নওগাঁর রাণীনগরে মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ২
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে হোরোইন-ইয়াবাসহ আলেপ সরদার (৩২) নামে এক মাদক ব্যবসায়ী ও দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামী বিপ্লব হোসেন (৩৪) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে গ্রেফতার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আলেপ উপজেলার ভবানীপুর গ্রামের মৃত হাসমত সরদারের ছেলে ও সাজাপ্রাপ্ত আসামী বিপ্লব জালালাবাদ গ্রামের মোজাফর মন্ডলের ছেলে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী আলেপকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তার নিকট থেকে দেড় লাখ টাকা মূলের ১৫ গ্রাম হোরোইন ও ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।
ওসি জানান, সিআর ৬৯০/১৭ মামলায় বিজ্ঞ আদালত বিপ্লবকে দুই বছরের সাজা প্রদান করেন। সাজার পর থেকেই সে পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মিঠাপুর বাজার এলাকা থেকে বিপ্লবকে গ্রেফতার করে। গ্রেফতার দুইজনকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।