নওগাঁর শিকারপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু
ষ্টাফ রিপোটার নওগাঁ : নওগাঁ সদরে বিল থেকে হাঁসের দল নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মে) সন্ধ্যায় সদর উপজেলার শিকারপুর ইউনিয়নে সরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়েন উদ্দীন (৫০) শিকারপুর ইউনিয়নে সরাইল গ্রামের মৃত মানিক খাঁর ছেলে।
শিকারপুর ইউপি চেয়ারম্যান কাজী রুকুনুজ্জামান টুকু বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যা ৬ টার দিকে বাড়ির পাশে গুটিয়ার বিল থেকে হাঁসের দল নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্বজনরা সেখান থেকে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে আসেন। আয়েন উদ্দীন পেশায় কৃষক ছিলেন।
নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রুবাইয়া তাবাসসুম বলেন, 'হাসপাতালে আনার আগেই তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।