Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

সন্দ্বীপ ইউনিয়ন পরিষদ নির্বাচন


মিলাদ মুদাছ্ছির সন্দ্বীপ : কিছু কিছু কেন্দ্র ছাড়া প্রায় সব কেন্দ্রেই সকাল থেকে ব্যাপক ভোটার উপস্থতির মধ্য দিয়ে শুরু হয় ভোট। কিছু কিছু কেন্দ্রে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা জানা যায়। সরেজমিনে মুছাপুর ৯নং ওয়ার্ডে গিয়ে দেখা যায় ব্যাপক ভোটার উপস্থিতি। পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সাথে সাথে ভোটারের ভিড় বাড়তে থাকে। মুছাপুর ৯নং ওয়ার্ডের পুরুষ বুথ গুলোর প্রধান প্রিসাইডিং কর্মকর্তা ছিল  উপজেলা সমবায় কর্মকর্তা জনাব আজিম উদ্দিন। পুরুষ বুথ গুলোর পুলিং এজেন্টদের সাথে কথা বলে জানা যায় পুরুষ বুথ গুলোতে সুষ্ঠ ভোট হচ্ছে। অন্য দিকে মহিলা বুথ গুলোর প্রধান প্রিসাইডিং ছিলেন উত্তর সন্দ্বীপ কলেজের শিক্ষক আনোয়ার হোসেন। কিন্তু তার বিরুদ্ধে বেশ কিছু প্রার্থী নির্দিষ্ট প্রার্থীর পক্ষে পক্ষপাতিত্ব করার অভিযোগ পাওয়া যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায় কোন প্রার্থীর এজেন্ট কার্ড ছাড়াই কয়েকজন যুবক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার পাশে দাড়িয়ে রয়েছে।

হারামিয়া ৭নং ওয়ার্ডে গিয়ে দেখা যায় সুন্দর উৎসবমুখর নির্বাচন হচ্ছে। মেম্বার প্রার্থী আহসানের ইসলামের নির্বাচন সমন্বয়ক জাল ভোট হচ্ছে বলে অভিযোগ তুললে ও তার এজেন্টরা কোন জাল ভোট সনাক্ত করতে পারেনি।

হারামিয়া ৫ নং ওয়ার্ডে গিয়ে দেখা যায় ভোটার উপস্থিতি একদম কম। হারামিয়া ৫ নং ওয়ার্ডের ভিতরে গেলে মেম্বার প্রার্থী মুহাম্মদ করিম (সাবেক মেম্বার) এর পুলিং এজেন্ট জানায় সকালে ভয় ভীতি দেখিয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রায় এক ঘন্টা তাদেরকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি।


হারামিয়া ৮ নং ওয়ার্ডে বেলা ১২ টা বাজে গিয়ে দেখা যায় ভোটারেরা শৃংখলা বজায় রেখে ভোট দিচ্ছে। 

হারামিয়া ৮ নং ওয়ার্ডের প্রিসাইডং কর্মকর্তা ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা জনাব মেজবাহ উদ্দিন আহমেদ। তিনি সুন্দর ও সুস্থ নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেন।

হারামিয়া ৪ নং ওয়ার্ডে ভোটার উপস্থিতি সন্তোষজক দেখা গেলেও ভিতরের পরিস্থতি অত্যন্ত ঢিলে ঢালা ছিল।


বেলা ১২.৩০টা পর্যন্ত হারামিয়া ৬ নং ওয়ার্ডে সুষ্ঠ নির্বাচনের চিত্র দেখা গেলে ও তার পরে জোরপূর্বক জালভোট গ্রহণের কথা জানা যায়।

উল্লেখ্য, হারামিয়া ৬ নং ওয়ার্ডে ২ প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিল আপন ২ভাই।


অন্যন্য ইউনিয়নের বেশ কিছু ওয়ার্ডে বিচ্ছিন্নভাবে ধাওয়া পাল্টা ধাওয়া সহ বিভিন্ন অনাকাংখিত ঘটনার কথা জানা যায়। বিশেষ করে আমান উল্লাহ ইউনিয়নের নৌকার প্রার্থী তার প্রতদ্বন্দ্বী সত্বন্ত্র প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ করেছেন।


বেলা ৪টায় ভোট গ্রহণ শেষে ফলাফল আসতে শুরু করে। ফলাফল: গাছুয়া ইউনিয়ন পরিষদ থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ আবু হেনা নৌকা প্রতীকে পেয়েছেন ৬৪৪২ ভোট। নিকটতম স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান পেয়েছেন ৮৮০ ভোট। রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ ফরিদুল মাওলা (কিশোর) পেয়েছেন ২৬৩১ ভোট ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল পেয়েছেন ৬৭৫ ভোট।

আজিমপুর ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী মোঃ রকি আনারস প্রতীকে পেয়েছেন ৬৬৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান মোঃ আবদুল আজিজ পেয়েছেন ৪০২ ভোট। মাকসুদূর রহমান পেয়েছেন চশমা প্রতীকে ২৮৭ ভোট। মাইটভাঙ্গা ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে আওয়ামীলীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মিজানুর রহমান পেয়েছেন ৮৪০৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমাঈল হোসেন মনি পেয়েছেন ৩৪৪ ভোট।

মুছাপুর ইউনিয়নে নৌকা প্রতীকের আওয়ামীলীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল খায়ের (নাদিম) সাড়ে চার হাজার ভোটের ব্যবধানে নিকটতম স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইদ্রিস আলমকে পরাজিত করেন বলে জানান আবুল খায়ের নাদিমের প্রধান নির্বাচনী এজেন্ট আরিফুল ইসলাম আরজু। হরিশপুর ইউনিয়নে আওয়ামীলীগের আবুল কাশেম মোল্যা নৌকা প্রতীকে ২০২৮ ভোট পেয়ে জয়লাভ করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম আনারস প্রতীকে পেয়েছেন ১৩৭ ভোট।

আমানউল্যা ইউনিয়ন থেকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম আনারস প্রতীকে ১৮৪০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মাহবুবুল আলম নওশাদ নৌকা প্রতীকে পেয়েছেন ৩২৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহাদাত চৌধুরী পেয়েছেন ২১৫ ভোট। সন্তোষপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন(জাফর) নৌকা প্রতীকে জয় লাভ করেছেন। তিনি পেয়েছেন ৩৯৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফজলুল করিম আনারস প্রতীকে পেয়েছেন ১৮৩৪ ভোট। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন বাউরিয়া ইউনিয়ন থেকে সাবেক এমপি দ্বীপবন্ধু আলহাজ্ব মুস্তাফিজুর রহমান এর ছেলে ও বর্তমান সাংসদ মাহফুজুর রহমান মিতার ছোট ভাই মোহাম্মদ জিল্লুর রহমান, সারিকাইত ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান ফখরুল ইসলাম (পনির), মগধরা ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন ও হারামিয়া ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন।

তাহিরপুরে সরকারি ভাবে ছুটি  না দিলেও বিদ্যালয়ে তালা !


রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সারাদেশের ন্যায় মধুপুর্নিমা উপলক্ষে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা করেছে শিক্ষা অধিদপ্তর ।

এদিকে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি উচ্চ বিদ্যালয় সরকারি ভাবে বন্ধ ঘোষণা করা না হলেও বিদ্যালয়ের শিক্ষকগন ব্যাক্তিগত ভাবে বন্ধ ঘোষণা করেছেন।যার ফলে বিদ্যালয়ে কোন ছাত্র/ছাত্রী আসেনি বিদ্যালয়ে।এমন নেক্কার জনক ঘটনায় এলাকা জুরে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়,বেলা ১১ টা অবধি  বিদ্যালয়ের  প্রতিটি শ্রেণী কক্ষের দরজায়  তালা ঝুলছে।,

কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদেরকে বন্ধের বিষয়ে জিজ্ঞাসা করা হলে,তারা বলে স্যার আমাদেরকে বলেছেন আজ বিদ্যালয়  বন্ধ তাই আজ আমরা বাড়িতেই রয়েছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আমিরুল ইসলামের কাছে বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমি কোন ছাত্র/ছাত্রীদের বিদ্যালয় বন্ধের নোটিশ দেইনি সহকারী শিক্ষকগন বন্ধের ঘোষণা করেছেন।’

তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মিজানুর রহমান বলেন,আজ সারাদেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে তবে মাধ্যমিক বিদ্যালয়গুলো খোলা আছে।আমি কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের বন্ধের  বিষয়টি শুনেছি এব্যপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.রায়হান কবির বলেন,শিক্ষকরা কেন ব্যাক্তিগত ভাবে বিদ্যালয়  বন্ধ ঘোষণা করলেন এ ব্যপাওে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

নওগাঁয় টিটিসি চত্ত্বরে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত


তৌফিক তাপস, নওগাঁ : ‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ প্রতিপাদ্যে নওগাঁয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) চত্ত্বরে ফলজ, ঔষুধী ও সোভা বর্ধণ কৃষ্ণচুড়া গাছ রোপন করা হয়েছে। 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর বৃক্ষ প্রেমিক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল এর ব্যক্তি উদ্যেগে এ সময় ২শতাধিক ফলজ, ঔষুধী ও সোভা বর্ধণ কৃষ্ণচুড়া গাছ রোপন করা হয়েছে। এসময় বৃক্ষ রোপনে অংশ গ্রহন করেন নওগাঁ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) অধ্যক্ষ মোঃ ওহিদুল ইসলাম, পিআইবির প্রশিক্ষক পারভীন এস রাব্বী, অনুসন্ধানী সাংবাদিক জুলফিকার আলী মানিক, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এমদাদুল হক সুমন, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ইনডিপেনডেন্ট টিভি নওগাঁ প্রতিনিধি সাদেকুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক সুলতানুল আলম মিলন,নওগাঁ জেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও মোহনা টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, দৈনিক জয়যুগান্তর পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি আব্বাস আলী, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা, দৈনিক উত্তন কোন পত্রিকার জেলা প্রতিনিধি সজিব হোসেন সহ স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য ইতি পূর্বে সাংবাদিক মাহমুদুন নবী বেলাল নওগাঁ-রাজশাহী মহা-সড়কের সান্তাহার বশিপুর হতে মোহনপুরের কামারপাড়া পর্যন্ত ১ লক্ষ তালের আঁটি রোপনে শত ভাগ সফল করতে ২ বছর ধরে তালবীজ রোপন করছেন। এছাড়াও নওগাঁ রাজশাহী মহ-সড়কের নওহাটা মোড় হতে রানীপুকুর পযর্ন্ত প্রায় ৫কি: মিঃ রাস্তার দুপাশে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও সোভা বর্ধন প্রায় ১০ হাজার গাছের চারা সহ নওগাঁ কোর্ট চত্বরের সামনে প্রায় ২শাধিক ফলদ, বনজ, ঔষধি ও সোভা বর্ধন গাছের চারা ব্যাক্তিগত ভাবে রোপন করে ব্যপক সাড়া ফেলেছে।

অতিমারী দূর্যোগ মোকাবেলায় সফল আওয়ামী লীগ সরকার


তৌফিক তাপস,নওগাঁ : অতিমারী করোনা মোকাবেলা ছিলো অনেক বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে সফল আওয়ামী লীগ সরকার। বিশ্বের যে কোন দেশের তুলনায় এখন ভাল অবস্থানে বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

আজ (২১ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুরে স্থানীয় আওয়ামী লীগের এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী। 

মন্ত্রী আরো বলেন- দূর্যোগে দেশের কোন মানুষকে একবেলাও না খেয়ে থাকতে হয়নি। বিএনপির প্রলাপ মিথ্যা প্রমানিত হয়েছে। দেশে এমন ভাবে খাদ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছে যা আগামী দিনেও যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম বর্তমান সরকার। খাদ্যমন্ত্রী বলেন, করোনাকালে সমাজের সব শ্রেণি-পেশার জন্য আর্থিক প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের করোনা ব্যবস্থাপনা বিশ্বের কাছে প্রশংসিত হচ্ছে।

অতিমারী দূর্যোগ মোকাবেলায় সফল আওয়ামী লীগ সরকার
সাধন চন্দ্র মজুমদার বলেন, কৃষকের উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। সার, বীজ ও বিদ্যুৎ কোনো কিছুরই অভাব নেই কৃষকের। কৃষক ধানের ন্যায্যমূল্য পাচ্ছে। করোনাকালে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকায় চাল দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, তৃণমূল কর্মীরাই আওয়ামীলীগের প্রাণশক্তি। দলের ক্রান্তিকালে তারাই এগিয়ে এসেছেন বার বার। অল্প কিছুদিনের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন যিনিই পান, নৌকার প্রার্থীর বিজয়ে নেতাকর্মীদের একতাবদ্ধভাবে কাজ করতে হবে।

বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদের সভাপতিত্বে জনসভায় নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব বক্তব্য রাখেন।

 
নওগাঁর রাণীনগরে ১১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁর রাণীনগর উপজেলার ১১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দেওয়া এসব ল্যাপটপ উপজেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার (২১/০৯/২০২১) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে শিক্ষা কমিটির সভা ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল।

রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, ১১ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কমিটির সদস্যবৃন্দ।
 

বাগমারায় যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন কে ঘিরে সাজ সাজ রব


মোঃ সাইফুল ইসলাম,বাগমারা(রাজশাহী) : রাজশাহীর বাগমারায় আগামী ২৫ সেপেপ্টম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ যুব মহিলা লীগ বাগমারা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে সাজ সাজ রব দেখা দিয়েছে উপজেলা সদর ভবানীগঞ্জে।

বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বাগমারাতেই অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে ত্রি-বার্ষিক সম্মেলন স্থল ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তন সহ এর আশপাশ সেজেছে ভিন্নরুপে।

সম্মেলন উপলক্ষে রাস্তায় নির্মাণ করা হয়েছে তোরণ। সেই সাথে ব্যানার আর ফেস্টুনে যোগ হয়েছে ভিন্নমাত্রা। ডিজিটাল ব্যানারে শোভা পাচ্ছে সম্মেলনের বার্তা।

জানাগেছে, ২০১২ সালের অক্টোবর মাসে রাজশাহী জেলা যুবলীগের এক অনুষ্ঠানে বাগমারা উপজেলা শাখা যুব মহিলা লীগের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দীর্ঘ ৯ বছর পর জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

এরই মধ্যে সম্মেলনের প্রস্তুতি সভাও করেছে উপজেলা যুব মহিলা লীগের বেতৃবৃন্দ। কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনে আরো চমকপ্রদ হবে উপজেলা যুব মহিলা লীগের এবারের ত্রি-বার্ষিক সম্মেলন।

ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন রাজশাহী জেলা যুব মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা নার্গীস শেলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

সম্মাানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, সহ-সভাপতি আদিবা আনজুম মিতা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাস সারওয়ার আবুল।

ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করবেন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন, পরিচালনা করবেন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পারভীন আক্তার।


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget