Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ঝালকাঠির শিক্ষা প্রতিষ্ঠান

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে ঝালকাঠির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ঝালকাঠি পৌরসভার সরকারী হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের  ১০ম শ্রেণির ছাত্রী কায়নাদ  মম। সকালে স্কুলে এসে  দুপুর ১২ টায় স্কুল শেষ বাড়ি ফিরছিল খুশি মনে। এছাড়াও  ক্লাস শেষ করে বন্ধুদের সাথে সেলফি তুলতে দেখা যাচ্ছে অনেককে। এতদিন পর স্কুলে এসে কেমন লেগেছে জানতে চাইলে তাজ বলে, এ যেন ঈদের দিনের মত। ঈদের দিন বন্ধুদের সাথে  দেখা হলে  যেমন আনন্দ হয়, তেমন আনন্দ হচ্ছে আজ। দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরেছি প্রিয় সহপাঠী বন্ধু, শিক্ষকদের সাথে দেখা হয়েছে , এতে টানা দেড় বছর বাড়িতে থাকার কথা ভুলে গিয়েছি। সবার মাস্ক পড়া থাকলেও চিনতে অসুবিদা হয়নি বলে জানায় এ শিক্ষার্থী। শুধু তাজ নয় শত শত শিক্ষার্থীদের মাঝে আনন্দ পরিলক্ষিত করা যায়।

আব্দুল ওহাব গাজি শিশু বিদ্যালয়ে গিয়ে দেখা যায় শিক্ষার্থীদের শরীরের তাপ মাত্রা পরীক্ষা করে ভিতরে প্রবেশ করাচ্ছে। হ্যান্ড ওয়াশ স্প্রে রাখা হয়েছে স্কুল গেটে। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়।

এদিকে ঝালকাঠি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল থেকে বাড়িতে ফেরার পথে আনন্দ উৎসব করতে দেখা যায়। সবার মাঝে অন্যরকম এ অনুভূতি পরিলক্ষিত হয়েছে।

ঝালকাঠি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম জানান, “স্কুল খোলাতে  শিক্ষক-শিক্ষার্থী সকলে খুব খুশি। সকলেই স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করছে। আমরা চাই কোভিট-১৯ মহামারিতে আর যেন কেহ আক্রান্ত না হয়। শিক্ষার্থীরা যেন স্কুলে এসে লেখাপড়া করতে পারে। মানুষের স্বাভাবিক জীপনযাত্রা ফিরে আসুক এ কামনা করছি।”

“ঝালকাঠি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: তুহিন হোসেন জানান, শিক্ষার্থীরা স্কুলে আসতে চায়, ক্লাস করতে চায় এবং আমরাও স্কুলে ফিরে যেতে চাই। আমদের শিক্ষাদান অব্যাহত থাকুক এটাই প্রত্যাশা করছি।”

অভিভাবক মো: হাবিবুর রহমান জানান, “অনেক দিন পর বাচ্চারা স্কুলে যেতে পেরে খুব খুশি এবং আমাদের ভালো  লাগছে। তবে সকলের স্বাস্থ্য বিধি মেনে চলা উচিত।”


ধর্ম বর্ণ নির্বিশেষে মানবকল্যাণই প্রকৃত ঈমানদারের কাজ নেছারাবাদী হুজুর


রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : করোনাকালিন অক্সিজেন সংকটে সম্মুখ সারির যোদ্ধা ও করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবাদানকারী সংগঠন-কে সম্মাননা স্মারক প্রদান ও স্বপ্নপূরণ ইশকুল এর শুভ উদ্বোধন উপলক্ষে  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় নেছারাবাদ দরবার শরীফের আমীরুল মুছলেহীন বিশিস্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা  মু:  খলিলুর রহমান ছোরাবাদী হুজুর বলেন, “ধর্ম বর্ণ নির্বিশেষে মানবকল্যাণই প্রকৃত ঈমানদারের কাজ। যে ব্যক্তি মানব কল্যাণ করে না সেই ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারে না। সকল নবী রসুল গণ মান কল্যাণে কাজ করেছেন। স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থাও মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনাকালিন সময় এরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত মানুষের সেবাদান ও গরীব, নিম¤œবিত্ত মানুষদের মাঝে নামে মাত্র ৫ টাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে। আমি এদের কাজে মুগ্ধ হয়ে আজ এই সংস্থার সদস্য পদ গ্রহন করলাম। একজন কর্মী হিসেবে এই সেবামূলক কাজে নাম লেখালাম । হয়তো ইহার উছিলায় পরকালে আল্লাহর নিকট মুক্তি পেতে পারি।

এস.এস.এস সংস্থার উপদেষ্টা বিশিষ্ট লেখক ও কবি আল আমিন বাকলাই’র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার সভাপতি মো: রিয়াজ খান অশ্রু। এ সময় বক্তব্য রাখেন উদ্বোধন স্কুলের প্রধান শিক্ষক মো: আনিচুর রহমান পলাশ, মাওলানা আ: কাদের ফাউন্ডেশনের সভাপতি ও সমাজ সেবক মো: ছবির হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এড. মো: ইউসুফ আলী মোল্লা, বাস ষ্ট্যান্ড মসজিদের খতিব মাও: সামছুল ইসলাম, সাবেক টিও মো: আমিনুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা সাধারণ সম্পাদক প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে ১৪টি সংগঠনের অক্সিজেন যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। সংগঠনগুলো হলো: মিডিয়া ফোরাম অক্সিজেন জোন, ঝালকাঠি, রক্ত কনিকা ফাউন্ডেশন, দূরন্ত ফাউন্ডেশন, ইয়ূথ এ্যাকশন সোসাইটি( ইয়াস), শামসুন্নাহার ফাউন্ডেশন, আইডিয়াল ইয়ূথ এ্যাকশন সোসাইটি, একতা ক্লাব ও পাঠাগার, হৃদয়ে ঝালকাঠি, আঃ কাদের ফাউন্ডেশন, নবগ্রাম অক্সিজেন জোন(নবগ্রাম),পবিত্র ও শাবাব ফাউন্ডেশন, নলছিটি।


নওগাঁয় আত্রাই নদীতে গোসলে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজ


তৌফিক তাপস,নওগাঁ : নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজ হয়েছেন।রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের আত্রাই নদীর রামচন্দ্রপুর ঘাটে ঘটনা ঘটে। এরই মধ্যে নিখোঁজ স্বামী-স্ত্রীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।আজ রোববার সন্ধ্যা পর্যন্ত তাঁদের খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ ব্যক্তিরা হলেন, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকার পারভেজ হোসেন (২২) তার স্ত্রী মিনি আকতার সোমা (১৮)

নওগাঁয় আত্রাই নদীতে গোসলে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজ
মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ওই দম্পতি রামচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জুয়েলের বাড়িতে বেড়াতে এসেছিলেন। রোববার বেলা একটার দিকে আত্রাই নদে গোসল করতে নেমে তাঁরা নিখোঁজ হন। স্টেশনে ডুবুরি দল না থাকায় রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। বিকেল পাঁচটার দিকে ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধারকাজ শুরু হয়।

স্বজনদের বরাত দিয়ে ওসি আজম উদ্দিন বলেন, নিখোঁজ দুজন নবদম্পতি। দুই মাস আগে তাঁদের বিয়ে হয়েছে। বিয়ের পর পারভেজ হোসেন তাঁর স্ত্রীকে নিয়ে মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুরে খালার বাড়িতে বেড়াতে আসেন।

 

নওগাঁর মহাদেবপুরে টর্চার সেলে নির্যাতনকারী যুবদল নেতা রুহুলকে আটক করেছে র‌্যাব

তৌফিক তাপস,নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে টর্চার সেলে আটকিয়ে রেখে মিঠুন-শ্যামলী দম্পতিকে নির্যাতন ও মাথার চুল কর্তনের মূল হোতা যুযবদল নেতা সেই টর্চার রুহুলকে (৩৪) আটক করেছে র‌্যাব। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া উপজেলার আজির মোড় শাহী মসজিদ সংলগ্ন রুহুলের শশুর বাড়ী এলাকা থেকে তাকে আটক করে। 

এর আগে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা গত বুধবার দিবাগত রাতে মহাদেবপুরে রুহুলের বাসা সংলগ্ন এলাকা থেকে তার অপকর্মের অন্যতম সহযোগী তরিকুল ইসলামকে আটক করে। তার দেয়া তথ্যমতে মামলার ১৯ দিন পর রাজশাহী থেকে র‌্যাব তাকে আটক করে শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টায় মহাদেবপুর থানা পুলিশে সোপর্দ করে। সে উপজেলার দক্ষিণ হোসেনপুর (বোয়ালমারী মোড়) গ্রামের ইট ভাটা ও বয়লার ব্যবসায়ী মৃত আবুল কালামের ছেলে। 

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, বিকেলে তাকে নওগাঁ কোর্টে চালান দেয়া হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীনুল ইসলাম জানান, রুহুলকে ১০ দিনের রিম্যান্ডে নেয়ার জন্য আদালতে আবেদন জানানো হবে। উল্লেখ্য, নজিপুরের নার্সারী ব্যবসায়ী মিঠন চৌধুরী স্ত্রী শ্যামলী রানীকে রুহুলের বাসার টর্চার সেলে চাঁদার দাবীতে তিনদিন আটকিয়ে রেখে নির্যাতন ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগে শ্যামলী রানী বাদী হয়ে গত ২৩ আগষ্ট মহাদেবপুর থানায় রুহুল, তার দুই স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। 

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, মিঠুন-শ্যামলী দম্পতির নির্যাতনের ঘটনা গণমাধ্যমে প্রকাশের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে র‌্যাব তাদেরকে আটকের জন্য তৎপর হয়ে ওঠে। অভিযুক্ত রুহুলের বয়লারে প্রায়ই মাদক ও যৌনকর্মকান্ডের আসর বসতো। রুহুল তার প্রাইভেট কার ব্যবহার করে বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দিত। এসব কাজের বিরোধীতা করলে তাকে নির্যাতনের শিকার হতে হতো। মাদকের আসরে জিম্মি করে অনেকের সর্বস্ব হাতিয়ে নেয়া হতো বলেও উল্লেখ করা হয়। 


নওগাঁয় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা


তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁয় গলায় ফাঁস দিয়ে আফরোজা নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার খাগড়া গ্রামের পুকুরপাড় নামক স্থান থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।  নিহত আফরোজা ফতেপুর পৃর্বপাড়া গ্রামের সজীব হোসেন এর স্ত্রী।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল বলেন, সকালে গলায় ফাঁস দিয়ে আফরোজা নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া যায়। এরপর ৮ টার দিকে নিজ ঘড়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, আত্মহত্যার বিষয়টি রহস্যজনক। তবে কখন আত্মহত্যা করেছে তা জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জুমার নামাজ পড়তে না পারলে কি করবেন


ক্বারী মাওলানা মো: জাহাজ্ঞীর আলম : হে ঈমানদারগণ! জুমার দিন যখন নামাজের জন্য (আজানের মাধ্যমে) আহ্বান করা হয়, তখন তোমরা দ্রুত আল্লাহর স্মরণে ছুটে চল এবং বেচা-কেনা বন্ধ করে দাও। এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্দি করতে পার।’ (সুরা জুমা: আয়াত ৯)। এ আয়াতের মাধ্যমে জুমা আদায় করা মানুষের জন্য আবশ্যক করা হয়েছে। এজন্য প্রতিটি মুসলিমকে অবশ্যই জুমার নামাজ গুরুত্বসহ পড়া উচিত। হাদিসে প্রত্যেকে প্রাপ্ত বয়স্ক ব্যক্তির জন্য জুমা আবশ্যক। 

হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘প্রত্যেক মুসলমানের জন্য জুমার নামাজ আদায় করা ওয়াজিব তথা অপরিহার্য কর্তব্য।’ (নাসাঈ)

আবার জুমার নামাজ ছেড়ে দেয়া মারাত্মক অপরাধ। আল্লাহর বিধানের লঙ্ঘন। কেননা জুমার নামাজ পড়া আল্লাহর নির্দেশ। যারা এ নামাজ ছেড়ে দেয়, তাদের প্রসঙ্গে হাদিসের ভয়বাহ অপরাধ ও শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। হাদিসে এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘যে ব্যক্তি অবহেলা ও অলসতা করে পর পর তিন জুমার নামাজ পড়া ছেড়ে দেবে, মহান আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেবেন।’ (আবু দাউদ)

অন্য হাদিসে এসেছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘যে ব্যক্তি কোনো ওজর এবং অনিষ্টের ভয় ছাড়া জুমার নামাজে অংশগ্রহণ করে না, ওই ব্যক্তির নাম মুনাফিকের এমন দপ্তরে লেখা হয়, যেখান থেকে তার নাম কখনো মোছা কিংবা রদবদল করা হয় না।

জুমার নামাজে মাসবুক হলে

কোনো ব্যক্তি যদি জুমার নামাজ পড়তে এসে এক রাকাআত পায় তবে সে ইমামের সালাম ফেরানোর পর বাকি এক রাকাআত পড়ে নিলেই জুমা আদায় হয়ে যাবে। অনুরুপভাবে কেউ দ্বিতীয় রাকআতের রুকূর আগে ইমামের সঙ্গে নামাজে অংশগ্রহণ করতে পারলে ইমামের সালাম ফেরানোর পর ২ রাকাআত আদায় করলে জুমার নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু যদি কেউ নামাজের দ্বিতীয় রাকআতে রুকুর পর জামাআতে অংশগ্রহণ করে তবে তার এ অংশগ্রহণ জুমা হিসেবে বিবেচিত হবে না। বরং তাকে ইমামের সালাম ফেরানোর পর ৪ রাকাআত নামাজ আদায় করতে হবে।

জামাআতে অংশগ্রহণের সময় জোহরের ৪ রাকাত নামাজ আদায়ের নিয়তে শমিল হবে এবং তা আদায় করে নেবে। হাদিসে এসেছে- হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘যে ব্যক্তি জুমার এক রাকাত পেয়ে যায়, সে যেন আর এক রাকাত পড়ে নেয়। কিন্তু যে (দ্বিতীয় রাকআতের) রুকূ না পায়, সে যেন জোহরের ৪ রাকআত পড়ে নেয়।’ (তাবারানি, বায়হাকি, মুসান্নেফে ইবনে আবি শায়বা)

আর যদি কোনো ব্যক্তি জুমার নামাজ না পায় বা মসজিদে গিয়ে দেখে জুমার নামাজ শেষ হয়ে গেছে তবে ওই ব্যক্তি জোহরের ৪ রাকাত নামাজ পড়ে নেবে। কারণ জামাআত ছাড়া একা একা জুমার নামাজ পড়া যায় না।

যারা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাবে, তারা অবশ্যই মনোযোগ দিয়ে খোতবা শুনবে। কোনো ধরনের কথা না বলে ইমামের খোতবায় গুরুত্ব দিতে হবে। কেননা জুমার খোতবা শোনা মুসল্লির জন্য ওয়াজিব। মনে রাখতে হবে, কেউ কথা বললে, তাকে- ‘চুপ কর’ কথাও বলা যাবে না। হাদিসে এসেছে- হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘ইমামের খোতবা দেয়া অবস্থায় যদি তুমি তোমার সাথীকে বল- ‘চুপ কর’, তাহলে তুমি অনর্থক কথা বললে।

অন্য বর্ণনা এসছে, ‘এ কথাটা বেশি আছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘যে ব্যক্তি কোনো রকম অনর্থক কাজ করল, তার জন্য ওই জুমআয় আর কিছু রইল না।’ সুতরাং মুমিন মুসলমানের উচিত জুমার নামাজ গুরুত্বসহ আদায় করা এবং জুমার খোতবা মনোযোগের সঙ্গে শোনা। একান্তই যদি কেউ নামাজ না পায় তবে জোহরের নামাজ আদায় করে নেয়া।

শিক্ষক, লেখক,ও গবেষক

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget