নওগাঁর প্রাচীন বিদ্যাপিঠ দুবলহাটী রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ের ১৫৯ তম বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁর ঐতিহ্যবাহী দুবলহাটী রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ের ১৫৯ তম বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি ময়নুল হাসান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ন সম্পাদক ইসতিয়াক আহম্মেদ ইমরান, পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শাহপরাণ নয়ন, জেলা ছাত্রলীগ সভাপতি সাব্বির রহমান রেজভীসহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক কর্মচারীসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বার্ষিক প্রতিবেদন পাঠ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ছাত্রছাত্রীদের শিক্ষায় মনোযোগী হয়ে জেলার প্রাচীন এ বিদ্যাপিঠের সুনাম অক্ষুন্য রেখে দেশ গঠনে ভূমিকা রাখার আহব্বান জানান।