Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf


আজকের দেশ সংবাদ ডেস্ক: দেশে অহরহ সাংবাদিক নির্যাতন ঘটনা যেন থামছেইনা। সাংবাদিক সুরক্ষা আইন না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি সরকারকে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ণসহ ১৪ দফা দাবি বাস্তবায়ন করতে জোড়ালো আহবান জানান। 

সোমবার বিকাল ৪টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজধানীর ওয়ারী জোনের আওতাধীন ডেমরা স্টাফ কোয়ার্টার মাঠে আয়োজিত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে আয়োজিত আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেছেন।

অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব সেলিম নিজামির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ। তিনি সাংবাদিকদের স্বার্থরক্ষায় বিএমএসএফের পাশে থাকার কথা বলেছেন।

বিশেষ অতিথি ছিলেন ডেমরা থানার অফিসার ইনচার্জ মো: শফিকুর রহমান, ঢাকা সিটি কর্পোরেশনের ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, চিত্রনায়ক যুবরাজ খান, বিএমএসএফের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, যুগ্ন সম্পাদক সৈয়দ খায়রুল আলম, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম সাদ্দাম, নির্বাহী সদস্য আমির হোসেন, পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির সভাপতি ওমর ফারুক জালাল, স্বাস্থ্য এন্ড পরিবেশ মানবাধিকার সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান, শরিফুল ইসলাম বিপ্লব। 
অন্যান্যের মধ্যে সাংবাদিক রেজাউল করিম, ঢাকা জেলার নেতা সুমন খান, মুন্সি আল ইমরান, মনির হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

সভায় নেতৃবৃন্দ সারাদেশে সাংবাদিকদের ওপর অব্যাহত হামলা,নির্যাতন, জেল জরিমানার নীল নকশার কালো আইন বাতিল, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি বাস্তবায়নে সরকার এবং গণমাধ্যম মালিকদেরকে আন্তরিক হওয়ার আহবান জানানো হয়।
সমাবেশে ওযারী জোনের ৫টি থানার কমিটি ঘোষণার মধ্য দিয়ে সাংবাদিকদের মাঝে একটি বৃহৎ ঐক্যের সূচণা করা হয়।

সমাবেশ শেষে বিভিন্ন শিল্পীর অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নওগাঁয় অবৈধভাবে মজুদকৃত ডিএপি ও এমওপি সার উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোটার, নওগাঁ :  নওগাঁর মহাদেবপুরের চারমাথায় (বকের মোড়) অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ২ হাজার ২শ ৭০ বস্তা ডিএপি এবং ৩শ ৩০ বস্তা এমওপি সার ও ২ হাজার ৬শ বস্তা চাল উদ্ধার করে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ কুমার।

জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এনএসআই ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে রোববার বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৭টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসানের নেতৃত্বে ও মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ কুমার মোবাইল কোর্ট পরিচালনা করে "মেসার্স গোবিন্দ ট্রেডার্স" এর মালিক গোবিন্দ খৈতানকে মূল গোডাউনের পরিবর্তে কলেজ পাড়া সংলগ্ন দুইটি গোডাউনে অবৈধভাবে সার মজুদ ও অবৈধভাবে চাল মজুদ রাখার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ (১) ধারায় জরিমানা করা হয়। পাশাপাশি উদ্ধারকৃত সার কৃষি সম্প্রসারণ কর্মকর্তার তত্ত্বাবধানে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান বলেন, জব্দ করা সার উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে ন্যায্য মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করা হবে। কেউ যেন অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, এ জন্য প্রশাসন সচেষ্ট রয়েছে। ভবিষ্যতে এ নজরদারি আরও বাড়ানো হবে।


নওগাঁয় নাচে-গানে উদযাপিত হচ্ছে নৃগোষ্ঠীগুলোর ঐতিহ্যবাহী ক্যারম উৎসব

স্টাফ রিপোটার, নওগাঁ : লাল-হলুদ আর লাল পেড়ে সাদা শাড়ি, খোপায় বাহারি ফুল ! ঢোল আর মাদলের তালে নাচে-গানে নওগাঁর মহাদেবপুর নাটশাল মাঠে উদযাপিত হচ্ছে নৃগোষ্ঠীগুলোর ঐতিহ্যবাহী ক্যারম উৎসব।


শনিবার বিকেল থেকে এই উৎসবের শুরু হয় চলবে আজ সন্ধা পর্যন্ত।

নওগাঁয় নাচে-গানে উদযাপিত হচ্ছে নৃগোষ্ঠীগুলোর ঐতিহ্যবাহী ক্যারম উৎসব

সমতল ভূমির ওড়াও, মুন্ডা, সাঁওতাল, মাহাতো, হাড়িসহ বিভিন্ন জাতিসত্ত্বার সবচেয়ে বড় পার্বন ক্যারম উৎসবে বর্ণিল সাজ আর তাদের নিজস্ব সংস্কৃতির নাচ-গানে নিজেদের ঐতিহ্য তুলে ধরে জেলার ২৫টি নৃগোষ্ঠীর সাংস্কৃতিক দল।


শনিবার বিকেল থেকেই বিভিন্ন স্থান থেকে নেচে গেয়ে আসতে শুরু করেন বিভিন্ন সম্প্রদায়ের দলবদ্ধ নারী-পুরুষ। নিজ ভাষার গান আর নাচের ছন্দে অংশ নেন তরুণ-তরুণী ও যুবক-যুবতীরা।


ভাদ্রের রোদ উপেক্ষা করে বৈচিত্রময় এ উৎসবটি দেখতে হাজির হয় নানা শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ। এর আগে নওগাঁ জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট ফজলে রাব্বী বকু ফিতা কেটে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।


সাহস থাকলে দেশে এসে রাজনীতি করুন -  তারেকের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোটার, নওগাঁ :  খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি ২০১৩-১৪ সালে দেশে আগুন জালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করে তুলেছিল। তিনি  তারেককে উদ্দেশ্য করে বলেন, সাহস থাকলে দেশে এসে রাজনীতি করুন। দেশছেড়ে পালিয়ে না থেকে  দেশে এসে রাজনীতির আহবান জানান মন্ত্রী।


তিনি বলেন, বাংলাদেশে আর কখনো তত্বাবাধয়ক   সরকার আসবে না। প্রধানমন্ত্রী শেখ  হাসিনা ক্ষমতায় থেকেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।  আগামী নির্বাচন ইভিএম না ব্যালটে হবে তা ঠিক করবে  নির্বাচন কমিশনার।


আজ শুক্রবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে  কেন্দ্রীয়  সেচ্ছাসেবক লীগেরসহ সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারন সম্পাদক খায়রুল হাসান জুয়েল,   নওগাঁ জেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল   কালাম আজাদ, সাধারন সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক সুমনসহ উপজেলার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

 

খাদ্যবান্ধব ওএমএস টিসিবির প্রভাবে কমেছে চালের দর - নওগাঁয় খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোটার, নওগাঁ : খাদ্যবান্ধব, ওএমএস ও টিসিবির প্রভাবে প্রতি কেজিতে ৫-৬ টাকা কমেছে চালের দর। আরো সহনশীল হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) সকালে নওগাঁর পোরশা উপজেলার সড়াইগাছী মোড়ে ওম এম এস বিতরণ কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন।


এসময় মন্ত্রী উপকারভোগী সাধারণ মানুষের সাথে কথা বলে খোঁজ খবর নেন। তাঁর সঙ্গে খাদ্য বিভাগ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


মন্ত্রী আরো বলেন- সারাদেশে নিরবচ্ছিন্ন, সুষ্ঠ ও সুন্দর ভাবে উৎসব মূখর পরিবেশে খাদ্যবান্ধব, ও এমএস ও টিসিবি বিতরণ হচ্ছে। এসব কর্মসূচীতে অপেক্ষাকৃত পিছিয়ে পড়া জনগোষ্ঠি,  দরিদ্র- নিম্ন আয়ের পরিবার ও তৃতীয় লিঙ্গের মানুষ অগ্রাধিকার পাচ্ছেন।


বিতরন কার্যক্রমে কোথাও কোন অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে জানান মন্ত্রী।


রোপা আমন মৌসুমে কৃষকরা যাতে উৎপাদিত ধানের নায্য মূল্য পায় সেদিকে খেয়াল রেখে পরিকল্পনা গ্রহনের কথাও জানান মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বিশ্বনবীকে কটুক্তি করার অভিযোগে নওগাঁয় আবারও এক যুবক গ্রেফতার

আতাউর শাহ্, নওগাঁ :  "বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম" কে কটুক্তি করার, অভিযোগে নওগাঁর মান্দা উপজেলার মান্দা সদর ইউনিয়নের ঘাটকৈর বাজার থেকে শ্রী জয়দেব কুমার (২৪) নামে এক হিন্দু যুবককে গ্রেফতার করা হয়েছে। আটক জয়দেব কুমার উপজেলার বৈলশিং গ্রামের  শ্রী দিপেন্দ্রনাথ চন্দ্রের ছেলে। গত বুধবার রাত সোয়া ৯ টার দিকে "হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম" এর জন্ম নিয়ে কটুক্তি করায় তাকে আটক করা হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, আটককৃত জয়দেব ঘাটকৈর বাজারে ঔষধের দোকানদার ও পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত। গতকাল বুধবার দিবাগত রাত ৯ টার দিকে তার বন্ধু ও  কৈবারা গ্রামের তোতা মিয়ার ছেলে আতুল (২৮) কে বলেন, "হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম" এর জন্ম তার পিতার মৃত্যুর অনেক পরে হয়েছে। এ হিসেবে তিনি ("হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম") হচ্ছেন একজন নাম-পরিচয়হীন জারজ সন্তান ; নাউজুবিল্লাহ। এ নিয়ে অতুল তার বন্ধু জয়দেবের সাথে তর্কবিতর্ক শুরু হয়। পরবর্তীতে এ কথাটি আতুল বাজারের মধ্যে উপস্থিত  মুসলমানদের জানালে সাথে সাথে এলাকার বিক্ষুব্ধ মুসলমানরা জয়দেবকে আটক করে রাখে।

পরবর্তীতে বিষয়টি স্থানীয়রা মান্দা থানায় অবহিত করলে থানার ওসি, ওসি (তদন্ত) সহ থানা পুলিশের সব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণপূর্বক জয়দেবকে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে নিরাপদে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশের হস্তক্ষেপে কোন অঘটনার খবর পাওয়া যায়নি। সবকিছু স্বাভাবিক ও নিরাপদ ছিল।

মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বিশ্বনবীকে কটুক্তির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে এব্যাপারে কেউ বাদী না হওয়ায় আপাতত ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয় বলেও জানান তিনি।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget