সরকারী গুদামে যে খাদ্যমজুত থাকার কথা, তার দ্বিগুন আছে: খাদ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার, নওগাঁ : সরকারী গুদামে যে খাদ্য মজুত থাকার কথা, তার দ্বিগুন আছে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রমজুমদার। আজ শনিবার দুপুরে নওগাঁয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন- প্রায় ১৮ লাখ টন চাল সরকারী গুদামে মজুদ আছে। পাশাপাশি সরকারী ও বেসরকারী ভাবে আমদানী করা হচ্ছে। এরসাথে ১৫ থেকে ২০ দিনের মধ্যেই যোগ হবে নতুন আমনের ফলন। সব মিলিয়ে দেশে খাদ্যসংকটের কোন শংকা নেই। খাদ্য নিয়ে অযথা কেউ যাতে গুজব ছড়াতে না পারে সে দিকে ব্যবসায়ীসহ সকলকে সচেতন থাকার আহবান জানিয়েছেন মন্ত্রী। এসময় চেম্বার ভবনে ফিতাকেটে মুজিব কর্ণার ও ডাইরেক্টস লাউঞ্জের উদ্বোধন করেন মন্ত্রী। পরে চেম্বারের মেম্বার্স ডে অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধাররা অংশ নিয়ে বক্তব্য দেন। তারা দেশের যে কোন সংকটে সহযোগিতা ও মানুষের পাশে দাড়ানোর প্রতিশ্রুতি দেন।