জার্নালিস্ট শেল্টার হোম সকল সাংবাদিকদের জন্য উম্মুক্ত : বিএমএসএফ
জার্নালিস্ট শেল্টার হোম সারাদেশের সকল সাংবাদিকদের জন্য উম্মুক্ত বলে ঘোষণা দিয়েছে মাদার সংগঠন বিএমএসএফ। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে দেশের যেকোন প্রান্ত থেকে আসা যেকোন প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকরা এখানকার সুযোগ সুবিধা গ্রহন করতে পারবেন। সাংবাদিকদের স্বার্থে শেল্টার হোমের মত গুরুত্বপূর্ণ উদ্যোগ বিএমএসএফের পক্ষ থেকে আগামীতেও নেয়া হবে।
এছাড়াও সারাদেশে ৮ বিভাগে ৮টি সাংবাদিক প্রশিক্ষন কেন্দ্র গঠনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির। ইতিমধ্যে সরকারের নিকট সাংবাদিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার দাবি তোলা হয়েছে। দক্ষ সাংবাদিক গড়ে তুলতে সরকার আন্তরিক হবেন বলে আশা প্রকাশ করেছেন বিএমএসএফের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
সোমবার (২২ আগষ্ট) দুপুরে রাজধানীর মাতুয়াইলে জার্নালিস্ট শেল্টার হোম উদ্বোধনকালে আহমেদ আবু জাফর এই আশাবাদ ব্যক্ত করেন।
জার্নালিস্ট সেল্টার হোমের উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে নব সূচনার উন্মোচন করেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন সাংবাদিক আব্দুল মালেক মনি। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা মো: মিজানুর রহমান।
এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ,সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নীলু, ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম মীরপুরী, সংগঠনের সাবেক যুগ্ম-সম্পাদক সৈয়দ খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আজম অপু, জার্নালিস্ট শেল্টার হোমের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ এখলাস উদ্দিন রিয়াদ, কেন্দ্রীয় সদস্য শাহজালাল উজ্জল, মিজানুর রহমান রাসেল, হাজী আব্দুল লতিফ ভুইয়া কলেজের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, শিবচর শাখার সম্পাদক বিএম হায়দার আলী,কোষাধ্যক্ষ মাসুদুর রহমান, সামিয়া ইয়াসমিন পিয়া, আব্দুল মান্নান, তামজিদুর রহমান ভুইয়া, আব্দুর রাজ্জাক, আবু সুফিয়ান, ইয়ামিন হাসান শুভ উপস্থিত ছিলেন।
জার্নালিস্ট শেল্টার হোমে যা থাকছে : পেশাগত কাজে রাজধানীতে আসা সাংবাদিকরা এখানে নামমাত্র খরচে তিনবেলা খাবারসহ থাকার সুবিধা পাবেন। নির্যাতন ও মামলা-হামলার শিকার সাংবাদিকরা বিশেষ অগ্রাধিকার পাবেন বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে।
সরকার অনুমোদিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পরিচালিত জার্নালিস্ট শেল্টার হোম রাজধানীর গুলিস্তান থেকে বাসে ১০-১৫ মিনিটের পথ মাতুয়াইল মেডিকেলের সামনে আমান সিটির ১ নং লেনের ৬/২ নং ভাড়া বাড়িতে পরীক্ষামূলক ভাবে চালু করা হলো। গড়ে নিয়মিত ৮-১০ জন থাকা এবং খাবারের সুযোগ পাবেন।
নারী সাংবাদিকদের জন্য নারী সাংবাদিকের তত্বাবধানে বিশেষ পৃথক ব্যবস্থার কথা জানিয়েছেন সংগঠনটির পক্ষ থেকে । সার্বক্ষনিক সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত শেল্টার হোমটিতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কম্পিউটারসহ ওয়াইফাই সুবিধা থাকছে।
শেল্টার হোমের ইনচার্জ হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক এখলাস উদ্দিন রিয়াদের তত্ত্বাবধানে হটলাইন নাম্বারটি ০১৯৯৪৪৯৮৬২২ সার্বক্ষনিক চালু রয়েছে। শেল্টার হোমে থাকাকালীন প্রতিষ্ঠানটির নিজস্ব নিয়মনীতি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
দেশের যেকোন জেলা-উপজেলা থেকে আসা সাংবাদিকরা সার্বক্ষণিক প্রবেশ করতে পারবেন। এ সম্পর্কিত তথ্য জানাতে অন্তত দু’দিন আগে উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগ করে নিলে সুবিধা হবে। যেকোন অভিযোগ এবং পরামর্শের জন্য বিএমএসএফের কেন্দ্রীয় কার্যালয় দারুস সালাম আর্কেড, ৮মতলা, ১৪ পুরানাপল্টন,ঢাকা-১০০০ এই ঠিকানায় অথবা ইমেইল bmsf.bd24 @gmail.com করতে পারবেন। যোগাযোগের ঠিকানা: জার্নালিস্ট শেল্টার হোম, বাড়ি # ৬/২ লেন#১ আমান সিটি,মাতুয়াইল মেডিকেলের সামনে, ঢাকা, হটলাইন : ০১৯৯৪৪৯৮৬২২। ইতিমধ্যে ঢাকার বাহিরে রংপুর এবং ভোলায় দুটি শেল্টার হোম শীঘ্রই চালু হচ্ছে। পর্যায়ক্রমে সারাদেশের গুরুত্বপূর্ণ এলাকাতে বিএমএসএফের নিজস্ব ব্যবস্থাপনায় জার্নালিস্ট শেল্টার হোম গড়ে তোলা হবে।