বাজেটে গণমাধ্যম ও সাংবাদিক সুরক্ষায় বিশেষ বরাদ্দের দাবি
ঢাকা,বুধবার,১৬
মে, ২০২৩: আগামী বাজেটে গণমাধ্যমের জন্য বিশেষ বরাদ্দের দাবি করা হয়েছে।
সরকারের বিভিন্ন প্রকল্পের সাথে তাল মিলিয়ে গণমাধ্যম ও সাংবাদিকদের জীবনমান
উন্নয়ন ও দক্ষ করে গড়ে তোলা উচিত। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ
থেকে সাংবাদিক সুরক্ষা, প্রশিক্ষণ, চিকিৎসা ও কল্যাণ খাতে সরকারের পক্ষ
থেকে এ দাবি করা হয়। সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সাংবাদিকদের এসব
খাতে বরাদ্দ রাখা হলে পেশার সাথে জড়িত সাংবাদিকরা ভবিষ্যতে দক্ষ হয়ে গড়ে
উঠবে বলে সংগঠনটি বিশ্বাস করে।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন,
দেশের
গণমাধ্যম ও সাংবাদিকরা বিভিন্ন গোত্রের অসাধু,দূর্ণীতিবাজ,সন্ত্রাসী লোকজন
দ্বারা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ অবস্থান থেকে বেরিয়ে আসতে দরকার অর্থনৈতিক
মুক্তি। তাই গণমাধ্যম ও সাংবাদিকদের সুরক্ষার জন্য আগামী বাজেটে বিশেষ
বরাদ্দের দাবি করছি। আমরা আশা করবো বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী
জননেত্রী শেখ হাসিনা গণমাধ্যম ও সাংবাদিকদের স্বার্থরক্ষায় দাবিটি অনুমোদন
করবেন।