তাহিরপুরের পর্যটন কেন্দ্রে বেড়েছে পর্যটকদের ভিড় মানছেনা স্বাস্থ্যবিধি
রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) : সারাদেশে দীর্ঘদিন ধরেই (কোভিড-১৯) করোনা ভাইরাসের সংক্রমনের করণে দেশের প্রতিটি পর্যটন কেন্দ্রস্থলে নিষেধাঙ্গা জারি করা হয়েছিলো।এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রতিটি পর্যটন কেন্দ্রে জনসমাগম বন্ধ করে দিয়েছিলো উপজেলা প্রশাসন।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সিথিল থাকায় এবার খুলে দেয়া হয়েছে উপজেলার প্রতিটি পর্যটন কেন্দ্র।তবে এখন প্রতিটি পর্যটন কেন্দ্রে দেখা যাচ্ছে উল্টো চিত্র।যদিও স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্রে যাতায়াতের নির্দেশ করা হয়েছে তবে এখন স্বাস্থবিধি মানার কোন রকম ভালাই নেই পর্যটন কেন্দ্রগুলোতে।করোনা সংক্রমনের আশঙ্কা রয়েছে প্রতিটি পর্যটন কেন্দ্রে।’
এদিকে স্বাস্থবিধি না মেনেই পর্যটকদের উপচে পড়া ভিড় বাড়ছে তাহিরপুর উপজেলার দর্শনীয় স্থান টাঙ্গুয়া হাওর,(শহীদ সিরাজ লেক) যা নিলাদ্রি নামে বেশ পরিচিত,(খাসিয়া) বারেকটিলা, আলহাজ্ব জয়নাল আবেদীন শিমুল বাগান, সীমান্তবর্তী বাগলী ছড়া সহ সকল পর্যটন কেন্দ্রে।স্বাস্থ বিধি মানার কোন রকম চিত্র দেখা যায়নি সেখানে।’
ইঞ্জিন চালিত নৌকা নৌকা দিয়ে পর্যটকগন ঘুরছেন হাওরে।অনেকেই আবার টাঙ্গুয়ার ওয়াচ টাওয়ারে ভিড় জমাচ্ছেন।হাওরের নীল স্বচ্ছ পানিতে সাঁতার কাটছেন মনের সুখে। অন্যদিকে ছোট ছোট নৌকা নিয়ে একে অন্যের গাঁ ঘষে বিভিন্ন ভাবে ছবি তুলছেন এখানেই কোন রকম স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না।
বিভাগীয় শহর সিলেট থেকে ঘুরেতে আসা পর্যটক আব্দুল কুদ্দুস নোমান জানান, তাহিরপুর পর্যটনকেন্দ্র গুলোতে আমি অনেক বার এসেছি। তবে এইবার এসে পর্যটন কেন্দ্রে যা উপলব্ধি করেছি তা হলো অনেকদিন পর পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ায় পর্যটকদের আনাগেনা বেড়েছে। স্বাস্থ্য বিধি মানার মত কোন রকম পদক্ষেপ নেই কারো কাছে।প্রতিটি পর্যটকদের উচিত স্বাস্থ্যবিধি মানা তা না হলে করোনার সংক্রমনের ঝুঁকি বেড়ে যাবে।’
ট্যাকারঘাট (শহীদ সিরাজ) নীলাদ্রী পাড়ের চা বিক্রেতা মো.রতন মিয়া প্রতিবেদককে বলেন,লকডাউন শিথিল করায় গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকদের উপচে পড়া ভিড় জমেছে পর্যটনকেন্দ্র গুলোতে।তবে এখনো পর্যন্ত সচেতনতার কোন চিত্র আমার চোখে পড়েনি।’
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির বলেন,লকডাউন শিথিল থাকায় পর্যটকদের পর্যটন কেন্দ্রেগুলোতে আসতে দেয়া হচ্ছে।তবে পর্যটকদের (কোভিড-১৯) করোনা সচেনতা অবলম্বন করতে হবে।স্বাস্থ্য বিধি না মানা হলে ব্যবস্থা নেয়া হবে।