নওগাঁর বদলগাছীতে প্রতিপক্ষের কেচির আঘাতে যুবক নিহত
তৌফিক আহম্মেদ, নওগাঁ : নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের পালশা গ্রামে মেহেদী হাসান লিওন (৩৫) নামে এক যুবক প্রতিপক্ষের কেচির আঘাতে নিহত হয়েছে। নিহত মেহেদী হাসান বালুভরা ইউনিয়নের পালশা গ্রামের মকলেসুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় মেহেদী হাসান লিওন একই গ্রামের ইসাহাক এর বাড়িতে পাওনা টাকা চাইতে যায়। পাওনা টাকা চওয়ার সময় ইসাহাক ও তার পরিবারের সাথে তর্কবিতর্ক হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে ইসাহাক এর ছেলে স্বাধীন ধারালো কেচি দিয়ে মেহেদী হাসান লিওন এর উপর অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে গুরুত্বর জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রায়হান হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপালে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে।
এ হত্যাকান্ডে ২ জনকে আটক করা হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।