নরমাল ডেলিভারিতে এক সাথে তিন সন্তানের জন্মদান, সুস্থ আছেন মাসহ সন্তানেরা
আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর ধামইরহাটে বিলকিস বানু (৩৫) নামের এক গৃহবধু একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে কোন অপারেশন ছাড়া নরমালভাবে বাচ্চার জন্ম দেন। তিন সন্তানের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে সন্তান।
বিলকিস বানু উপজেলার আড়ানগর ইউনিয়নের বড়থা নামক গ্রামের ছয়ফুল ইসলামের স্ত্রী। এক সঙ্গে তিন সন্তান জন্ম দেবার খবরটি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এই বিষয়টি নিয়ে ওই এলাকা জুড়ে বেশ আলোড়ন তৈরি হয়।
তিন সন্তানের শারীরিক অবস্থা ভালো হলেও মায়ের শারিরীক অবস্থা অনেকটা খারাপ বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গৃহবধূর পরিবারটি খুবই অসহায়। তিন সন্তানকে প্রতিদিন ১কেজি গাভির দুধসহ বাড়তি খাবার খাবার খাওয়ানোার পাশাপাশি সন্তানদের মাকে ভিটামিন জাতীয় খাবার বেশি বেশি করে খাওয়াতে হবে বলেও জানান তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই মাস পূর্বে প্রসব ব্যাথা জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ওই গৃহবধূ। দীর্ঘদিন চিকিৎসা চলার পরে গতকাল সফলভাবে কোন অপারেশন ছাড়া নরমাল ভাবে পরপর তিন বাচ্চা জন্মলাভ করেছে।
এদিকে অসহায় দম্পতির পাশে দাঁড়িয়ে আর্থিকভাবে সহযোগিতা প্রদানের লক্ষ্যে কাজ করছেন এলাকার সচেতন মহল।