনৈতিক মুক্তি। তাই গণমাধ্যম ও সাংবাদিকদের সুরক্ষার জন্য আগামী বাজেটে বিশেষ বরাদ্দের দাবি করছি। আমরা আশা করবো বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণমাধ্যম ও সাংবাদিকদের স্বার্থরক্ষায় দাবিটি অনুমোদন করবেন।

কক্সবাজার থেকে ১৪৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছে ‘মোখা’

আবদুর রহিম, কক্সবাজার : কক্সবাজার থেকে ১৪৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘মোখা’। যা এখনো নিম্নচাপ হিসেবেই আছে। তবে আজ বুধবার (১০ মে) অথবা আগামীকালের মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

মঙ্গলবার (৯ মে) রাতে আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় (৮.২° উত্তর অক্ষাংশ এবং ৮৯.৫° পূর্ব দ্রাঘিমাংশ) নিম্নচাপে পরিণত হয়েছে। এটি মঙ্গলবার (৯ মে ২০২৩) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৪৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৫৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৫৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে প্রথমে ১১ মে পর্যন্ত উত্তর-উত্তরপশ্চিম দিকে এবং পরবর্তী সময়ে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্ব্বোচ্চ গতিবেগ ঘণ্টায় কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ (এক) নম্বর (পুনঃ) ১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget