Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

নওগাঁর বদলগাছীতে উজ্জল হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

আজকের দেশ সংবাদ ডেস্ক: নওগাঁর বদলগাছীতে গভীর নলকুপ নিয়ে দ্বন্দ্বের জেরে উজ্জল হোসেন হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও আসামীদের প্রত্যেক ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদন্ড দন্ডিত করা হয়েছে। এসময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। সকল আসামী এবং নিহতের বাড়ি বদলগাছী উপজেলার দূর্গাপুর গ্রামে।

আজ বুধবার বেলা ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত এর বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন- অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. আব্দুল বাকী এবং আসামীপক্ষের আইনজীবী ছিলেন- অ্যাড. মামুনুর রশিদ-২।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নওগাঁর বদলগাছী উপজেলার সারঙ্গপাড়া মৌজায় সমবায় থেকে নিবন্ধিত গভীর নলকুপ পরিচালনা করতেন নিহত উজ্জল হোসেনের চাচা সমিতির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। ২০১৩ সালে ৯ মে ওই নলকুপটি দখলে নেওয়ার জন্য দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন প্রতিপক্ষরা। এসময় উজ্জল হোসেন বাঁধা দিলে তাকে সহ কয়েকজনকে লাঠিসোটা ও লোহার রড দিয়ে মারপিট করে। এসময় প্রতিপক্ষরা গরমপানিতে মরিচের গুড়া মিশিয়ে উজ্জলের শরীরে ছিটিয়ে দিলে পেটের বামপাশে ঝলসে যায়। উজ্জল গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেকিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন মারা যায়।


ঘটনায় নিহতের চাচা মাজহারুল ইসলাম বাদী হয়ে ১৩জনকে আসামী করে থানায় মামলা করে। মামলার দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিত্বে ১০ জনের যাবজ্জীবন কারাদন্ড দেয় আদালত। এছাড়াও আসামীদের প্রত্যেক ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদন্ড দন্ডিত করা হয়েছে। এই মামলায় আরো তিনজনের (মহিলা) কোন সম্পৃক্ততা না থাকায় বেকসুর খালাস দেয় আদালত।

সিরিয়ায় স্থল অভিযানের ঘোষণা এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া থেকে ছোড়া রকেটে তুরস্কের তিন নাগরিকের প্রাণহানির পর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে স্থল অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। সিরিয়ার উত্তরাঞ্চলে আঙ্কারা এবং কুর্দি যোদ্ধাদের প্রাণঘাতী হামলার পর সোমবার দেশটিতে স্থল অভিযান পরিচালনার এই ঘোষণা এসেছে। -রয়টার্স, এএফপি, আনাদুলো এজেন্সি


কাতার থেকে তুরস্কে ফেরার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান বলেছেন, ‘এই অভিযানটি কেবল বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে।তিনি বলেছেন, আমাদের স্থল বাহিনী কী ধরনের শক্তি ব্যবহার করবে সেবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং চিফ অব স্টাফ একসাথে সিদ্ধান্ত নেবেন। তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, আমরা ইতিমধ্যে সতর্ক করে দিয়েছি যে, যারা আমাদের ভূখণ্ড লঙ্ঘন করবে তাদের মূল্য চোকাতে হবে। সোমবার সিরিয়া সীমান্ত লাগোয়া তুরস্কের কারকামিস জেলায় সিরিয়া থেকে ছোড়া রকেটের আঘাতে এক শিশুসহ তিনজনের প্রাণহানি পর এরদোগান এই ঘোষণা দিয়েছেন।

Naogaon Digital Innovation Fair

আজকের দেশ সংবাদ ডেস্ক: নওগাঁয় দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রসাশক খালিদ মেহেদী হাসান পিএএ।


সোমবার বেলা ১১টায় শহরের এটিম মাঠে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মুহাম্মাদ ইব্রাহীম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ, উন্ন্যন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: ইফতেখারুল ইসলাম শামীম ।

এ সময় জেলা সদরসহ উপজেলা সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মেলায় শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সরকারি অফিস সমূহ এবং তরুণ উদ্ভাবকদের বিভিন্ন স্টল স্থাপিত হয়েছে। জেলা প্রসাশক খালিদ মেহেদী হাসান জানান এই মেলার পাশাপাশি বিসিকের উদ্যোগে মেশিনারীজ মেলাও অনুষ্ঠিত হচ্ছে, সেখানে বিভিন্ন মেশিনারীজ প্রদর্শিত হচ্ছে, যার ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাগন ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে আগ্রহী হবে।

মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

তাড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম প্রতিবাদে মানববন্ধন

আল-মামুন খান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের তাড়াইলে ব্যবসায়ী প্রশান্ত সরকারকে (২৬) প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

উপজেলা সদর বাজার ব্যবসায়ী বণিক সমিতি ও পশ্চিম সাচাইল লোকজনের আয়োজনে  রবিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে

উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সদর বাজারের বিপুল সংখ্যক ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা যুুুুবলীগের সহ-সভাপতি হাফিজ উদ্দিন সরকার, তাড়াইল উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি রবীন্দ্র সরকার, ব্যবসায়ী শরীফুল মাহমুদ শোয়েব, ছাত্রলীগ নেতা ও তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির ভুঁইয়া, জাতীয় যুব সমাজ তাড়াইল উপজেলা শাখার সাবেক সভাপতি শাহ আলম সিদ্দীকিসহ ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, প্রকাশ্যে এভাবে একজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। বর্তমানে সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এতে বুঝা যায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বক্তারা হামলাকারীকে অতিদ্রুত

গ্রেফতার করে সুষ্ঠ বিচার দাবী করেন। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন ব্যবসায়ীরা।

প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর বুুধবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার সাচাইল গ্রামের সদর বাজার ব্যবসায়ী প্রশান্ত সরকারকে নিজের মনোহারীর দোকানের ভিতর পরিকল্পিতভাবে প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করে মামুন ভূঞা নামের আরেক ব্যবসায়ী। অভিযুক্ত মামুন ভূঞাসহ আরো তিনজনকে আসামি করে তাড়াইল থানায় একটি মামলা দায়ের করেছেন আহত প্রশান্ত সরকারের মা মিনা রানী সরকার। এদিকে আহত প্রশান্ত সরকারের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ওইদিন রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক। 

গুরুতর আহত প্রশান্ত সরকারের মা মিনা রানী সরকার হামলাকারীদের অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন। 

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পেয়েছি এবং আহত প্রশান্ত সরকারের মা মিনা রানী সরকার বাদী হয়ে  

৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।


নওগাঁয় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আওয়ামীলীগ নেতার মৃত্যু

আতাউর শাহ্, নওগাঁ : স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন থেকে ফেরার পথে নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম স্বাধীন নামের স্থানীয় এক নেতার মৃত্যু হয়েছে। নিহত জহুরুল ইসলাম উপজেলার চাংলা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে নওগাঁয় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মোটরসাইকেল যোগে জহুরুল ইসলাম বাড়ি যাচ্ছিলেন। বাড়ি ফেরার পথে উপজেলার কুশারমুড়ি নামক স্থানে একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে নিহতের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, তিনি জীবন দশায় বঙ্গবন্ধু সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভি‌পি, বদলগাছী উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপ‌তি, বদলগাছী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক প্রতিষ্ঠতা আহবায়ক ছিলেন। তার এ অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহাদেবপুর-বদলগাছী সংসদ সদস্য জনাব মোঃ ছ‌লিম উদ্দীন তরফদারসহ, বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপ‌তি, সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।

বর্তমান নির্বাচন কমিশনের আওতায় সংবিধান মোতাবেক আগামী জাতীয়সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে - নওগাঁয় বাহাউদ্দীন নাসিম

স্টাফ রিপোটার, নওগাঁ : বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ প্রতিষ্ঠা করাই আমাদের মুল লক্ষ‍্য। আর সেই লক্ষ‍্য অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 


বর্তমান সরকার দরিদ্র মানুষের দারিদ্রতা দুর করতে, মানুষের আর্থ- সামাজিক উন্নয়নেকাজ করে যাচ্ছে। সরকারের সুষ্ঠু পরিকল্পনায় ইতিমধ‍্যেই দারিদ্রতার হার ২০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। 

বর্তমান নির্বাচন কমিশনের আওতায় সংবিধান মোতাবেক আগামী জাতীয়সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে - নওগাঁয় বাহাউদ্দীন নাসিম

সরকারের বিরুদ্ধে ভোট কারচুপি সম্পর্কে বিএনপি'র অভিযোগের জবাব দিয়ে তিনি বলেছেন বিএনপি'র হা না ভোট এবং ১৫ ফেব্রুয়ারীর নির্বাচনের কথা দেশবাসী ভুলে যায়নি। পৃথিবীর ইতিহাসে সব চেয়ে ন‍্যাক্কারজনক ভোট ডাকাতি করেছিল বিএনপি। তাদের মুখে বর্তমান সরকারের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ শোভা পায়না।


বাহাউদ্দিন নাসিম আরও বলেছেন বর্তমান নির্বাচন কমিশনের আওতায় সংবিধান মোতাবেক আগামী জাতীয়সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি নির্বাচন বন্ধের হুমকী না দিয়ে ভালোবাসা অর্জন করে জনগনের ম‍্যান্ডেট আদায় করতে নির্বাচনে অংশ গ্রহণ করার জন‍্য বিএনপি'র প্রতি আহবান জানান।


রোববার (২০ নভেম্বর) দুপুরে নওগাঁ নওযোয়ান মাঠে জেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মলনে প্রধান অতিথি'র বক্তব‍্যে এসব কথা বলেছেন তিনি

বর্তমান নির্বাচন কমিশনের আওতায় সংবিধান মোতাবেক আগামী জাতীয়সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে - নওগাঁয় বাহাউদ্দীন নাসিম

সভায় বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বের ধনী রাষ্ট্র হিসেবে পরিচিত ফ্রান্স, ইংল্যান্ড ও জামার্নির মতো রাষ্ট্র আজকে কুপোকাত হয়ে পড়েছে। ইংল্যান্ড সরকার তার দেশের জনগণকে খাওয়ানোর জন্য দুই বেলা রেশনিং চালু করেছে। সেখানে বাংলাদেশের জনগণ তিন বেলা পেট পুরে খেতে পারছে। বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ যথেষ্ট ভালো আছে। তারপরেও বিএনপি-জামায়াত অপশক্তি, অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের এসব অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। মানুষকে সঠিক তথ্য জানাতে হবে।’

নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, ছলিম উদ্দিন তরফদার, আনোয়ার হোসেন প্রমুখ। দুপুর সাড়ে ১২টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন (সাচ্চু)। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget