ভারতের সাথে বাংলাদেশের সর্ম্পক পারিবারিক এবং অত্যান্ত গাড় - নওগাঁয় ভারতীয় সহকারি হাই কমিশনার
নিজেস্ব প্রতিবেদক : নওগাঁ শহরের প্রধান সড়কে রেমন্ড শপ কাপড়ের শো রুমের উদ্বোধন করাহয়েছে। আজ বুধবার সেন্ট্রাল গালর্স হাইস্কুলের সামনে ফিতা কেটে এই শো রুমের উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার রাজশাহী দুতাবাসের সহকারি হাই কমিশনার শ্রী মনোজ কুমার দেবনাথ।
উদ্বোধনকালে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিলটন চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান এবং শহরের সন্মানিত ব্যক্তিবর্গ ও শোরুমের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সহকারি হাই কমিশনার মনোজ কুমার দেবনাথ বলেন, ভারতের সাথে বাংলাদেশের সর্ম্পক পারিবারিক এবং অত্যান্ত গাড়। ব্যবসা বাণিজ্যের উন্নয়নে দু দেশের সরকার কাজ করছে। বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে সরকার দু’দেশের মধ্যে টাকা ও রুপি লেনদেনের বিষয়টি বিবেচনা করছে। তা চালু করা গেলে কেবলমাত্র বানিজ্য নয়; সকল ক্ষেত্রেই অকৃত্রিম বন্ধুত্বের চিহ্ন রাখবে। মনোজ কুমার দেবনাথ বলেন, ভারতের ‘রুপি’ এখন ‘ডলার’ কিংবা ‘কারেন্সির’ সাথে পাল্লা দিচ্ছে। গ্রহনযোগ্যতা পাচ্ছে বিশ^ বাজারে। তিনি বলেন, নওগাঁয় শুধু স্থল বন্দর স্থাপন নয় সব ক্ষেত্রেই সব সময় ভারত বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান সহকারি হাই কমিশনার মনোজ কুমার দেবনাথ।