যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় মহান বিজয় দিবসে প্রয়াত জননেতা আব্দুল জলিল শিশু পার্কে বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে প্রথমে জেলা প্রশাসক হারুন অর রশীদের নেতৃত্বে বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, জেলা মুক্তিযোদ্ধ সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার জেলা প্রশাসক হারুন অর রশীদ, সাবেক কমান্ডার হারুন অল রশীদ, জেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করে। এরপর একে একে নওগাঁ মেডিকেল কলেজ, সিভিল সার্জন, নওগাঁ সরকারী কলেজ, সড়ক ও জনপথ, জেলা কারাগার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখা, জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, সুজন নওগাঁ জেলা কমিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সরকারি-বেসরকারি সংগঠন, রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।