Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় ২টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী আটক

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর রাণীনগরে ২টি শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী শহিদুল ইসলামকে (২৮) আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার সন্ধ্যায় উপজেলার উপজেলার মিটার গ্রাম থেকে আটক করা হয়েছে। 

আটককৃত শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার দক্ষিণ ইসলামপুর গ্রামের রবু আলী ছেলে। রাজশাহী র‌্যাব-৫ নাটোর (সিপিসি-২) ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মিরাট গ্রামের এক ব্যক্তি অস্ত্র বিক্রির জন্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তেতে কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামকে সাথে নিয়ে সন্ধ্যা ৭ টার দিকে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রামের একটি মোড় থেকে শহিদুল ইসলামকে ২টি শুটারগানসহ আটক করা হয়।

নওগাঁয় ২টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী আটক

অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন আরো জানান, শহিদুল ইসলাম দীর্ঘ দিন থেকে অবৈধ্য অস্ত্র ব্যবসা করে আসছিল বলে র‌্যাবের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে। এ ঘটনায় রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁয় জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

তৌফিক তাপস, নওগাঁ : রাষ্ট্র ও সমাজের সুশাসন প্রতিষ্ঠায় শুদ্ধাচার চর্চা বিকল্প নাই’ প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধায় সুজন নওগাঁ জেলা শাখার উদ্যোগে জেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। 

সংলাপে প্রধান অতিথি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম ফজলে রাব্বী বকু। সংগঠনটির নওগাঁ জেলা শাখার সভাপতি সাংবাদিক মোফাজ্জল হোসেনর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সরদার সালাহউদ্দিন মিন্টু, কাউন্সিলর তানজিন সম্রাট, জেলা আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ব্রুহানি সুলতান গামা, শিক্ষক প্রতাপ প্রমুখ। 

আঞ্চলিক সমন্বয়ক আছির উদ্দিনের সঞ্চালনায় নওগাঁ জেলা সুজনের সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদুন্নবী বেলাল, উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও পূর্ব মান্দা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান প্রমুখ সহ সুজনের অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ পিওর আর্থের সহায়তায় মহাদেবপুরে ৬জন পুরুষ এবং ২জন নারীকে ৪০দিন ব্যাপি চারকোল উৎপাদন ও বাজারজাতকরণ কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে।

প্রশিক্ষিত অংশগ্রহণকারীদের প্রত্যেককে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে যৌথভাবে কারখানা স্থাপন ও ব্যবসা পরিচালনার জন্য দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ উদ্যোক্তাদের সাথে কাজ করছে। এবং প্রশিক্ষিত ৮জন উদ্যোক্তাকে চারকোল কারখানা প্রতিষ্ঠা ও অংশীদারি ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে ৬ লক্ষ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

রাণীনগর থানার ওসি’র মোবাইল নাম্বার ক্লোন করে প্রার্থীদের নিকট অর্থ দাবি

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর রাণীনগর থানার ওসি’র অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে প্রার্থীদের নিকট অর্থ দাবি করছে একটি চক্র। শনিবার সকাল থেকে এই ঘটনা ঘটছে। চক্রটিকে দ্রুত খুঁজে বের করতে কাজ করছে থানা পুলিশ।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ শাহিন আকন্দ বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কিছু দুস্কৃতিকারী তার অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে শনিবার সকাল থেকে বিভিন্ন প্রার্থীদের নিকট অর্থ দাবি করছে। এমন ঘটনা প্রার্থীরা থানায় এসে জানালে বিষয়টি তিনি জানতে পারেন। এ ব্যাপারে প্রার্থীদের সর্তক থাকতে মোবাইল ফোনে এবং প্রত্যেককে সর্তক থাকতে Oc Raninagar ফেসবুক পেজ থেকে সতর্কতা মূলক একটি স্ট্যাটাস দেয়া হয়েছে। 

তিনি আরও জানান, ঘটনা জানার সাথে সাথে উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। দ্রুত চক্রটিকে সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে চক্রটি থেকে সর্তক থাকতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।


শার্শায় ১শ' বোতল ভারতীয় ফেনসিডিলসহ ইজিবাইক চালক আটক

মোঃ সাইদুল ইসলাম, বেনাপোল : যশোরের শার্শায় ১শ' বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ মোঃ মিলন হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ অক্টোবর) সকাল ৯টার সময় শার্শার গোগা টু সাতমাইল এলাকায় ১শ' বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটক মিলন বেনাপোল পোর্ট থানাধীন রাজাপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ মোঃ বদরুল আলম খান বলেন গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শার্শা থানাধীন বসতপুর গ্রামস্থ গোগা টু সাতমাইল এলাকা থেকে ১শ' বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ একজনকে আটক করা হয়। আটক ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়নে কৃষিজাত ফলজ বৃক্ষের সাথে এ কেমন শত্রুতা!!

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়নে কৃষিজাত ফলজ বৃক্ষের সাথে এ কেমন শত্রুতা! জানাগেছে জায়গাজমি নিয়ে বিরোধের জেরে স্থান সিংহপুর গ্রামের মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে মোঃ মনির হোসেন এর আবাদকৃত কৃষিজাত ফলজ বৃক্ষ পেপে, লাউ, কলা,  কুমড়া, ফুঠ ও আমড়া গাছসহ বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ কেটে ফেলে দুষ্কৃতিকারীরা যার মূল্য আনুমানিক মূল্য এক লক্ষ টাকা ।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত মোঃ মনির হোসেন(৪৮) বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগে উল্লেখ করেন ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্ত্বিপাশা গ্রামের মৃত শাহজাহান হাওলাদারের পুত্র তাওহীদ ইসলাম(২৩), মোঃ জসিম উদ্দিন তপ(২৮), মৃত আশ্রাব আলরি পুত্র শাহজাহান হাওলাদার (৫০)সহ অজ্ঞাতনামা ৮/১০ জন সংঘবদ্ধ হয়ে বাদীর জোর পূর্বক ফল ফলাদী নিয়ে যায়।২৫ অক্টোবর দুপুর ৩.৩০টার দিকে  বাদীরন ভোগ দখলীয় সম্পত্তিতে কৃষিজাত ফলজ বৃক্ষ পেপে, লাউ, কলা,  কুমড়া, ফুঠ ও আমড়া গাছসহ বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ কেটে নিয়ে যায় এবং আনুমানিক এক লক্ষ টাকার ক্ষয় ক্ষতি করে।

অভিযোগের ভিত্তিতে ঝালকাঠির অফিসার ইনচার্জ পুলিশ কর্মকর্তা খোকন হাওলাদারকে তদন্তের দায়িত্ব প্রদান করেন। দায়িত্ব প্রাপ্ত পুণিশ কর্মকর্তা বৃহস্পতিবার ২৭ (অক্টোবর) সকালে ঘটনা স্থলে তদন্তে যান।

পুলিশ কর্মকর্তা খোকন হাওলাদার জানান, “বাদী বিবদীর মধ্যে জমিজমা নিয়ে বিরোধ আছে। ইতিপূর্বে গাছ কাটাকাটি নিয়ে মামলা হয়েছিল এবং চার্জশীটও হয়েছে। বর্তমানে বাদী মো: মনির হোসেনের অভিযোগ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি এবং বাদী বিবাদতীর সাথে আলাপ আলোচনা করেছি। বিবাদীগন জমির কাগজপত্র নিয়ে আজ(৩০অক্টোবর) হাজির হওয়ার কথা ছিল কিন্তু তারা আজ হাজির হয়নি। বিবাদীগন আমাকে ফোনে জ্বর হয়েছে বলে আসতে পারবে না বলে জানিয়েছে।"

২নং বিবাদী মো: জসিম উদ্দিন তপু জানান, বাদী মো: মনির হোসেনের অভিযোগ অসত্য ও মিথ্যা। বাস্তবে অভিযোগে বর্ণিত ঘটনা আদৌ ঘটে নাই।

ঝালকাঠি সিটিজেন সোসাইটি’র আহ্বায়ক কমিটি গঠন

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও সামাজিক সংগঠন “ঝালকাঠি সিটিজেন সোসাইটি” এর ৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দেশীভোজ রেস্টুরেন্টের হলরুমে ডাঃ জহিরুল ইসলাম বাদলের সভাপতিত্বে ও শহীদ রাজা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অমরেশ রায় চৌধুরীর সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় আলোচনা পর্যালোচনা শেষে ডাঃ জহিরুল ইসলাম বাদলকে আহ্বায়ক, রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চুকে যুগ্ম আহ্বায়ক, প্রভাষক অমরেশ রায় চৌধুরীকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।এছাড়াও ঝালকাঠি উদ্বোধন স্কুলের সিনিয়র শিক্ষক (ইংরেজি) এ.কে.এম.  মনজুরুল  হক, সফল নারী  উদ্যোক্তা পিনু আক্তার নদী, নারী নেত্রী নাজমা আক্তার ও ব্যবসায়ী ও সমাজসেবক গৌতম হাওলাদা কে সদস্য  হিসেবে মনোনীত করা হয়েছে।

সভায় আগামী দেড় মাসের মধ্যে আনুষ্ঠানিক কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও ১লা নভেম্বর থেকে আগ্রহী ব্যক্তিদের মধ্যে সদস্য ফরম বিতরণের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget