নওগাঁয় মহান মে দিবস পালিত
আজকের দেশসংবাদ ডেস্ক: নওগাঁয় বর্ন্যাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৯টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে দলীয় কার্যলয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্প অর্পণ সহ নানা কর্মসূচি পালন করা হয়।
পরে দলীয় কার্যালয়ে জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি ডিএম আব্দুল মজিদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
এসময় অন্যান্যদের মধ্যে নওগাঁ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, সাংগঠিনক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমন, জেলা জাতীয় শ্রমিকলীগের সহ সভাপতি আসলাম শেখ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সহ জেলা আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মী ও জেলা জাতীয় শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভা শেষে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে জেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে একটি র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।