Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় বিএমএসএফ’র জেলা কমিটি গঠন


তৌফিক তাপস, নওগাঁ : সাংবাদিকদের পেশার মর্যাদা, দাবি ও অধিকার রক্ষার ১৪ দফা আন্দোলন সফল করতে বিজয় টিভি, ভোরের পাতা নওগাঁ জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেনকে সভাপতি ও মোহনা টিভি, দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলালকে সাধারন সম্পাদক করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ২৩ সদস্য বিশিষ্ট্য নওগাঁ জেলা কমিটি গঠন করা হয়েছে। 

শহরের গোস্তহাটির মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সম্মেলনে সভাপতিত্ব করেন মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম রসুল বাবু। 

কমিটির বাকি সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি দৈনিক সোনালী সংবাদ মহাদেবপুর উপজেলা প্রতিনিধি গোলাম রসুল বাবু, সহ সভাপতি সময় টিভির নওগাঁ জেলা প্রতিনিধি এমআর রকি, সহ-সভাপতি, দৈনিক লাখো কন্ঠের নওগাঁ প্রতিনিধি খোরশেদ আলম, যুগ্ন-সাধারন সম্পাদক ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি এ কে সাজু, দৈনিক জয়যুগান্তরের জেলা প্রতিনিধি আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক দৈনিক ঢাকা প্রতিদিন জেলা প্রতিনিধি সোহেল রানা জয়, দৈনিক নয়াদিগন্ত‘র জেলা প্রতিনিধি আব্দুর রশীদ তারেক, কোষাধ্যক্ষ সৃষ্টি টিভি, দৈনিক স্বদেশ বিচিত্রা‘র জেলা প্রতিনিধি সুবীর কুমার দাস, দপ্তর সম্পাদক দৈনিক গণমানুষের আওয়াজ জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মধুমতি টিভির,দৈনিক জনবাণী‘র জেলা প্রতিনিধি সজিব হোসেন, আইসিটি সম্পাদক পিবিএ নিউজ এজেন্সি ইউনুস আলী ফাইম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক দৈনিক বিজনেস বাংলাদেশ জেলা প্রতিনিধি তমাল ভৌমিক, আইন উপদেষ্টা দি ক্যাপিটাল নিউজ জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রনি, আজকের দেশ সংবাদ বার্তা সম্পাদক তৌফিক আহম্মেদ, কার্য্য নির্বাহী সদস্য  দৈনিক মহাস্তানগড় জেলা প্রতিনিধি আতাউর শাহ, দৈনিক সোনার দেশ মান্দা উপজেলা প্রতিনিধি জিল্লুর রহমার, দৈনিক আমার সংবাদ মহাদেবপুর উপজেলা প্রতিনিধি বরুন মজুমদার, দৈনিক আলোকিত সকাল সাপাহার উপজেলা প্রতিনিধি হাফিজুল হক, দৈনিক করতোয়া নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন, দৈনিক যায়যায় দিন পোরশা উপজেলা প্রতিনিধি এম রইচ উদ্দিন, দৈনিক দেশবার্তা আত্রাই উপজেলা প্রতিনিধি সরদার মাহমুদ হক (উত্তাল) প্রমূখ। 

বিএমএসএফ আশা করে নওগাঁয় গঠিত এ কমিটির নেতৃত্বে ১৪ দফা দাবি আদায়ের আন্দোলন গতিশীল হবে এবং সাংবাদিকদের মাঝে ঐক্য প্রতিষ্ঠায় সংগঠনের নেত্ৃৃবৃন্দ কাজ করবেন। 


 

ময়মনসিংহে বিআরটিএ কার্যালয় থেকে ১৪ জন আটক।

তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহে বিআরটিএ কার্যালয়ে থেকে দালাল চক্রের চৌদ্দ জনকে আটক করেছে ময়মনসিংহ র‍্যাব।
 
ময়মনসিংহে বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৪ জন সদস্যকে আটক করেছে র‍্যাব।  রোববার সকালে র‍্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর আখের মোহাম্মদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
 
আটকের পর দালাল চক্রের সদস্যদের ভ্রাম্যমাণ আদালত সাজা দেন। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মণ। মনোরঞ্জন বর্মণ জানান, আটক ১৪ জনের মধ্যে অভিযুক্ত ১১ জনকে ১১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ ছাড়া অপর ৩ জন মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন থেকে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাঁদের মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে।
মেজর আখের মোহাম্মদ জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিআরটিএ কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সনদ পাইয়ে দেওয়ার নামে সাধারণ গাড়িচালক ও মালিকদের কাছ থেকে অর্থ আদায় করে আসছিলেন।
 
বিআরটিএ ময়মনসিংহ কার্যালয়ের মোটরযান পরিদর্শক সাইফুল কবীর বলেন, ময়মনসিংহ কার্যালয়ের ভেতরে কোনো ধরনের দালালের সম্পৃক্ততা নেই। যাঁরা আটক হয়েছেন, তাঁরা সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে বিআরটিএ কার্যালয়ের বাইরে অপতৎপরতা চালিয়ে আসছিলেন।

বর্ষার বার্তায় নওগাঁর আত্রাইয়ে খলশানি বিক্রির ধুম

সালমান ফার্সী (সজল) নওগাঁ : উত্তরাঞ্চলের মৎস্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলায় বর্ষার আগমনী বার্তায় উপজেলার হাট-বাজার গুলোতে খলশানি বিক্রির ধুম পড়েছে।

বর্ষা মৌসুমের আগেই এবার আত্রাই নদীতে পানি বাড়তে শুরু করেছে। সেই সাথে খাল ও বিলে পানি বাড়ছে। ফলে উপজেলার বিভিন্ন হাট বাজারে দেশী প্রজাতির ছোট জাতের মাছ ধরার গ্রাম বাংলার সহজ লভ্য প্রাচীনতম উপকরণ বাঁশের তৈরি চাঁই বা খলশানি বিক্রির ধুম পড়েছে। উপজেলার হাট বাজার গুলোতে প্রতিদিন শত শত খলশানি বিক্রি হচ্ছে। উপজেলার ঐতিহ্যবাহি সাপ্তাহিক আহসানগঞ্জ হাটের খলশানি পট্টিতে বেচা কেনার জন্য জনসাধারণের উপস্থিতি চোখে পড়ার মতো।

জানাযায়, উপজেলার সিংসাড়া সহ পাশের উপজেলার নিজামপুর, ঝিনা, খট্টেশ্বর, কৃষ্ণপুর-মালঞ্চিসহ বিভিন্ন গ্রামের ঋষি সম্প্রদায়ের লোকেরা তাদের স্ত্রী, পূত্র, কন্যাসহ পরিবারের সকল সদস্যরা মিলে এই অবসর মৌসুমে তাদের নিপুণ হাতে তৈরি করে বাড়ি থেকে নিয়ে এসে উপজেলার আহসানগঞ্জ, কাশিয়াবাড়ি, সুটকিগাছা, পাইকরা, বজ্রপুর, বান্দাইখাড়া, মির্জাপুর-ভবানিপুরসহ বিভিন্ন হাটে বিক্রির জন্য পসরা সাজিয়ে দাঁড়িয়ে থাকে। বাঁশ কটের সুতা এবং তাল গাছের আঁশ দিয়ে তৈরি এসব খলশানি মানের দিক দিয়ে ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অঞ্চল ভেদে বিশেষ করে হাওর অঞ্চলে মাছ শিকারীরা এখন থেকে পাইকারি মূল্যে তা নিয়ে যায়। ফলে এ পেশায় জড়িত পরিবারগুলো বর্ষা মৌসুমে এর কদর বেশিও যথাযথ মূল্য পাওয়ায় মাত্র দুই তিন মাসেই খলসানি বিক্রি করেই তারা প্রায় বছরের খোরাক ঘরে তুলে নেয়। লাভ খুব বেশি না হলেও বর্ষা মৌসুমে এর চাহিদা থাকায় রাত দিন পরিশ্রমের মাধ্যমে খলশানি তৈরি করে তারা বেজাই খুশি। এক দিকে যেমন সময় কাটে অন্য দিকে লাভের আশায় বাড়ির সকল সদস্যরা মিলে খলশানি তৈরি কাজ করে অভাব অনঠনের কবল থেকে একটু সুখের নিশ্বাস ফেলে।

খলশানির কারিগররা এসব খলশানি তৈরিতে প্রকার ভেদে খরচ হয় ১০০ থেকে ২শত টাকা, বিক্রি হয় ১০০ থেকে ৩ শত টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এতে করে খুব বেশি লাভ না হলেও পৈত্রিক এ পেশা ছাড়তে তারা নারাজ। আধুনিকতার উৎকষ্টের তৈরি ছোট জাতের মাছ ধরার সুতি, ভাদায় ও কারেন্ট জালের দাপটের কারণে দেশি প্রযুক্তির বাঁশের তৈরি খলশানি সামগ্রী এমনিতেই টিকে থাকতে পারছে না। কিন্তু জীবনের তাগিদে তারা একেবারে কর্মহীন থাকতেও চায় না। তবে সরকারি বেসরকারী পৃষ্টপোষকতা ও সহযোগীতা পেলে মৌসুমের আগে বেশি পরিমান খলশানি মজুত করতে পারলে ভরা মৌসুমে বেশি দামে বিক্রি হলে লাভ ভালো হয়। 

এ ব্যাপারে উপজেলার একাধিক খলশান বিক্রেতার সাথে কথা বললে তারা জানান, খলশানি তৈরির সামগ্রীর দাম আগের চেয়ে অনেক বেড়েছে। তাই আগের মতো আর লাভ হয় না। দীর্ঘ দিন থেকে বাপ দাদার সাথে এ ব্যবসায় জড়িত তাই ছাড়তেও পাড়ছি না। তারা আরও জানান, বর্ষা এবার আগাম শুরু হওয়ায় খলশানির কদরও বেড়েছে। হাট বাজার গুলোতেও পড়েছে বিক্রির ধুম।


রাজশাহীতে ছেলের ছুরিকাঘাতে পিতা খুন


বিশেষ প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীতে নেশার টাকা না পেয়ে পিতাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার অচিনতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের নাম জুয়েল হোসেন (৫০)। তার মাদকাসক্ত ছেলের নাম মমিনুল ইসলাম পিয়াস (১৭)। ঘটনার পর স্থানীয় লোকজন পিয়াসকে বাড়িতে আটকে রেখে পুলিশে খবর দেয়।

নিহত জুয়েলের স্ত্রী মর্জিনা খাতুন জানান, নেশার টাকা না পেয়ে ছেলে তার বাবা জুয়েলকে ছুরি দিয়ে আঘাত করে। পরে আহত পিতাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মাজাহারুল ইসলাম বলেন, ঘটনার পর স্থানীয়রা খুনী পিয়াসকে বাড়িতে আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ পাঠিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।

 

নওগাঁ জেলা বিএডিসি বীজ ও সার ডিলার এ্যাসোসিয়েশন এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁ জেলা বিএডিসি বীজ ও সার ডিলার এ্যাসোসিয়েশন এর ত্রি-বার্ষিক সম্মেলন ২০২১ইং অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলার পত্নীতলা উপজেলার ঐতিহাসিক দিবর দিঘী চত্ত্বরে জেলা বিএডিসি বীজ ও সার ডিলার এ্যাসোসিয়েশন আয়োজনে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে আঃ বারীক সরদারে সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীজ বিপনন রাজশাহী অঞ্চলের প্রধান মোঃ দেলোয়ার হোসেন। এসময় অন্যান্যর মধ্যে মোঃ জুলফিকার আলী, সিনিয়র সহকারী পরিচালক শাহিন হোসেন, সিনিয়র পরিচালক (ভারপ্রাপ্ত) আতিউর রহমান, অফিস সহকারী বিএডিসি বীজ পৃনার্থ দাস হক, ডিলার এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আমিনুর রহমান, বিএডিসি বৃহত্তর রাজশাহী জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ সহ জেলা বিএডিসি বীজ ও সার ডিলার এ্যাসোসিয়েশন সকল সদস্য, ডিলাররা ও স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। 

পরে জেলা বিএডিসি বীজ ও সার ডিলার এ্যাসোসিয়েশন সকল সদস্যদের সম্পতিক্রমে জেলা বিএডিসি বীজ ও সার ডিলার এ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে মেসার্স কিমা ট্রের্ডাস এর প্রোঃ জিয়াউলহক কালামকে সভাপতি ও মেসার্স বিধান ট্রেডার্স এর প্রোঃ লিটন কুমার দাসকে সাধারণ সম্পাদক হিসাবে নাম ঘোষনা করেন। উক্ত অনুষ্ঠানের সভাপতি ঘোষনা করেন এ কমিটি আগামী তিন বছরের জন্য কাজ করবে। 


নওগাঁর দুবলহাটীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন


তৌফিক তাপস,নওগাঁ : নওগাঁর সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের বালিয়াগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রতাবদহ পর্যন্ত (১.৫ কিমি) সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার(৫ সেপ্টেম্বর)  বিকেলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। 

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুল লতিব বকু, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, দুবলহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মোঃ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ , যুগ্ন সাধারন সম্পাদক মিজানুর রহমান শামিম প্রমুখ। 

দুবলহাটি ইউনিয়নের বালিয়াগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রতাবদহ পর্যন্ত সড়কের সদর এলজিইডির বাস্তবায়ন এই কাজের চুক্তিমূল্য ১কোটি ৩২লাখ ৪৭হাজার ৫৬০টাকা ব্যয় ধরা হয়েছে।

এর আগে সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন দুবলহাটি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং দুবলহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মরহুম ময়েন মেম্বার এর কবর জিয়ারত করেন। 

এসময় জেলা, সদর উপজেলা ও দুবলহাটি ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। 


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget