তাহিরপুর সীমান্তে ইয়াবা সহ কারবারী আটক
রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) : তাহিরপুর সীমান্তে মোটরসাইকেল সহ ইয়াবা করবারীকে আটক করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে লাউরগড় বিওপির (৫২০৯৯) হাবিলদার মো. রাহুল আমিনের নেতৃত্বে গোপন সংবাদের মাধ্যমে,নিয়মিত একটি টহল দল সীমান্ত পিলার ১২০৩/৪-এস এর নিকট হতে আনুমানিক ৬শত গজ বাংলাদেশের অভ্যন্তরে। তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড় এলাকা হতে ৭ পিস ভারতীয় ইয়াবা ও একটি মোটর সাইকেল সহ ওই কারবারীকে আটক করা হয়েছে।
আটককৃত ইয়াবা কারবারী উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও গ্রামের মো.সোবহান মিয়ার ছেলে নুরুল হক (২৪)।’
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্নেল মো.তসলিম এহসান (পিএসসি) আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃত আসামিকে তাহিরপুর থানায় হস্তান্তর করা সহ ওই কারবারীর বিরুদ্বে মাদক দমন নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।