তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁয় মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিজয়ের মাসে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নওগাঁ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নওগাঁ জেলা শাখার আয়োজনে শহরের কেডির মোড় জননী সমাজ উন্নয়ন সংস্থা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
পরে জননী সমাজ উন্নয়ন সংস্থার হল রুমে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিজয়ের মাসে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নওগাঁ জেলা শাখার সভাপতি বিজয় টিভি ও ভোরের পাতা নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এসময় অন্যান্যর মধ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি দৈনিক লাখো কন্ঠ পত্রিকার নওগাঁ প্রতিনিধি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোহনা টিভি ও দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল যুগ্ম সাধারণ সম্পাদক সহ-সাধারণ সম্পাদক দৈনিক জয়যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি আব্বাস আলী, দৈনিক আমার সংবাদ মহাদেবপুর উপজেলা প্রতিনিধি বরুন মজুমদার, সাংগঠনিক সম্পাদক দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা জয়, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি ফারমান আলী, কোষাধ্যক্ষ সৃষ্টি টিভি, দৈনিক স্বদেশ বিচিত্রা‘র জেলা প্রতিনিধি সুবীর কুমার দাস, দপ্তর সম্পাদক দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মধুমতি টিভির,দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি সজিব হোসেন, আইসিটি সম্পাদক আজকের দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি ফায়সাল আহম্মেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পিবিএ নিউজ এজেন্সি ইউনুস আলী ফাইম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক দৈনিক বিজনেস বাংলাদেশ জেলা প্রতিনিধি তমাল ভৌমিক, আইন উপদেষ্টা সিবিএস টেলিভিশনের জেলা প্রতিনিধি ও আজকের দেশ সংবাদ বার্তা সম্পাদক তৌফিক আহম্মেদ, গণ্যমাধম্য বিষক সম্পাদক দৈনিক দেশবার্তা জেলা প্রতিনিধি সরদার মাহমুদ হক (উত্তাল), কার্য্য নির্বাহী সদস্য দৈনিক সোনালী সংবাদ মহাদেবপুর উপজেলা প্রতিনিধি গোলাম রসুল বাবু, দৈনিক অবজারভার জেলা প্রতিনিধি মোঃ ওবায়দুল হক, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি লোকমান আলী, দৈনিক মহাস্তানগড় জেলা প্রতিনিধি আতাউর শাহ, দৈনিক আলোকিত সকাল সাপাহার উপজেলা প্রতিনিধি হাফিজুল হক প্রমূখ সহ বিএমএসএফ জেলা শাখার অন্যান্য সদস্য বৃন্দ ও জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং স্থানীয় গন্যম্যান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তাগণ দেশের প্রতি মহান মুক্তিযুদ্ধের অসমী অবদান রাখায় বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও কৃতজ্ঞা জানিয়ে এবং সংগঠনের সফলতা নিয়ে এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষা, নির্যাতন প্রতিরোধ ও ন্যায় বিচারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং সাংবাদিকদের মাঝে ঐক্য প্রতিষ্ঠায় সংগঠনের নের্তৃৃবৃন্দ কাজ করবেন।