Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

বাগমারায় আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
 আজকের দেশ সংবাদ ডেস্ক : শান্তি শৃঙ্খলা উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই মূলমন্ত্রকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমাবেশ উপলক্ষে সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেন আনসার ও ভিডিপি কার্যালয় বাগমারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান।

উপজেলা আনসার প্রশিক্ষক খন্দকার মোস্তাফিজুর রহমানের পরিচালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কামাল হোসেন, পরিচালক ৪ আনসার ব্যাটেলিয়ন নওহাটা, রাজশাহী ও জেলা কমাড্যান্ট (অতি দাঃ) আনসার ও ভিডিপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সভাপতি অনিল কুমার সরকার, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক রাশেদুল ইসলাম, বাগমারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মেহেদী হাসান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কামরুল হাসান, ইউনিয়ন আনসার কমান্ডারের মধ্যে শাহাদত হোসেন, রোকেয়া খাতুন প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক নারগীর খাতুন সহ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ। অনুষ্ঠানে শেষে সঠিক ভাবে দায়িত্ব পালনের জন্য ৫ জন আনসার সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এছাড়াও ইউনিয়ন কমান্ডারদের হাতে পুরস্কার প্রদান করা হয়।



মোঃ সাইফুল ইসলাম

বাগমারা রাজশাহী

 

নওগাঁয় প্রথমবারের মতো সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

আজকের দেশ সংবাদ ডেস্ক : নওগাঁয় প্রথমবারের মতো সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (বিশেষ ধাপ-১ম) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছ। আজ রোববার সকাল ১০টায় জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষন কেন্দ্রে এ কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কুচকাওয়াজ অনুষ্ঠানের সালাম গ্রহণ করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক কামরুন নাহার। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতিসহ অত্র রেঞ্জ পরিচালক ও জেলা কমান্ড্যান্ট গণ। এসময় প্রধান অতিথি কুচকাওয়াজ প্যারেড পরিদর্শন শেষে কৃতী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন। উক্ত প্রশিক্ষণে ২২২জন সাধারণ আনসার ১০ সপ্তাহ মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষে এ সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহন করেন।

নওগাঁয় প্রথমবারের মতো সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত


নওগাঁয় র‌্যাবের অভিজানে ২ জন অপহরনকারী গ্রেফতার, উদ্ধার ৩
আজকের দেশ সংবাদ ডেস্ক : নওগাঁর সাপাহারে  তরিকুল ইসলাম (৫০) ও আইয়ুব আলী নামক ২ জন অপহরণকারীকে গ্রেফতার এবং অপহৃত ৩ জন ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প।গত ২৩ মার্চ বিকেল ০৪ ঘটিকায় চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার মহারাজপুর গ্রামের গরু ব্যবসায়ী মো. নাদিমুল ইসলাম (৪৩), নওগাঁ জেলার সাপাহার থানার দিঘীরহাট গরুর হাটে ব্যবসার কাজে আসলে তাকে সুকৌশলে অপহরন করে এবং পরবর্তীতে তার স্ত্রী বিউটি বেগম এবং তার ২ বছরের শিশুপুত্র আসাদুল্লাহকে ও অপহরন করে।

অপহরনকারীদের সাপাহারথানাধীন মধ্য করমুডাঙ্গা গ্রামের মৃত আব্দুল হাকিম এর ছেলে তরিকুল ইসলামের নিজ বাড়িতে আটক রাখে। পরবর্তীতে আসামীগণ মোবাইলের মাধ্যমে ভিকটিমের স্ত্রীর নিকট মুক্তিপণ হিসেবে ৪ লক্ষ টাকা দাবী করলে তার স্ত্রী বিউটি বেগম তার ২ বছরের শিশুপুত্র আসাদুল্লাহ সহ অপহরণকারীদের ঠিকানায় গিয়ে অপহরণকারীদের কবলে পড়ে তারাও অপহ্নত হয়।

পরবর্তীতে অপহরণকারীরা ভিকটিমের বড় মেয়ে মোছা. নাইমা আক্তার সোনালী (১৪) এর কাছে পুনরায় ৪ লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে দাবী করে। এক পর্যায়ে নাইমা র‌্যাব ক্যাম্প, সিপিসি-৩, জয়পুরহাটের নিকট মোবাইল ফোনে বিষয়টি কোম্পানী কমান্ডারকে অবহিত করলে কোম্পানী কমান্ডার তাৎক্ষনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে একটি চৌকস আভিযানিক দল কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাসুদ রানা এবং উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার আমিনুল এর নেতৃত্বে নওগাঁ জেলার সাপাহার থানাধীন মধ্য করমুডাঙ্গা হতে অপহৃত নাদিমুল ইসলাম, বিউটি বেগম, ও তাদের ২ বছরের শিশুপুত্র আসাদুল্লাহকে উদ্ধার করে এবং তরিকুল ইসলাম ও আইয়ুব আলীকে গ্রেফতার করতে সমর্থ হলেও অপর আসামী হাফিজুল ইসলাম আগেই পালিয়ে যায়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার সাপাহার থানায় মামলা রুজু করা হয়েছে এবং ভিকটিমত্রয়ীকে জিডি মূলে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


নওগাঁয় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৩০

আজকের দেশ সংবাদ ডেস্ক: নওগাঁর বদলগাছীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩০ জনের মতো আহত হয়েছেন। আহতদের মধ্যে আরো ২০জন গুরুত্বর আহত রয়েছে। আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নওগাঁ সদর হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁকিদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। 

নওগাঁয় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৩০
 বুধবার রাত ৯ টার দিকে উপজেলার শেষ সিমানা পয়নারী এলাকায় এই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে নিহত ২ জন বদলগাছী উপজেলার সুহাসা গ্রামের ইটভাটার শ্রমিক। বাঁকি ২ জন নওগাঁ সদর হাঁসপাতালে মৃত্যুবরন করেছে তাদের পরিচয় জানা যায়নি। বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম জানান, জেলার সাপাহার উপজেলা থেকে ওই যাত্রীবাহী বাস নওগাঁর দিকে যাচ্ছিল। পথের মধ্যে ঘটনাস্থল পয়নারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি দ্রæতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন। এ সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে ৩০ জনের মতো আহত হন। আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নওগাঁ সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। 
নওগাঁয় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৩০

 নওগাঁ সদর হাসপাতালে আরো দুই যাত্রী নিহত হয়েছেন। নওগাঁ সদর আধুনিক হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত মেডিক্যাল অফিসার ডা. নাফিউল ইসলাম ইকবাল জানান, সড়ক দুর্ঘটনায় নওগাঁ সদর হাসপাতালে ২২জনকে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দুই জন মারা যান। বাঁকি ২০ জনের মধ্যে ১৫ জনকে নওগাঁ সদর হাসপাতাল থেকে রামেকে রেফার্ট করা হয়েছে। রেফার্টকৃতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।  ওসি আতিকুল ইসলাম আরো জানান, যাত্রীবাহী বাসটিতে বদলগাছী উপজেলার ১৫/২০ জন ইটভাটার শ্রমিক ছিলেন। শ্রমিকরা পতœীতলায় একটি ইটভাটায় কাজ শেষে বাস যোগে রাতে বাড়ী ফিরছিলেন। হতাহতদের পরিচয় রাতে বিস্তারিত জানা সম্ভব হয়নি। ঘটনায় ট্রাকটি উল্টে রাস্তার নিচে ক্যানেলে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক ও সহযোগিরা পালিয়ে গেছেন। ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


তৌফিক আহম্মেদ
      নওগাঁ

 

বাগমারায় বড়বিহানালী ইউনিয়ন মহিলা লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

আজকের দেশ সংবাদ ডেস্ক : রাজশাহীর বাগমারা উপজেলার ৪নং বড়বিহানালী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহিলা আওয়ামীলীগ কে আরও শক্তিশালী করার লক্ষে মহিলালীগের কার্যকরী কমিটি সভা অনুষ্ঠিত হয়। বুধবার ২৩ই মার্চ বিকাল ৪ঘটিকার সময় বড়বিহানালী কলেজ চত্বরে মহিলা আওয়ামীলীগের কার্যকরী কমিটিকে শক্তিশালী করার লক্ষ্যে এই সভার আয়োজন করেন বাগমারা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আল-মামুন প্রমানিক। উক্ত সভায় সভাপতিত্ব করেন বড়বিহানালী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ সভাপতি মোছাঃ কবরি বিবি। এছাড়াও উক্ত সভায়  আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা আওয়ামীলীগের সভাপতি মোছাঃ কোহিনুর বিবি, যুগ্ম সাধারণ সম্পাদক হিরা খাতুন, আওয়ামীলীগের অন্যতম সদস্য মাস্টার আখতারুজ্জামান বুলবুল, জেলা যুবলীগের অন্যতম সদস্য খন্দকার মতিন, বড়বিহানালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইন্জিঃ আলমগীর হোসেন,   গোবিন্দপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আলামিন, সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী প্রমুখ।


মোঃ সাইফুল ইসলাম 

বাগমারা, রাজশাহী

  

ঝালকাঠির কল্যানকাঠি আবাসনে অগ্নিকান্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই
আজকের দেশ সংবাদ ডেস্ক : ঝালকাঠি সদর উপজেলাধীন কল্যানকাঠি আবাসনে অগ্নিকান্ডে ১টি ব্রাকের ১০টি বসতঘর পুড়ে গেছে। এতে নিস্ব হয়ে গেছে আবাসনে বসবাসরত এ দরিদ্র অসহায় পরিবারগুলো। ২০ মার্চ রোববার দুপুর আনুমানিক ১২টার সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ বিষয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ১২টার সময় কল্যানকাঠি আবাসনের ১ নং ব্রাকের একটি ঘর থেকে আগুনের ধোয়া উড়তে দেখে স্থানীয়রা আগুন আগুন বলে চিৎকার করলে আসেপাশ থেকে লোকজন দৌড়ে এসে আগুন নিভানোর চেষ্টা করলে বৈদ্যুতিক সংযোগ থাকায় প্রাথমিক অবস্থায় স্থানীয়রা আগুন নেভানোর বিষয় আতংক গ্রস্থ থাকলেও বিদ্যুৎ সংযোগ বন্ধ হওয়ার সাথে সাথে স্থানীয়রা আগুন নেভানোর কাজে ঝাপিয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনের চেষ্টায় ঝাপিয়ে পড়লেও ততক্ষনে মুহূর্তের মধ্যে পুরো ব্রাকটিতেই আগুন ধরে আগুনের লেলিহান শিখায় ১০টি ঘরের আসবাব পত্র সহ মালামাল পুড়ে যায়। আগুন লাগার খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে আগুন লাগার বিষয়টি বরিশাল ফায়ার সার্ভিস জানতে পেরে তাদের ২টি ইউনিট ঘটনা স্থানে ছুটে আসে। মোট ৪টি ইউনিটের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ততক্ষনে ওই ব্র্যাকের ১০টি ঘরের মালামালসহ ঘরগুলো পুড়ে যায়।
আবাসনের ব্রাকটির ১০টি কক্ষের মধ্যে ৫টি পরিবার বসবাস করতো। বসবাসকারীরা হলেন, আকলিমা বেগম, আদম আলী, মনির হোসেন, জুয়েল ও তাসলিমা বেগম। ক্ষতিগ্রস্থরা জানান, প্রতিদিনের ন্যায় সকালে জীবিকার তাগিদে কাজের সন্ধ্যানে বেড়িয়ে পড়েন তারা। বিকেলে বা সন্ধ্যায় ঘরে ফিরেন। কিন্তু আগুন লাগার খবরে ছুটে এসে দেখেন, তাদের শেষ আশ্রয় স্থালটি আগুনে দাউ দাউ করে জ্বলছে। সঞ্চিত সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তারা। অনেক জমানো টাকা, ধান ও মূল্যবান জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ১২ লক্ষাধিক টাকার মালামালসহ ঘরগুলো পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হলেও ক্ষতিগ্রস্থদের দাবি ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। নিস্ব এ পরিবারগুলো খোলা আকাশের নিচে অসহায় হয়ে পড়েছেন।

এ বিষয় ঝালকাঠি ফায়ার সার্ভিসের সাব অফিসার সালাউদ্দিন মিয়া জানান, ঘর সংলগ্ন পেছনের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস। আগুন লাগার সময় ওই ব্যাকের ১০টি ঘরে কেহই ছিল না, ঘরগুলো তালাবদ্ধ ছিল। ঘরের লোকজন জীবিকার তাগিদে বিভিন্ন স্থানে ছিল । আগুন নিভাতে ঘরের তালা কেটে ভিতরে ঢুকতে হয়েছে বলেও জানায় ফায়ার সার্ভিস।

এ বিষয় ঝালকাঠি সদর ইউএনও সাবিকুন নাহার জানান, আগুনের বিষয়টি জানার পর আমি ঘটনাস্থানে গিয়ে পরিদর্শন করেছি ক্ষতি গ্রস্থদের প্রতি সমবেদনা জানিয়ে বরেন,  ব্রাকটির প্রত্যেকটি  ঘর ও ঘরের ভিতরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে বসবাসকারীরা যথেষ্ট ক্ষতিগ্রস্থ হয়েছেন। এ সময় তিনি  প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহযোগীতা করা হবে বলেও জানান।

রিপোর্ট : ইমাম বিমান
         ঝালকাঠি

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget