রুপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার : রুপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পক্ষথেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বেলা বারটায় সংস্থাটির প্রধান কার্যালয় আদমদিঘির মুরইল বাজারে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আদমদিঘি উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো: আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্থাটির ব্যাবস্থাপনা পরিচালক মো: মাসুদ রানা। এসময় প্রায় ২০০ জন দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
সংস্থাটি দারিদ্র বিমোচনে দীর্ঘদিনধরে কাজ করে আসছে। এসময় সংস্থাটির ব্যাবস্থাপনা পরিচালক মো: মাসুদ রানা বলেন, রুপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি সবসময় দারিদ্র ও অসহায় মানুষদের পাশে দাড়িয়ে মানব সেবায় কাজ করে যাচ্ছে ও তাদের সাবলম্বি করে গড়ে তুলতে কাজ করছে। এছাড়াও সংস্থাটি দারিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তাসহ বিভিন্ন প্রকার সেবামূলক কাজ করে আসছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: বেলাল হোসেন সরদার, মো: সোহেল রানা, আব্দুস সালাম, রাশেদুল ইসলাম হেলাল উদ্দিন, জয়নাল আবেদিন, রাজিবুল ইসলাম রাজিব, শফিকুল ইসলাম লিটন ও আজিজুল হক সহ সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।