Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

রানীনগরে গাড়ল পালনে সফল আব্দুল মান্নান

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর রানীনগরে গাড়ল পালন করে সফলতার মুখ দেখছেন উদ্যোক্তা আব্দুল মান্নান। বর্তমানে তার খামারে ছোট-বড় মিলিয়ে প্রাায় ৫০ টি গাড়ল রয়েছে। উদ্যোক্তা আব্দুল মান্নানের বাড়ি উপজেলার মালশন গ্রামে।

মাধ্যমিক পর্যন্ত পড়াশুনা করেছেন আব্দুল মান্নান। তিনি একজন চাউলের ব্যবসায়ী। পাশাপাশি পশু পালনের সিদ্ধান্ত নিয়েছেন। গাড়ল পালনের আগে ছোট একটা প্রশিক্ষণ নিয়েছিলেন কিভাবে সফল হওয়া যায়। তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতেই স্বল্প পরিসরে শুরু করেন গারল পালন। মালশন গ্রামের মাঠে দেখা মিলবে তার খামারটি।

কোনো অভিজ্ঞতা ছাড়াই ২০১৬ সালে মেহেরপুর জেলা থেকে ৪০টি গারল কিনে খামার শুরু করেন। এতে তার খরচ হয় প্রায় লাখ টাকা। আর খামারসহ অবকাঠামো তৈরিতে খরচ হয় প্রায় লাখ টাকা। এই পুঁজি দিয়ে শুরু করে গাড়লের খামার। তার খামারে চারজন কর্মচারী কাজ করে জীবিকা নির্বাহ করছেন। কর্মচারীদের বেতন দেয়া হয় -১২ হাজার টাকা।

ঘাসের চাহিদা মেটাতে আড়াই বিঘা জমিতে লাগানো হয়েছে নেপিয়ার ঘাস। দিনের বেশির ভাগ সময় মাঠে চরে বেড়ায়। এতে খাবারের খরচ অনেকটাই কম হয়। দিনে একবেলা দানাদার খাবার দেয়া হয়। যেখানে গমের ভূষি, ভুট্টা, এ্যাংকর খৈল থাকে। বর্তমানে গো খাদ্যের দাম তুলনামূলক বেশি।

গো খাদ্যের দাম বাড়ায় পশু খামারিরা অনেকটা বিড়ম্বনার মধ্যে পড়েছে। যদি দানাদার খাবারের দাম কম হয় তবে অনেক বেকাররা আবারও খামারের দিকে আগ্রহী হবে।

উদ্যোক্তা আব্দুল মান্নান বলেন, কোন ধরনের প্রশিক্ষণ ছাড়াই খামার শুরু করেছিলাম। প্রথমে যে খামারটি করেছিলাম মাচা না থাকায় বর্জ্যে ঘরের মধ্যে গ্যাস হয়ে গিয়েছিল। এছাড়া ঠান্ডাও লেগেছিল। এতে মাসের মধ্যে রোগবালাই হয়ে অনেক গাড়ল মারা গিয়ে শেষ পর্যন্ত ১৩টি থাকে। পশু ডাক্তার দেখিয়ে কোনো সুফল পাওয়া যায়নি।

কারণ গাড়ল পালনে যে পরিবেশ প্রয়োজন ঠিকমতো তা ছিল না। একারণে রোগে আক্রমণ করে। এজন্য প্রথম দিকে লোকসান গুনতে হয়। পালন করা থেকেই এখন বাস্তব অভিজ্ঞতা হয়েছে। কোন মৌসুমে কি ধরনের পশু নিতে হবে কখন কি ধরনের ভ্যাকসিন দিতে হবে তা পালন করা থেকে অভিজ্ঞতা হয়ে গেছে।

তিনি বলেন, পরবর্তীতে খামারটির অবকাঠামো পরিবর্তন করায় গাড়ল বসবাস করতে স্বাচ্ছন্দবোধ করছে। খামারে বর্তমানে ৫০টি গারল আছে। এর মধ্যে বাচ্চা আছে ১৪টি।

তিন একর জমির ওপর প্রজেক্ট করেছি। যেখানে ছাগল গরু পালনের সিদ্ধান্ত নিয়েছি। তবে ছাগলের চেয়ে গাড়ল পালন অনেকটাই সহজ বলে মনে হয়েছে। যে কোনো পরিবেশে গাড়ল পালন করা সম্ভব। দানাদার খাবারের দাম যদি কমানো হয় অনেক বেকাররা খামার করতে আগ্রহী হবে।

খামারের কর্মচারী আব্দুল মতিন কুদ্দুস বলেন, তারা প্রায় তিন বছর থেকে খামারে কাজ করছেন। সারা বছরই এখানে কাজ করা যায়। অন্য কোথাও কাজ করার প্রয়োজন হয় না। এখানে কাজ করে যে বেতন পাওয়া যায় তা দিয়ে সংসার ঠিকমতো চলে যায়।

 

  

ঝালকাঠির নলছিটিতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৩দিন ব্যাপী দেয়ালিকা প্রদর্শনী'র উদ্বোধন

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৩দিন ব্যাপী দেয়ালিকা প্রদর্শনী'র উদ্বোধন  করা হয়েছে।জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে "ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শোকের ৪৬" শিরোনাম নলছিটি পৌরসভার বাসস্ট্যান্ড বিজয় উল্লাস চত্বরে তিনদিন ব্যাপী দেয়ালিকা প্রদর্শনীর আয়োজন করেছে তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশন। 

১৪ আগস্ট শনিবার বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার।

এ সময় উপস্থিত ছিলেন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ'র সিনিয়র শিক্ষক ও নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস, এস এস পি'র সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম পলাশ, তারুণ্যের নলছিটির কনভেনর খালেদ সাইফুল্লাহ,কো কনভেনর তাহমিদ আল মাহফুজ,মাহাবুব তালুকদার,আরাফাত হোসেন। পৌর কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ তমাল,  দপ্তর সম্পাদক রাব্বি খলিফা, সাঈফ,মেহেদী হাসান প্রমুখ।

নলছিটিতে জাতির জনক বঙ্গবন্ধুর মুজিবুর রহমান'র প্রতি শ্রদ্ধা জানাতে দেয়াল পত্রিকার প্রদর্শনী এই প্রথম। তারুণ্যের নলছিটি'র এ ধরনের আয়োজন বিভিন্ন মহল সাধুবাদ জানিয়েছেন। কনভেনর খালিদ সাইফুল্লাহ জানান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনকের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তারা এটি করেছে। এই প্রদর্শনী আগামী ৩ দিন চলবে। বঙ্গবন্ধু প্রেমী যে কেউ বঙ্গবন্ধুকে নিয়ে তাদের লেখা এই দেয়াল পত্রিকায় প্রদর্শন করতে পারবেন।


ঝালকাঠিতে দুস্থ শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ


রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠিতে ৩শ দুস্থ শিশুর মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন তরুন সমাজসেবক ও শহর যুবলীগের যুগ্ম আহবায়ক ছবির হোসেন। শনিবার দুপুর ১টায় শহরের বধ্য ভূমিতে তিনি এ খাবার বিতরণ করেন। করোনাকালীন সময় এর আগেও তিনি শহরের বিভিন্ন স্পটে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন। 

খাবার বিতরণ অনুষ্ঠানে ছবির হোসেন বলেন, "করোনা পরিস্থিতি স্মাভাবিক না হওয়া পর্যন্ত তিনি ঝালকাঠি শহরের দুস্থ মানুষের পাশে থাকবেন।" উল্লেখ্য ছবির হোসেন এসব সামাজিক কর্মকান্ড ছাড়াও হতদরিদ্র এক গৃহহীন বৃদ্ধকে ঘর তুলে দেয়া ও অনেককে পুজি দিয়ে ব্যবসা করতে সাহায্য করেছেন।

নওগাঁয় ছাত্রলীগের মশক নিধন কর্মসূচি

আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, জেলা ছাত্রলীগের উদ্যোগে, জেলা ছাত্রলীগের উপ শিক্ষা পাঠচক্র বিষয়ক সম্পাদক, মোঃ সোহেল রানার সৌজন্যে মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ শনিবার ১৪ আগস্ট সকাল ১১ ঘটিকায় নওগাঁ শহরস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে শুরু করে নওগাঁ শহরের  বিভিন্ন যায়গায় মশা নিধন স্প্রে করে মুক্তির মোড় শহীদ মিনার প্রাঙ্গণে এসে দুপুর ১ ঘটিকায় কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।

মশক নিধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্র লীগের সহসম্পাদক মোঃ শাহজালাল সোহান, নওগাঁ পৌর ছাত্র লীগের, শাকিল হোসেন, উপগণ শিক্ষা বিষয়ক সম্পাদক, রাকিবুল ইসলাম রকি, পৌর ছাত্র লীগের ইসতিয়াক আহমদ রবি, মোঃ সাব্বির আহমেদ, মোঃ শিহাব প্রমূখ।

সাংবাদিক রিগানকে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ ও ডিসিকান্ডে অভিযুক্তদের চাকরীচ্যুত করুন বিএমএসএফ

ডেস্ক নিউজ :  সংবাদ প্রকা‌শের জে‌রে কুড়িগ্রামে ডিসিকান্ডে নির্যা‌তিত সাংবা‌দিক আ‌রিফুল ইসলাম রিগান‌কে বিনা অপরা‌ধে মোবাইল কো‌র্টের না‌মে ধ‌রে নি‌য়ে নির্যাতন, সম্মানহানি  ও মিথ‌্যা মামলা দি‌য়ে কারাভোগ করা‌নোয় তা‌কে ৫০ কো‌টি টাকা ক্ষ‌তিপূরণ প্রদানসহ ওই ঘটনায় জড়িত সা‌বেক ডি‌সি সুলতানা পারভীনসহ জ‌ড়িত কর্মকর্তা‌দের  চাকরিচ্যুত করার দা‌বি জা‌নি‌য়ে‌ছে বিএমএসএফ। সাংবাদিকদের মর্যাদা, দাবি ও অধিকার আদায় ভিত্তিক জাতীয় সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে।

শনিবার ১৪ আগষ্ট গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফ এই দাবি করে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, সাংবা‌দিক রিগান‌কে নির্যাত‌নের ঘটনায় সং‌শ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক বিভাগীয় মামলায় যে বিচার করা হয়েছে তা লঘুদন্ড ও বিচা‌রের না‌মে প্রহস‌নের নামান্তর। সরকারকে বিষয়টি পুণ:বিবেচনা করারও আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, বিনা অপরাধে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে নির্যাতন ও ভ্রাম্যমান আদালতের নামে কারাদণ্ড দেয়ার ঘটনার বিভাগীয় মামলায় কুড়িগ্রামের তৎকালীন ডিসি সুলতানা পারভীনসহ সকল আসামী দোষী সাব্যস্ত হওয়ায় তাদের বিরুদ্ধে বিভিন্ন দন্ডের আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। দন্ডসমূহ: ১. সাবেক ডিসি সুলতানা পারভীন এর বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) ২ বছরের জন্য স্থগিত করা হয়েছে।

২. এনডিসি রাহাতুল ইসলামের ৩টি ইনক্রিমেন্ট কর্তন করা হয়েছে।

৩. আরডিসি নাজিম উদ্দিনকে ডিমোশন দিয়ে নিম্নধাপে নামানো হয়েছে।

৪.  সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমাকে চাকরিচ্যুত করার সুপা‌রিশ করা হয়েছে।(তবে রিন্টু বিকাশ চাকমার চাকুরিচ্যুতির প্রজ্ঞাপন জারি এখনও হয়নি)।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ওই সকল বেহায়া, লোভী, অপদার্থ, কান্ডজ্ঞানহীন কর্মকর্তাদের চাকরীচ্যুতির দাবি করা হয়েছে। আলোচিত ডিসিকান্ডে এটি লঘুদন্ড করা হয়েছে। এটি কোন বিচার হতে পারেনা। সাংবাদিক রিগানকে অকথ্য নির্যাতন, কারাভোগ এবং সামাজিক মর্যাদা ক্ষুন্নের অভিযোগে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার দাবি করা হয়েছে। 

বিএমএসএফের পক্ষ থেকে আরো বলা হয়, সাংবাদিকদের সাথে প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় এরুপ ঘটনা ঘটেই চলছে। কোনটা প্রকাশ পায় আবার কোনটা প্রকাশ পায়না। তাই রিগানের ওপর ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনার মধ্য দিয়ে দৃষ্টান্তমূলক বিচার হোক; এটি সারা বাংলার সাংবাদিকদের চাওয়া।      

 প্রসঙ্গত, ডিসি সুলতানা পারভীনের ব্যক্তিনামে একটি পুকুর সুলতানা সরোবর নামে গড়ে তুলে ছিলো। স্থানীয় লোকজনের বিরোধিতা স্বত্ত্বেও তিনি গড়ে তোলায় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। রিগান এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় ক্ষুব্দ হয়ে ডিসি সুলতানা তার প্রশাসনের একটি বাহিনী তার বাসায় পাঠান। 

তিন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে গঠিত বাহিনী গত বছরের ১৪ মার্চ গভীর রাতে বাংলা ট্টিবিউনের কু‌ড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে তার বাড়ির দরজা ভে‌ঙে ঘর থেকে তু‌লে নি‌য়ে ডিসি অফিসে নিয়ে যায় জেলা প্রশাস‌নের মোবাইল কোর্ট। সেখানে তা‌কে পাশ‌বিক নির্যাতন ক‌রে আধাবোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা উদ্ধা‌রের দা‌বি ক‌রে তাকে ভ্রাম্যমান আদালতের নামে কারাদন্ড প্রদান করে জেলা প্রশাস‌নের মোবাইল কোর্ট। এ ঘটনায় সারাদেশের সাংবাদিকদের প্রতিবাদ ও তোপের মূখে তিনদিনের মাথায় জামিনে মুক্তি পান সাংবা‌দিক রিগান। এ ঘটনায ডিসি সুলতানা পারভীনসহ জড়িতদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় রিগানের দায়েরকৃত ‌ফৌজদা‌রি মামলার তদন্ত প্রতিবেদন দেড়বছরেও আলোর মুখ দেখেনি।

নওগাঁর রাণীনগরে পুলিশের অভিযানে মাদকসহ আটক- ৭


তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর রাণীনগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদ, এ্যাম্পুল ও মাদকসেবি সহ ৭ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ আগষ্ট) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। 

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, উপজেলা জুড়ে মাদক বিরোধী অভিযান চলছিলো। অভিযান চলাকালে রেলগেট এলাকা থেকে ৪৫ পিস এ্যাম্পুলসহ পূর্ব বালুভরা গ্রামের আব্দুর রশিদের ছেলে আইনুল (৪০) ও আত্তাব কাজীর ছেলে রেজাউল ইসলাম লুক্কা (৫০) কে আটক করা হয়। এছাড়া ৬৫ বোতল  দেশীয় চোলাই মদসহ ত্রিমোহনী গ্রামের রনজিতের ছেলে রকি (২২) ও নওগাঁ সদরের চুনিয়াগাড়ি গ্রামের কাজিমের ছেলে জয়লাল (২৮) এবং ৪ লিটার চোলাই মদসহ গুপিনাথপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জালাল উদ্দিন (৩০) কে আটক করে পুলিশ। আটককৃত ওই ৫ জনের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। 

ওসি শাহিন আরো জানান, মাদক বিরোধী অভিযান চলাকালে মাদকসেবি একরামুল হোসেন আকরাম (৩০) কে আকট করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক আকরামকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। 

এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি দুর্গাপুর গ্রামের হামেদ আলীর ছেলে রুবেল হোসেন (৩০) কে আটক করা হয়। তাদের সবাইকে শনিবার (১৪ আগষ্ট) বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget