Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

শেখ হাসিনা বেঁচে থাকতে দেশে একটি মানুষও ফুটপাতে ঘুমাবেনা -খাদ্য মন্ত্রী
আজকের দেশ সংবাদ ডেস্ক: খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন আর নয় ফুটপাত, গাছতলা কিংবা বটতলা বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণ করতে শেখ হাসিনার ভালবাসায় দেশে একটি মানুষও গৃহহীন থাকবেনা। প্রত্যেক মানুষের থাকবে একটি করে বাড়ী। 

আজ মঙ্গলবার সকাল ১০টায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে দেশের গৃহ ও ভুমিহীন ছিন্নমুল মানুষের মাঝে প্রায় ৩৩হাজার ঘর প্রদানের ভার্চ্যুয়াল শুভ উদ্বোধন অনুষ্ঠানে নওগাঁ জেলার সাপাহার প্রান্তে উপস্থিত থেকে তিনি কথাগুলি বলেন।


সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের অমরপুর (৩য়) পর্যায়ে অশ্রয়ন প্রকল্প অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ, সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, শিরন্টি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন প্রমুখ। প্রধান মন্ত্রীর উদ্বোধন শেষে খাদ্য মন্ত্রী উপজেলার অমরপুর আশ্রয়ন প্রকল্পের নব নির্মিত ২৫টিসহ উপজেলায় ৪৫টি অসহায় গৃহহীন পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাজনা খারিজসহ ২শতক জমির উপর নির্মিত বাড়ীর দলিল প্রদান করেন। 

এসময় উপজেলার অসংখ্য সাধারণ মানুষ ও আশ্রয়ন প্রকল্পের সুফল ভোগীগন সেখানে উপস্থিত ছিলেন।


 

নওগাঁয় মাছের বাজারে প্রতিবেশীর আঘাতে অন্য প্রতিবেশীর মৃত্যু


আজকের দেশ সংবাদ ডেস্ক : নওগাঁর বদলগাছীতে মাছ কেনাকে কেন্দ্র করে এক প্রতিবেশীর আঘাতে আর এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনয়িনের চাকরাইল গ্রামে। নিহত ব্যক্তি চাকরাইল গ্রামের মৃত অবির উদ্দীনের ছেলে ছামসুল হক (৫৮) । এ ঘটনায় অভিযুক্ত একই গ্রামের প্রতিবেশী মজনু প্রামানিকের ছেলে শিপন (৪২) পলাতক রয়েছে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার সময় চাকরাইল বটতলী নামক স্থানে মাছের দাম করাকে কেন্দ্র করে নিহত ছামসুল হক ও শিপনের মধ্যে কথা কাটাকাটি হয়। তার এক পর্যায়ে শিপন হোসেন ছামসুলকে তার মেয়েকে জড়িয়ে অশালীন কথাবার্তা বললে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। উপস্থিত লোকজন তাদেরকে শান্ত করে। কিছুক্ষণ পর শিপন সজিনার ডাল দিয়ে আঘাত করলে ছামসুল হক অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় স্থানীয়রা তার মাথায় পানি দিলে জ্ঞান না ফেরায় বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বদলগাছী থানায় মামলার প্রস্তুতি চলছে।


এবিষয়ে প্রত্যক্ষদর্শী আলতাব হোসেন, বাবুল চৌধুরী ও বিদ্যুৎ চৌধুরী বলেন, সকালে মোড়ের উপর মাছ কেনাকে কেন্দ্র করে শিপন ও ছামসুলের মধ্যে কথা কাটাকাটির জেরে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে ছামসুল তার ফেলে যাওয়া মোবাইল ফোন নিতে আসলে শিপন সজিনার ডাল দিয়ে আঘাত করলে ছামসুল সাইকেল নিয়ে রাস্তায় ঢলে পড়ে। তখন আমরা তার মাথায় পানি দিয়ে অজ্ঞান অবস্থায় বদলগাছী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


সত্যতা নিশ্চিত করে উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার এ্যাসিসট্যান্ট সার্জন ডাঃ বন্যা বসাক বলনে, ছামসুল হককে আমরা মৃত অবস্থায় পেয়েছি।


এ ব্যাপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ছামসুলের ডান চোখের কাছে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তরে জন্য মরদেহ নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতাল র্মগে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও তিনি জানান।

আতাউর শাহ্
নওগাঁ 

 

নওগাঁ সহ সারাদেশের সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

আজকের দেশ সংবাদ ডেস্ক: সম্প্রতি নওগাঁর সাপাহার, পত্নীতলা ও মহাদেবপুরসহ সারাদেশের সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলা প্রত্যাহার সহ অবিলম্বে সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবীতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ নওগাঁ জেলা শাখার আয়োজনে শহরের মুক্তির মোরে বেলা ১১টায় ঘণ্টা ব্যাপি এই মানবন্ধন করা হয়।

মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি বিজয় টিভি, ভোরের পাতার নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তারা বলেন, সম্প্রতি নওগাঁর মহাদেবপুরে সংবাদ প্রকাশের জেরে দুইজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

সভাপতি সাংবাদিক মোফাজ্জল হোসেনে বলেন, সাংবাদিকদের ওপর অন্যায়ভাবে কোনো হামলা- মামলা হলে আমরা কখনোই বসে থাকবো না। প্রতিবাদে রাজপথে মানববন্ধন করবো। সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীরা যেই হোক না কেন তাদের দ্রæত গ্রেফতার করা না হলে আমরা প্রয়োজনে সারা দেশব্যাপি কঠোর আন্দলোন গড়ে তুলবো। 

বক্তারা আরও বলেন, সাংবাদিক সাগর-রুনি দম্পতিকে হত্যা করা হয়েছে। হত্যার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক দম্পতি হত্যাকারীদের গ্রেফতার করা হবে। কিন্তু কেউ গ্রেফতার হয়নি। সেই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৮২ বার পিছিয়েছে। যার কারণে অসাধু ও দুর্নীতিবাজরা বুঝতে পেরেছেন সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতন করা হলেও বিচার হয় না। ফলে সাংবাদিকদের ওপর ক্রমেই হামলা মামলা বেড়েই চলছে।


মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বেলাল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব রাখেন সংগঠনের নওগাঁ জেলা শাখার সহ সভাপতি সময় টিভির স্টাফ রিপোর্টার এম আর রকি, খোরশেদ আলম, যুগ্ন সম্পাদক ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এ কে সাজু, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ সহ অনেকে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নওগাঁয় বসবাসরত এবং কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের শতাধিক গণমাধ্যম কর্মীরা।

 

বাগমারায় দুস্থ, অসহায় গরীবদের মাঝে এমপি এনামুল হকের ঈদ উপহার বিতরণ


আজকের দেশ সংবাদ ডেস্ক : পবিত্র রমজান মাস রমজানের শেষ দশক চলছে, ঈদ-উল-ফিতরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে উপজেলা ১০ হাজার গরীব ও দুস্থ নারীর মাঝে ঈদ উপহার স্বরুপ একটি করে শাড়ি বিতরণ করলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক।


প্রতি বছর তিনি ব্যক্তিগত উদ্যোগে শাড়ি বিতরণ করে থাকেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই খুশি গরীব-দুঃখী সবাই যেন সমান ভাবে উপভোগ করতে পারে সে লক্ষ্যে ঈদের আগে শাড়ি বিতরণ করে থাকেন তিনি।


আজ শনিবার সকাল ৮ টায় শাড়ি বিতরণ শুরু হলেও ভোর থেকেই উপজেলার ১৬ ইউনিয়ন ও ২টি পৌরসভার নারীরা এসে জড়ো হতে থাকেন উপজেলার শিকদারীস্থ সালেহা ইমারত কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে। শাড়ি বিতরণের আগেই লোকে লোকারন্ন হয়ে যায় সালেহা ইমারত কোল্ড ষ্টোরেজের প্রাঙ্গণ সহ আশপাশের এলাকা। এটি যেন পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দের আগেই আরো একটি আনন্দ।


এমপি এনামুল হকের ঈদ উপহার পেয়ে অনেকেই হয়তো ভালো ভাবে ঈদ করতে পারবেন। ঈদে কষ্ট করে হলেও একটা নতুন শাড়ি কেনার সামর্থও নেই অনেকের। গরীব-দুঃখী আর অসহায়দের কথা চিন্তা করে উপজেলার সর্বস্তরের নারীর মাঝে শাড়ি বিতরণ করেন।


শাড়ি বিতরণের উদ্বোধন কালে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে কেউ যেন আনন্দ থেকে বাদ না পড়ে সে জন্যই সর্বস্তরের নারীর মাঝে ঈদ উপহার প্রদান করা হচ্ছে। এটা শুধু একটা শাড়ি নয় এর মাধ্যমে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়া।


এ সময় উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন সাংসদের পত্নী তহুরা হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, চেয়ারম্যান আনোয়ার হোসেন, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জুয়েল, ম্যানেজার একাউন্ট সোহরাব হোসেন, রেজাউল করিম, আব্দুল মজিদ প্রমুখ।



মোঃ সাইফুল ইসলাম 

বাগমারা প্রতিনিধি

নওগাঁয় জেএমবির মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আজকের দেশ সংবাদ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) ইসাবা গ্রুপের (সামরিক শাখা) মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি সানোয়ার হোসেন ওরফে আব্দুর রউফকে (৪৪) গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। শনিবার রাতে নওগাঁর পতœীতলা থানাধীন নজিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ রোববার দুপুরে নওগাঁর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আখিউল ইসলাম। গ্রেফতারকৃত সানোয়ার হোসনে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার চাঁদপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে।

নওগাঁয় জেএমবির মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সংবাদ সম্মেলনে আখিউল ইসলাম জানান, সানোয়ার হোসেনের বিরুদ্ধে চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় ২০১২ সালে একটি হত্যা মামলা রয়েছে। মৃত্যুদÐপ্রাপ্ত পলাতক আসামি সানোয়ার হোসেন নওগাঁ জেলার পতœীতলা থানার ছোট চাঁদপুর এলাকায় আব্দুল্লাহ নামে আত্মগোপন করে পলাতক ছিল। সেখানে তিনি রাজমিস্ত্রী হিসেবে কাজ করেন। পাশাপাশি ভেড়া লালন-পালন করেন। তিনি আরো জানান, গ্রেফতারকৃত সানোয়ার হোসেন ২০০০ সালের পরে শায়খ আব্দুর রহমানের নেতৃত্বে জেএমবির সদস্যভূক্ত হয়। তখন তিনি হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে নাচোল ও গোমস্তাপুরে জেএমবির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিল। ২০০৭ সালে ২৯ মার্চ শায়খ আব্দুর রহমানের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি হলে বেশ কিছুদিন পর মাওলানা সাইদুর রহমান জেএমবির আমির হয়। পরবর্তীতে তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখে। তাদের আন্তঃকোন্দলের কারণে ২০১২ সালের ২৬ এপ্রিল জেএমবি'র স্বঘোষিত আমির সালমানকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাধীন খুলশী বোরিয়া আমবাগান এলাকায় কৌশলে ডেকে নিয়ে গিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করে এবং তার মাথা ও দেহ দুই জায়গায় ফেলে দেয়। পরবর্তীতে গ্রেফতার আব্দুস শাকুর যে শাকুর ও জাহাঙ্গীরের দেয়া তথ্য মতে মহানন্দা নদীর তীর থেকে পুঁতে রাখা সালমানের মাথাটি উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, গ্রেফতার সানোয়ার হোসেন ১০ বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে পুরাতন জেএমবিকে সক্রিয় করার কাজ করে যাচ্ছিল। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় সন্ত্রাস বিরোধী আইনে (মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত) দুটি গ্রেফতারি পরোয়না মূলতবি আছে। তাছাড়া চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় ২০১৪ সালের একটি মামলা রয়েছে।  

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৫ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত সালমান হত্যা মামলায় গ্রেফতার সানোয়ারসহ তিনজনের মৃত্যুদন্ড দেন।


তৌফিক তাপস

   নওগাঁ


বাগমারায় ষড়যন্ত্রমুলক চাঁদাবাজি মামলায় জামিন পেলেন প্রেসক্লাব সভাপতি

আজকের দেশসংবাদ : রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডলকে অবশেষে ষড়যন্ত্রমূলক চাঁদাবাজির মামলায় জামিন মুঞ্জুর করেছে আদালত। বুধবার রাজশাহীর জজ কোর্টের বিচারক আলতাফ হোসেন মন্ডলের জামিন মুঞ্জুর করেন। ইতোপূর্বে ওই মামলায় দুইবার জামিনের আবেদন করলেও তার জামিন নামুঞ্জুর করে আদালত।

    জানাগেছে, উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের শালমারা বিগোপাড়া এলাকার ইটভাটার মালিক জনৈক আবুল কালাম আজাদ বাদী হয়ে রাজশাহীর আদালতে গত ১৬ ফেব্রুয়ারি ২০২১ সালে একটি চাঁদাবাজির মামলা দায়ের করে। যার মামলা নং ৭৬২১। ওই মামলায় গত ২৪ ফেব্রুয়ারি বাগমারা থানা পুলিশ একটি অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনকালে তাকে গ্রেপ্তার করে। ওই দিনই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছিল।

    ষড়যন্ত্রমূলক চাঁদাবাজির ওই মামলা থেকে প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডলের দ্রুত জামিন চেয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালনের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রাজশাহী জেলা প্রশাসকের নিকট স্মারকলিপিও প্রদান করা হয়েছিল।

    ষড়যন্ত্রমূলক চাঁদাবাজির ওই মামলায় ১ মাস ১৮ দিন পর তাকে জামিন দেয়া হয়। ষড়যন্ত্রমূলক চাঁদাবাজির মামলায় দীর্ঘদিন হলেও জামিন না পাওয়ায় সাংবাদিকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছিল।

    আলতাফ হোসেন মন্ডলের পরিবারের পক্ষ থেকে আদালতে জামিনের আবেদন করলেও অদৃশ্য কারনে দীর্ঘ সময় জামিন দেয়া হয়নি বলে জানিয়েছেন তার পরিবার।

    উল্লেখ্য, ১২ এপ্রিল ওই ইট ভাটার মালিক আবুল কালাম আজাদের ভাটায় অভিযান পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট। নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধ ভাবে ইট ভাটা চালানোর দায়ে এ সময় ৫০ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট।




    মোঃ সাইফুল ইসলাম

    বাগমারা, রাজশাহী

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget