বাগমারায় ৬৫০ পিচ ইয়াবা ও ৬১ হাজার টাকা সহ মাদক সম্রাট গ্রেপ্তার
মোঃ সাইফুল ইসলাম বাগমারা (রাজশাহী) : রাজশাহী বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রাম থেকে এক মাদক সম্রাট কে গ্রেফতার করেছে তাহেরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।
এলাকা বাসি ও পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার আনুমানিক রাত ৯টার সময় গোপন সংবাদের ভিক্তিতে তাহেরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ জিলালুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রামরামা গ্রামের হাজরা পুকুর পাড়ার শ্রী সুবোধ চন্দ্র মোহন্ত এর ছেলে মাদক সম্রাট সনাতন মোহন্ত (২৫) কে তার নিজ বাড়ী থেকে ১২ গ্রাম হেরোইন, ৬৫০ পিস ইয়াবা এবং, মাদক বিক্রয়ের ৬১৫০০/-(একষট্টি হাজার পাঁচশত) টাকা সহ তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের
এস আই জিলালুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, মাদক সম্রাট সনাতন মোহন্তকে মাদকসহ গ্রেপ্তার করে বাগমারা থানায় হস্তান্তর করে মাদক আইনে এক টি মামলা দেয়া হয়েছে।