Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

শার্শায় সরকারি খাল থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন

মোঃ সাইদুল ইসলাম,বেনাপোল : যশোরের শার্শা উপজেলার গাতিপাড়ার বেতনা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। তবে প্রশাসনকে না জানিয়ে বালু উত্তোলন করছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

সোমবার সকালে শার্শা উপজেলার কুলপালা গাতিপাড়ার ঈদগাহ মাঠের পাশে সরকারি বেতনা নদী থেকে এ বালু উত্তোলন করা হচ্ছে। ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধ ভাবে বালু তুলে লাখ লাখ টাকার ব্যবসা করছেন ঐ এলাকার প্রভাবশালী শাহাদৎ হোসেনের ছেলে সুমনসহ কয়েকজন ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে এই এলাকার বিভিন্ন জায়গা থেকে অবৈধ ভাবে বালু-মাটি উত্তোলন করারও অভিযোগ সুমনের বিরুদ্ধে।
এলাকার অনেক কৃষক অভিযোগ তুলে বলেন, আমাদের কৃষি জমি নষ্ট করে দিনের পর দিন ড্রেজার মেশিন দিয়ে বালু ও মাটি উত্তোলন করে আসছে। আমরা অনেক বার বাধা দিয়েছি তাকে। সে প্রশাসনের নাম করে আমাদের হুমকি ধামকি দিয়ে এভাবে বালু-মাটি উত্তোলন করে আসছে। দ্রæত বালু তোলা বন্ধ না করলে কিছুদিন পর বড় ক্ষতির মুখে পড়বো আমরা। কৃষি জমি নষ্ট হচ্ছে। অনেক কৃষক হারিয়েছে তাদের আবাদি জমি। বালু ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। নিরবে আমরা দিন দিন কৃষি জমি হারিয়ে ফেলছি। বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে স্থানী কৃষকদের দাবী ।

নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা সম্পুর্ণ নিষিদ্ধ। শার্শার কুলপালা গাতিপাড়ার বেতনা নদী থেকে বালু উত্তোলন করার ঘটনা জানতে পেরে সেখানে অভিযান চালানো হয়েছে। বালু উত্তোলন বন্ধ করার নির্দেশ দিয়েছি। কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।


বেনাপোলে দেশীয় পিস্তলসহ গ্রেফতার ১

মো. সাইদুল ইসলাম,বেনাপোল : যশোরের বেনাপোলে একটি দেশীয় ওয়ান শুর্টার গান পিস্তল ও ১ রাউন্ড এ্যামুনেশনসহ মো. ইসরাফিল হোসেন (৪০) নামে একজন কে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

রোববার দুপুরে যশোর র‌্যাব-৬ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে অস্ত্র উদ্ধারসহ আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার ইসরাফিল বেনাপোল পোর্ট থানাধীন নারায়নপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে।

যশোর র‌্যাব- ৬ সিপিসি ৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল সীমান্ত দিয়ে অস্ত্রের একটি চালান আসছে। এমন সংবাদে বেনাপোল ৮নং ছোটআঁচড়া ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুর্টার গান পিস্তল ও এক রাউন্ড এ্যামুনেশনসহ একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


নওগাঁর পত্মীতলায় স্থগিত হওয়া ৪ ইউপির ৫টি কেন্দ্রের ভোটগ্রহন

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর পত্মীতলায় ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গোলযোগ ও সহিংসতায় স্থগিতহওয়া ৪ ইউপির ৫টি কেন্দ্রের ভোট গ্রহন শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়। চলে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত। এই ৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ১৯ জন প্রার্থী। 

স্থগিত হওয়া ৫টি কেন্দ্রের মোট ভোটার ১০ হাজার ১৬০ জন। এরমধ্যে পত্মীতলা ইউনিয়নে ইভিএম ও বাকি চার কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। স্থগিত হওয়া ভোট কেন্দ্রগুলো হল, পত্মীতলা ইউনিয়নের মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোষনগর ইউনিয়নের কমলাবাড়ি ও ঘোষনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আকবরপুর ইউনিয়নের মান্দাইন উচ্চ বিদ্যালয় ও কৃষ্ণপুর ইউনিয়নের পানিওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ  ভাবে শেষকরতে ভোটকেন্দ্রে ও কেন্দ্রের বাইরে পুলিশ, আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রতি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুই কেন্দ্র মিলে একজন এ্যাডিশনাল এসপি, স্ট্রাইকিং ফোর্সসহ মোবাইল টিমের টহল জোরদার করা হয়েছে।

নওগাঁয় কৃষকের ফসল বাচাতে জেলা প্রশাসককে স্বারকলিপি প্রদান

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর সদর উপজেলার বক্তারপুর মডেল ইউনিয়নের কৃষকের ফসল বাঁচাতে সরকারী রেকর্ডভুক্ত খাল সংস্কার এর দাবীতে জেলা প্রশাসককে স্বারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় নওগাঁ জেলা প্রশাসকের কার্যলয়ে খালেদ মেহেদী হাসান পিএএ,এর নিকট বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চলসহ প্রায় ১০ গ্রামের কৃষককের ৩হাজার বিঘা জমির রোপন কৃত বোরো ধান হঠাৎ বৃষ্টির পানিতে তলিয়ে গিয়েছে। হঠাৎ বৃষ্টির পানি নিস্কাশনের বাধাঁগ্রস্থ হওয়ায় রোপন কৃত বোরো ধান পানিতে তলিয়ে গেলে ঐ এলাকার কৃষকে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনাটি ঘটেছে বক্তারপুর ইউনিয়নের, চন্দনা বিল, কুমড়ার বিল ও নলগাড়া বিলের মধ্যদিয়ে সরকারী রেকর্ডভুক্ত খালটি এখনো কিছু প্রভাবশালীদের দখলে যাওয়ায় পানি নিস্কাশনে বাধাগ্রস্থ হলে ঐ ১০ গ্রামের কৃষক ক্ষতির সম্মক্ষিন হয়ে পরেন বলে মনে করেন এলাকার কৃষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বক্তারপুর ইউনিয়নের, চন্দনা বিল, কুমড়ার বিল ও নলগাড়া বিলের মধ্যদিয়ে সরকারী রেকর্ডভুক্ত খালটি দ্রæত সংস্কার করার দাবীতে কৃষকদের গণস্বাক্ষর কৃত স্বারকলিপি প্রদান করেন। ঐ সরকারী রেকর্ডভুক্ত খালটি দ্রæত সংস্কার করতে হলে পল্লী বিদ্যুৎ অফিসের পাশদিয়ে ফলিমারা ব্রিজ হয়ে দিঘলীর বিলের সাথে পূনরায় সংযোগ করে দিলে কৃষকের ভোগান্তী কমবে বলে মনে করেন তাঁরা। স্বারকলিপিটি জেলা প্রশাসকসহ উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা চেয়ারম্যানকে প্রদান করা হয়েছে বলেও জানা গেছে।


চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল বলেন, বক্তারপুর ইউনিয়ন বাসীর দাবী সরকারী রেকর্ডভুক্ত খালটি কিছু প্রভাবশালীদের দখলে রয়েছে। এই খালটি অবৈধ দখল মুক্ত করে পানি নিস্কাশনের ব্যাবস্থা করলে আমার ইউনিয়নের ১০ গ্রামের কৃষক সুষ্ঠ ভাবে ফসল ঘড়ে তুলতে পারবে বলে মনে করছি। তিনি আরও বলেন সরকারী রেকর্ডভুক্ত খালটি প্রভাবশালীদের দখলে না রেখে পূনরায় খালটি খনন করে কৃষকদের বাঁচাতে বা কৃষি সেক্টরকে বাঁচাতে হবে জানান তিনি। কৃষকদের কথা ভেবে আজকে কৃষকদের ডাকে জেলা প্রশাসক এর কাছে একটি স্বারকলিপি প্রদান করা হয়েছে। যেহেতু নওগাঁ জেলা কৃষি নির্ভরশীল জেলা তাই দ্রæত সরকারী রেকর্ডভুক্ত খালটি সংস্কার করে কৃষকের প্রাণের দাবী পূরন করবে জেলা প্রশাসন এটি আমার ইউনিয়ন বাসীর আশা।


নওগাঁ জেলা প্রশাসন খালেদ মেহেদী হাসান পিএএ বলেন, যেহেতু নওগাঁ জেলা কৃষি নির্ভরশীল জেলা এই জন্য কৃষকের কথা ভেবে দ্রæত পানি নিস্কাশনের ব্যাস্থার গ্রহণ করা হবে। সেই সাথে তিনি বলেন সরকারী রেকর্ডভুক্ত খালটির বিষয়ে তদন্ত করে দ্রæত দখলমুক্ত করে পূনরায় পানি নিস্কাশনের উপযোগী করে তোলা হবে।

র‌্যাবের পৃথক দুটি অভিযানে ফেনসিডিল ইয়াবাসহ আটক ২

মো. সাইদুল ইসলাম, বেনাপোল : যশোরের শার্শা-বেনাপোলে পৃথক দুটি অভিযানে ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

মঙ্গলবার র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান উদ্ধারকৃত ফেনসিডিল ও ইয়াবাসহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন। আটক মাদক ব্যবসায়ী হিরু বিশ্বাস বেনাপোল নামাজ গ্রামের মৃত আঃ রাজ্জাকের ছেলে ও মো. মফিজুল রহমান গয়রা গ্রামের কদর আলীর ছেলে। 

যশোর র‌্যাব-৬ সিপিসি ৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সীমান্তবর্তী শার্শা রেল বাজার এলাকা থেকে ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হিরু ও ৪৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মফিজুল নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা ও বেনাপোল থানায় মামলা দায়ের করা হয়েছে।


 
নওগাঁর সংগীত শিল্পী  সাথীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর সিগনেচার মিউজিক্যাল ব্যান্ড এর সংগীত শিল্পী ও ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ এর নওগাঁ জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক সংগীত শিল্পী শামীমা সাথী কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। আর এই অভিযোগে তার স্বামী চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের বাবলু হোসেনের ছেলে শাহিনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শাহিন তার স্ত্রী ও সন্তানকে নিয়ে চাপাইনবাবগঞ্জ সদরে বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। সাথী বগুড়ার আদমদীঘির সান্তাহারের মুজিবর রহমানের মেয়ে। মঙ্গলবার সকালে সান্তাহার স্টেশন কলোনী সংলগ্ন শাতাহার এলাকায় সাথীর জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়।


 

সাথীর বড় ভাই সেলিম রেজা জানান, সাথী একজন সংগীত শিল্পী। সে কয়েক বছর পূর্বে চাঁপাইনবাবগঞ্জের শাহীনকে ভালোবেসে বিয়ে করে। তাদের ঘরে ফুটফুটে ১বছরের শিশুকন্যা রয়েছে। শাহীন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতেন। কিন্তু ব্যক্তিগত আচরণের কারনে সে কিছুদিন আগে চাকরিচ্যুত হয়। বিয়ের পর থেকেই তারা ভাড়া বাসা নিয়ে নওগাঁয় বসবাস করতেন। সাথীকে বিয়ের আগে শাহীন আরো একটি বিয়ে করেেেছন। এই বিষয়টি গোপন রেখেই সাথীকে ২য় বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে শাহীন ও সাথীর মধ্যে মনমালিন্যের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে নওগাঁ ভাড়া বাসায় সাথীকে একা ফেলে রেখে চাঁপাইনবাবগঞ্জ চলে যায় তার স্বামী। গত তিনদিন আগে নওগাঁ থেকে সাথী তার স্বামীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ যায় এবং গত রোববার দিবাগত রাতে সেখানেই তার মৃত্যু হয়। সাথীর মৃত্যুর খবর পেয়ে আমরা সেখানে যাই। সাথীর মৃত্যু স্বাভাবিক নয়। শাহিন আমার বোন সাথীকে হত্যা করেছে। আমি শাহিনের কঠোর শাস্তি দাবী করছি। খবর পেয়ে পুলিশ সাথীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন বলেন পরিবারের অভিযোগের ভিত্তিতে সাথীর স্বামী শাহিনকে সোমবার গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে সাথীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং তখন পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget