Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

বেনাপোলে ভারতীয় ফেন্সিডিল সহ আটক ৩

মোঃ সাইদুল ইসলাম,বেনাপোল : যশোরের বেনাপোলে ৪৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।

রোববার ( ৯ জানুয়ারি) রাতে সাদিপুর খেয়াঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
 
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, মোঃ শাহ আলম এর ছেলে ইমরান হোসেন(১৯), মৃত মঞ্জুরুল ইসলাম এর ছেলে আক্তারুল ইসলাম (২৭) ও মৃত আহম্মেদ খাঁর ছেলে শাহ আলম হোসেন (৪০)।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর সীমান্তের খেয়াঘাট নামক স্থান থেকে ৪৪৭ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

 

নওগাঁয় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯ টায় জেলা আওয়ামীলীগের আয়োজনে আওয়াামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় ৪ (চার) নেতার প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও  সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁয় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
 এসময় নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, সাংগঠিনক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাস মজুমদার গোপাল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা যুবলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
বিকালে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নওগাঁ জেলা আওয়ামীলীগের আয়োজনে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠির রমজানকাঠিতে ১কেজি গাজাসহ আটক ২

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রমজানকাঠিতে ১ কেজি গাজাসহ ২যুবককে  আটক করেছে ডিবি পুলিশ। ০৭ জানুয়ারী রাত্র ২০.০৫ ঘটিকার সময় ঝালকাঠি ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ হাবিবুর রহমান সংঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ঝালকাঠি থানাধীন রমজানকাঠির নুর আলমের দোকানের সামনে থেকে ১ কেজি গাজাসহ আটক করে। আটকৃতরা হলো অ¯্র ও ডাকাতি মামলাসহ বহু মামলার আসামী গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি গ্রামের হাজী আমির খানের পুত্র ১। মোঃ সুমন খান(৪০), উদচড়া গ্রামের মৃত নাসির সিকদারের পুত্র ২। সম্রাট সিকদার(২৮)।  ডিবি কর্মকর্তা মাইনুদ্দিন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ১ কেজি গাজাসহ আসামীদ্বয়কে আটক করা হয়েছে।এ  বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার জনৈক সাবেক চেয়ারম্যান জানান, “এই চক্রের সাথে স্থানীয় একজন উঠতি বয়সী মেম্বরসহ আরো অনেক বকাটে যুবক  জড়িত রয়েছে। এরা চুরি ডাকাতিসহ নানা রকম অনামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়ে সামাজিক অবকাঠামো ভেঙ্গে পড়বে।”

একই এলাকার সিনিয়র সটিজিন মহব্বত আলী জানান, “এদরকে আইনের আওতায় এনে দৃস্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নচেৎ চুরি, ডাকাতিসহ নানা রকম অসামাজিক কর্মকান্ড বৃদ্ধি পাবে। মানুষ শানিএত বসবাস করতে পারবে না।



গ্রেপ্তারকৃত চেয়ারম্যান প্রার্থী ফারজানা নিশ্বর্তে মুক্তি ও বাড়িতে অগ্নিসংযোগকারিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ নারীদের

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউপি নির্বাচনে ভোট গণনা নিয়ে নির্বাচনী সহিংসতায় মামলায় গ্রেপ্তারকৃত স্বতন্ত্র প্র্রার্থী ফারজানা পারভীনের নি:শ্বর্তে মুক্তি ও তার বাড়িতে অগ্নি সংযোগকারিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে ঘন্ট্যাব্যাপী পারভীনের গ্রাম বাড়ি কমলাবাড়ি গ্রামে এই কর্মসূচী পালন করেন গ্রামের নারীরা। 

শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে স্বতন্ত্র প্র্রার্থী ফারজানা পারভীনের বাড়িতে দেওয়া আগুনে বাড়ির গ্যারেজ, গুদাম ঘর, আসবাবপত্র অন্যান্য মালামাল ও খড়ের পালা ভস্মিভুত হয়েছে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় রাত ১ টার দিকে পত্নীতলা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে নিয়ে আনে। তবে এই অগ্নি কান্ডে কেউ হতাহত হননি। 

গ্রেপ্তারকৃত চেয়ারম্যান প্রার্থী ফারজানা নিশ্বর্তে মুক্তি ও বাড়িতে অগ্নিসংযোগকারিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ নারীদের
বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, ঘোষনগর কেন্দ্রে স্বতন্ত্র প্র্রার্থী ফারজানা পারভীন ভোট গণনায় এগিয়ে থাকলে সংশ্লিষ্টরা ফলাফল ঘোষণা না করেই বিরোধী প্রার্থীকে জয়ী করতে থানা পুলিশের যোগসাজশে কেন্দ্র ত্যাগ করার চেষ্টা করেন। এ সময় কেন্দ্রে ভোটের ফলাফলের দাবি জানান। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ জনতার উপর লাঠি চার্জ করে কেন্দ্র ত্যাগ করে। এই সংবাদ পেয়ে কমলাবাড়ির মোড়ে রাস্তা রোধ করে ভোটের ফলাফল ঘোষণা দাবিতে বিক্ষোভ শুরু করেন পারভীনের হাজার হাজার সমর্থকরা। এ সময় পুলিশ নির্বিচার মারপিট ও গুলি বর্ষণ করে। এরপর নির্বাচনী সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মিথ্যা মামলার কারনে কমলাবাড়ি গ্রাম ও তার পাশ্ববর্তী এলাকার মানুষের মধ্যে গ্রেপ্তার আতংকে ওই এলাকা এখন পুরুষশুন্য হয়ে পড়েছে। ফলে এলাকার নারীদের এখন নিরাপত্তা নিয়ে আতংকিত অবস্থায় থাকতে হচ্ছে। এই সুযোগে বিরোধী চেয়ারম্যানের প্রার্থীর লোকজন রাতের অন্ধ্যকারে শুক্রবার রাতে ফারজানা পারভীনের বাড়িতে টিনের শেডে পেট্রোল দিয়ে আগুন ধরে দেয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে পত্নীতলা ফায়ার সার্ভিসে সংবাদ দেন। ফায়ার সার্ভিসে তৎপরতায় তার বাড়ি-ঘর রক্ষা করা সম্ভব হয়েছে।

গ্রেপ্তারকৃত চেয়ারম্যান প্রার্থী ফারজানা নিশ্বর্তে মুক্তি ও বাড়িতে অগ্নিসংযোগকারিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ নারীদের
কমলাবাড়ি গ্রামের গৃহবধু মাহমুদা খাতুনসহ অন্য নারীরা বলেন, আড়াইহাজার মানুষকে আসামী করে মামলার কারনে নির্বাচনের রাত থেকে কমলাবাড়ি গ্রামসহ আশে পাশের গ্রাম এখন পুরুষ শুন্য। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতার মাঝে তাদের ছোট ছোট সন্তানদের নিয়ে থাকতে হচ্ছে। তিনি বলেন, নির্বাচনী ফলাফল পুলিশের সহযোগিতায় পাল্টে দেয়ার অপচেষ্টার কারনে এই সহিংসতার ঘটনা ঘটে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে চেয়ারম্যান প্রার্থী ফারজানা পারভীনের মুক্তির দাবি করেন তিনি।

একই গ্রামের মমতাজ হোসেন বলেন, চেয়ারম্যান প্রার্থী ফারজানা পারভীনের বাড়িতে প্রতিপক্ষরা আগুন দিয়েছে। পুলিশের মামলার কারনে আমারমত গ্রামের সব পুরুষকে পালিয়ে থাকতে হচ্ছে। ফলে গ্রামের নারীরা রয়েছেন চরম নিরাপত্তাহীনতায়।

পত্নীতলা ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার রাইহান ইসলাম শিহাব জানান, রাত সাড়ে ১১ টার দিকে তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন। তবে কিভাবে আগুন লেগেছে সে সর্ম্পকে তিনি কিছু জানাতে পারেননি। অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

পত্নীতলা থানার ওসি(তদন্ত) হাবিবুর রহমান জানান, আমরা অগ্নিকান্ডের কথা শুনেছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বুধবার পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে উপজেলার ঘোষনগর ইউনিয়নের ঘোষনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং নজিপুর ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণের পর গণনা ও ফলাফল ঘোষণা বিলম্বিত হয়। এবং সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা না করেই কেন্দ্র ত্যাগ করার চেষ্টা করে। এ সময় কেন্দ্রগুলোর আশপাশে থাকা কয়েক হাজার মানুষ পুলিশ, আনসার ও ভোটগ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পথ রোধ করে। ঘটনার সময় ভোটের দায়িত্বে থাকা স্ট্রাইকিং ফোর্সের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল গণি ও পত্নীতলা থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা শামছুল আলম পুলিশ সদস্যদের নিয়ে ঘোষনগর থেকে তাদেরকে উদ্ধার করতে যান। উত্তেজিত জনতা ঘোষনগর কেন্দ্রের কাছে কমলাবাড়ির মোড়ে একটি পুলিশ পিকআপ ও রিকুইজিশন করা একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগান থেকে ২৮ রাউন্ড গুলি ছোঁড়ে।

গ্রেপ্তারকৃত চেয়ারম্যান প্রার্থী ফারজানা নিশ্বর্তে মুক্তি ও বাড়িতে অগ্নিসংযোগকারিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ নারীদের
পত্নীতলা থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, পুলিশের ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও অস্ত্র ছিনতাইয়ের অভিযোগে বৃহস্পতিবার ১১৩ জনের নামোল্লেখসহ অজ্ঞাত দুই থেকে আড়াই হাজার জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় ঘোষনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারজানা পারভীনকে প্রধান আসামি করা হয়েছে। তাকে ও তার স্বামীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার এবং এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত বুধবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোষনগর কেন্দ্রে ভোট গণনা শেষে ঘোষণা না দিয়ে ব্যালট পেপার নিয়ে উপজেলায় চলতে আসতে শুরু করেন সংশ্লিষ্টরা। কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণার দাবিতে কমলাবাড়ি মোড়ে এ সময় পথ অবরোধ করে চেয়ারম্যান প্রার্থী ফারজানা পারভীনের বিক্ষুব্ধ সমর্থকরা। এ সময় ফারজানা পারভীনের বিক্ষুব্ধ সমর্থকদের সাথে পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের গুলিতে শিশু, নারীসহ প্রায় ২০ জন গুলিবিদ্ধসহ আহত হন। এ সময় ওসির একটি গাড়ীসহ দুটি গাড়ী পুড়িয়ে দেওয়া, ভোটের সরঞ্জমাদিসহ অনান্য মালামাল লুট করা হয়। 

অগ্নিকান্ডের এই ঘটনাসহ সাবির্ক বিবেচনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান।





নওগাঁর হাপানিয়া সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশী যুবকের

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া কৃষ্ণস্বদা সীমান্তে বিএসএফের গুলিতে মকবুল হোসেন ওরফে সালাউদ্দীন (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নওগাঁ বিজিবি-১৬, সিও (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্নেল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত সালাউদ্দীন উপজেলার কৃষ্ণস্বদা গ্রামের মো.আলাউদ্দীন এর ছেলে। স্থানীয়রা  জানান, আজ শনিবার বেলা ১১টার দিকে মাঠে কাজ করতে যেয়ে তারা মরদেহ দেখতে পান। বাংলাদেশ-ভারত সীমান্তে মরদেহ পড়ে থাকতে দেখে তারা সাপাহার ১৬ বিজিবি ক্যাম্প এবং স্থানীয় থানায় খবর দেন।
  
সাপাহার থানার অফিসার ইনচার্জ ( ওসি ) তারেকুর রহমান সরকার জানান, ভারত থেকে ভোরে ফেরার পথে বিএসএফ এর গুলিতে সালাউদ্দীন মারা যায়। লাশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে রয়েছে তাদের সীমান্তে। বিবিজির পক্ষ থেকে লাশ ফেরত আনার জন্য আলোচনা চলছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে নওগাঁ ১৬ বিজিবির সিও (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্নেল কবির বলেন, নিহত যুবক সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের কৃষ্ণস্বদা গ্রামের আলাউদ্দিন হোসেনের ছেলে। নিহত মকবুল ওরফে সালাউদ্দিন গরু চোরাকারবারির সঙ্গে যুক্ত ছিলেন। ধারনা করা হচ্ছে শনিবার ভোরে কোন এক সময় ভারত থেকে অবৈধভাবে গোপনে গরু আনার সময় বিএসএফ এর গুলিতে সে মারা যায়। বাংলাদেশ-ভারত সীমান্তের ২০০ গজ ভেতরে (ভারতীয় সীমান্ত) লাশ থাকায় হস্তান্তরের বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে । যথাযথ ব্যবস্থা গ্রহণ করে লাশ ফেরত আনার প্রক্রিয়া চলছে।


নওগাঁয় ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তৌফিক তাপস, নওগাঁ : দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। 

মঙ্গলবার নওগাঁ জেলা ছাত্রলীগের আয়োজনে সকাল ৯ টায় আওয়াামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় ৪ (চার) নেতার প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও কেক কেটে নানা আয়োজনে উদযাপন করা হয়। এর পর সকাল ১১টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠানের  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর (নওগাঁ-৫) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, সাবেক সংসদ সদস্য নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা প্রমূখ। জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমানুজ্জামান শিউলের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংগঠিনক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাস মজুমদার গোপাল, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর থানা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারন সম্পাদক মোঃ জালাল হোসেন সহ জেলা আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা ও ছাত্রলীগের বিভিন্ন পর্যয়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বাংলাদেশ ছাত্রলীগ এর দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮ এর আইয়ুববিরোধী আন্দোলন, ৬২ এর শিক্ষা আন্দোলন ও ৬৬ এর ছয় দফার পক্ষে অসাধারণ ভূমিকা পালন। এ ছাড়া ৬৯ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করা, ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কশ জয়লাভ এবং ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন।


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget