ঝালকাঠিতে মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ স্কুল শিক্ষক আটক
আজকের দেশ সংবাদ ডেস্ক : ঝালকাঠি মাদকদ্রব্য অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে স্কুলশিক্ষক সাইফুলের কাছ থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করে ঐ শিক্ষককে আটক করে মাদকদ্রব্য অধিদপ্তর। পরে তাকে আইনের হাতে সোপর্দ করা হলে ভ্রাম্যমান আদালতে তাকে ১বছরের কারাদন্ড সহ ৫০ হাজার টাকার জরিমানা করা হয়।
এ বিষয় ঝালকাঠি জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিচালক মোঃ আব্দুল কাদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহরের ব্রাক মোড়স্থ তুষা -তকি প্লাজার নিচতলায় নেছারাবাদ ফার্মা থেকে দীর্ঘদিন ধরে ভায়াগ্রা, প্যাথেডিন সহ নেশাজাতীয় বিভিন্ন সিরাপ বিক্রি করে আসছিলো। তারই সূত্র ধরে আজ বুধবার বিকেল আনুমানিক চারটায় ঝালকাঠির মাদকদ্রব্য অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে দোকানের মালিক দক্ষিণ পিপলিতা জোড়া পোল এলাকার বাসিন্দা মৃত নুর মহম্মদ এর পুত্র সাইফুল ( ৪২)কে আটক করে। পরে দক্ষিণ পিপলিতা গ্রামে বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভায়াগ্রা ,প্যাথেডিন সহ নেশাজাতীয় বিভিন্ন সিরাপ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নিজবাড়ী কীর্তিপাশা বেশাইন খান গ্রামে। যার আনুমানিক পাইকারি বাজার মূল্য ৬০ হাজার টাকা। আটককৃত সাইফুল দীর্ঘদিন ধরে ঝালকাঠিতে পাইকারি ও খুচরা এইসব মাদক দ্রব্য বিক্রি করে আসছিলেন।
আটককৃত মাদক ব্যবসায়ী ঔষধ ব্যবসার নামে ঝালকাঠি ব্র্যাক মোড়ে নেছারাবাদ ফার্মা নামের একটি ঔষধের দোকান রয়েছে। সেই দোকানেও বৈধ কোন কাগজ ছিল না। আটককৃত সাইফুল স্বরূপকাঠি আতা নিম্ন মাধ্যমিক স্কুলের শিক্ষক বলেও জানা যায়। পরে আটককৃত মাদক ব্যবসায়ীকে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অং ছিং মারমা এর ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে উদ্ধারকৃত মাদক জব্দ পূর্বক ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৫০ হাজার টাকা জরিমানা এবং এক বছরের কারাদন্ড প্রদান করেন এবং আটককৃত মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আটককৃত মাদক ব্যবসায়ীর স্ত্রী আদালতে নগদ ৫০হাজার টাকা বুজিয়ে দিয়েছেন।
রিপোর্ট : ইমাম বিমান