জয়পুরহাটে ৪০ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যাবসায়ী আটক
আজকের দেশসংবাদ ডেস্ক : জয়পুরহাটে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহট র্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. মাসুদ রানা এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে আজ বুধবার সকাল ১১.৫০ মি. জেলার সদর থানাধীন ধলহার ইউপির বিষ্ণপুর সৈয়দ আলীর মোড়ে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে নুরী খাতুন (৫৫) নামক এক মাদক ব্যাবসায়ীকে ৪০ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
নুরী খাতুন বগুড়া জেলার সদর থানার বেলগাড়ী গ্রামের মৃত আব্দুল কাদেরের স্ত্রী। র্যাব জানায়, নুরী খাতুন দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।