Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ঝালকাঠিতে প্রতি পক্ষের হামলায় আহত-১


রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠি শহরের ষ্টেশন রোডে পূর্ব শত্রুতার জেরে প্রতি পক্ষের হামলায় ১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ৩ জুলাই এ ব্যাপারে ভুক্তভোগী উপজেলার কৃষ্ণকাঠির খাদেম হোসেন ফকিরে পুত্র আবুল  ফকির(৫২) বাদী হয়ে ঝালকাঠি থানায় এজাহার দায়ের করেন। তিনি এজাহারে উল্লেখ করেন “আসামীরা সন্ত্রাসী ও চাঁদাবাজ প্রকৃতির লোক। তারা আইন কানুনের কোন তোয়াক্কা করে না এবং সালিশ বিচার মানে না। এজাহারে বিবাদী করা হয় ১) মুরাদ (২০) পিতা: মাহবুব মেম্বার ২) মাহবুব মেম্বার, পিতা: মৃত: গনি হাওলাদর, স্টেশন রোড, বন্ধু স্টীল, টিনপট্রি,  ৩) রুবেল(৩৫),  পিতা: মৃত: মতি খান, তরকারী পট্রি, ঝালকাঠি পৌরসভা, ঝালকাঠি আরো অজ্ঞাত ৩/৪ জন রয়েছে যা তদন্ত করলে পাওয়া যাবে।

তিনি আরো উল্লেখ করেন আসামীরা যোগসাজসে আমার ষ্টেশন রোডস্থ মেসার্স স্ট্যান্ডার স্টীল হাউজ দোকানের সামনে রক্ষিত ১২০০(এক হাজার দুইশত) কেজি লোহার এঙ্গেল যার অনুমান মূল্য ৯৫,০০০ (পঁচানব্বই হাজার) টাকা  লেবারের সহযোগীতায় ০১/০৮/২০২১খ্রি: তারিখ সকাল ১০টার দিকে জোরপূর্বক নিয়ে যায়। এরপর সালিশ(স্বাক্ষীগন)  বৈঠকের মাধ্যমে উহা মীমাংসা হয়। উহার জের ধরে অদ্য ০৩/০৮/২০২১ খ্রি: তারিখ সকাল অনুমান সাড়ে ৯টার দিকে উল্লেখিত আসামীগন আমার ছোট ভাই ফলের ব্যবসায়ী (ভিকটিম)  খলিল ফকিরকে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে ১ ও ২ নং আসামী গলায় গামছা লাগিয়ে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করে। এছাড়াও মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ও জখম করে ১নং আসামী ভিকটিমের আম বিক্রির পকেটে থাকা নগদ ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা ছিনাইয়া নিয়ে যায় এবং ৩নং আসামী ১ (এক) ভরি ওজনের গলার চেইন যাহার মূল্য অনুমান ৭২,০০০ (বাহাত্তর হাজার) টাকা ছিনাইয়া নিয়ে যায়। আমার ভাই খলিলের ডাক চিৎকারে এলাকার লোকজন আসলে আসামীরা  প্রানে নাশের হুমকি ধমকি দিয়ে পূর্ব দিকে চলে যায়। পরবর্তীতে আমি খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আমার ভাই খলিলকে আহত অবস্থায় পেলে চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি থাকার উপদেশ দিলে তাকে সেখানে ভর্তি করানো হয়েছে। যার রেজি: নং ১৭২৮/২ তারিখ: ০৩/০৮/২০২১খ্রি: কপি সংযুক্ত।বর্তমানে আসামীগণ আমার পরিবারে সকলকে  বিভিন্ন রকম ভয়ভীতি হুমকি ধমকি দিয়ে আসছে। ফলে আমরা ব্যবসা বাণিজ্য ও স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে পারি না এবং নিরাপত্তাহনিতায় আতঙ্কে জীবনযাপন করছি।”

এ ব্যাপারে ঝালকাঠি থানার এসআই গৌতম জানান, কৃষ্ণকাঠির খাদেম হোসেন ফকিরের পুত্র আবুল  ফকির(৫২) কম্পিউটার টাইপকৃত এক খানা আবেদন পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বিবাদীদের সাথে যোগাযোগ করে কারো কোন বক্তব্য পাওয়া যায়নি। তাদের মুঠোফোন  বন্ধ পাওয়া গেছে।



বাঘের গর্জনে লন্ডভন্ড অস্ট্রেলিয়া,জয়ের সাথে দুটি রেকর্ড গড়লো বাংলাদেশ


অনলাইন ক্রীড়া ডেস্ক : ইনিংসের প্রথম বলেই অ্যালেক্স ক্যারের উইকেট ভাঙলেন মেহেদি হাসান, দ্বিতীয় ওভারের চতুর্থ বলে জশ ফিলিপকে মায়াজালে ফেললেন নাসুম আহমেদ, পরের ওভারের প্রথম বলে ময়সেস হেনরিকসকে বোকা বানালেন সাকিব আল হাসান- মাত্র ১১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে অথৈ সাগরে পড়ে যায় অস্ট্রেলিয়া।এ যেন বাঘের গর্জনে লন্ডভন্ড অস্ট্রেলিয়া।

সেখান থেকে আর তাদের উঠতে দেয়নি বাংলাদেশ দলের বোলাররা। তিন নম্বরে নামা ইনফর্ম ব্যাটসম্যান মিচেল মার্শ চেষ্টা করেছেন অনেক, প্রাণপন লড়েছেন অধিনায়ক ম্যাথু ওয়েডও। কিন্তু আজকের দিনটি ছিল শুধুই বাংলাদেশের স্পিনারদের, বিশেষ করে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। বারবার গর্জন আর একটা করে উইকেট নিচ্ছিলেন বাংলাদেশের বোলাররা।

যার স্পিন ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া, ইনিংস থেমে গেছে মাত্র ১০৮ রানে। সিরিজের প্রথম ম্যাচটি ২৩ রানের ব্যবধানে জিতে বাংলাদেশ পেয়েছে ঐতিহাসিক এক জয়ের স্বাদ। তাও কি না মাত্র ১৩১ রানের সংগ্রহ নিয়ে। আর এ জয়ের মাধ্যমে একসঙ্গে দুইটি রেকর্ড গড়ল বাংলাদেশ।

এতদিন ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে কম রান করে জয়ের রেকর্ড ছিল আরব আমিরাতের বিপক্ষে। ২০১৬ সালের এশিয়া কাপে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই আমিরাতের বিপক্ষে ১৩৩ রান করেও ৫১ রানের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

আজ অস্ট্রেলিয়ার মতো নামী ও বড় দলের বিপক্ষে সেই রেকর্ডও ছাপিয়ে গেল টাইগাররা। নাইম শেখ, সাকিব আল হাসান ও আফিফ হোসেন ধ্রুবর ব্যাটে চড়ে ১৩১ রানের সংগ্রহ দাঁড় করিয়ে, অসিদেরকে ২৩ রানে হারাল বাংলাদেশ। যা এখন বাংলাদেশের সবচেয়ে কম রান ডিফেন্ড করে জয়ের রেকর্ড।

বাঘের গর্জনে লন্ডভন্ড অস্ট্রেলিয়া,জয়ের সাথে দুটি রেকর্ড গড়লো বাংলাদেশ

কাকতালীয় বিষয় হলো, ২০১৬ সালের এশিয়া কাপে আমিরাতের বিপক্ষে ১৩৩ রান করেও জয় পাওয়া ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেদিন ব্যাট হাতে ২৭ বলে ৩৬* ও বল হাতে ৫ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। আর আজ সেই রেকর্ড ভাঙার দিনে তিনিই দলের অধিনায়ক।

বাংলাদেশের সবচেয়ে কম রান ডিফেন্ড করে জয়ের রেকর্ড

১৩১/৭ - বনাম অস্ট্রেলিয়া, ২০২১ (ঢাকা)

১৩৩/৮ - বনাম আরব আমিরাত, ২০১৬ (ঢাকা)

১৪৬/৬ - বনাম আয়ারল্যান্ড, ২০১২ (বেলফাস্ট)

১৪৭/৭ - বনাম শ্রীলঙ্কা, ২০১৬ (ঢাকা)

১৫৩/৭ - বনাম নেদারল্যান্ডস, ২০১৬ (ধর্মশালা)

এদিকে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টিতেও বাঘের গর্জন শোনানোর দিন আরও একটি রেকর্ড হয়েছে বাংলাদেশের। সেটি কুড়ি ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে কম রান করে জয়ের রেকর্ড। যা এতদিন ধরে ছিল নিউজিল্যান্ডের দখলে। তা এখন নিজেদের করে নিল বাংলাদেশ।

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪২ রান করেও ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড। সেদিন জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করতে পেরেছিল অসিরা। আজ সেটিও করতে পারল না তারা। মাত্র ১৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে তাদের ইনিংস থেমে গেছে ১০৮ রানে।

বাংলাদেশের এই ইতিহাসগড়া জয়ের মূল নায়ক বাঁহাতি স্পিনার নাসুম। তিনি নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ১৯ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। যা তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। এর আগের চার ম্যাচে সাকুল্যে ২ উইকেট পেয়েছিলেন তিনি। আজ অসিদের বিপক্ষে এক ম্যাচেই নিলেন ৪টি।

নাসুমকে যোগ্য সঙ্গ দিয়েছেন শেখ মেহেদি হাসান, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামরা। সাকিব ২৪ রানে ১, মেহেদি ২২ রানে ১, শরিফুল ১৯ রানে ২ ও মোস্তাফিজ নিয়েছেন ১৬ রানে ২টি উইকেট। মূলত বোলারদের কাঁধে চড়েই দুর্দান্ত জয়টি পেয়েছে বাংলাদেশ।

নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব উদ্বোধন

সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের জন্য পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (০৩ আগষ্ট) বিকেল সাড়ে ৬টায় নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল বারীর সভাপতিত্বে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার প্রধান অতিথি হিসেবে ল্যাবের কার্যক্রম উদ্বোধন করেন।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, জেলায় প্রায় ৩০ লক্ষ লোকের বসবাস। এতো বড় জেলায় আরটি-পিসিআর ল্যাব না থাকায় করোনা পরীক্ষায় বেশ বিড়ম্বনা হচ্ছিল। জননেত্রী শেখ হাসিনার পরম মহানুভবতায় নওগাঁয় আরটি পিসিআর ল্যাব স্থাপন সম্ভব হয়েছে। এখন থেকে নমুনা পরিক্ষার জন্য আর কাওকে ভোগান্তি পোহাতে হবে না।
মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল বারী বলেন, এই ল্যাবের মাধ্যমে আগামীকাল থেকে প্রথম সিফটে ৯৪জনের নমুনা পরিক্ষা করে তার রিপোর্ট প্রদান করা যাবে। পরবর্তীতে আমরা প্রতিদিন দুই সিফটে করোনা নমুনা পরিক্ষার পরিকল্পনা নিয়েছি। নমুনা দেয়ার ৩-৪ঘন্টার মধ্যে ফলাফল দেয়া সম্ভব হবে বলে মন্তব্য করেন
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নওগাঁ সদর সাংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ ০৬ আসনের সাংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, জেলা প্রসাশক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিঞা, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এ কে এম ফজলে রাব্বী, নওগাঁ সিভিল সার্জন ডা: এ, বি, এম আবু হানিফ প্রমূখ সহ ইলেকট্রিক ও প্রিন্টি মিডিয়া উপস্থিত ছিলেন।

 

নওগাঁ আত্রাই ডিএসবি পুলিশ পরিচয়ে ছিনতাই,আটক করলো জনতা


তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে ডিএসবি পুলিশ পরিচয়ে অসহায় মুদি দোকানদারের কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই জনকে  আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

সোমবার (০২ আগস্ট) বিকাল ৪.০০ ঘটিকার সময় আত্রাই থানাধীন ডুবাই গ্রামস্থ আত্রাই টু সিংড়াগামী পাকা রাস্তার পাশ্বে ঘটনাটি ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী মোঃ আবুল কালাম আজাদ বলেন, অনেক দিন করোনা ভাইরাসের জন্য দোকান খুলি নাই। কিন্তু গত সোমবার দোকান খুলে দোকান পরিস্কার করতে থাকি। হঠাৎ মোটর সাইকেল যোগে দুই জন লোক আমার দোকানে এসে বলে যে আপনি দোকান খুলছেন কেন। আমরা পুলিশের ডিএসবির লোক।  তুমি জানো না লকডাউনে দোকান বন্ধ।আপনি অপরাধ করছেন  তার পাশে থাকা আরেকজন বলেন পিছনে ম্যাজিস্ট্রেট আসতেছে , তোমার জরিমানা হবে ।  এই কথা বলে আমার কাছ থেকে ৫০০০ হাজার টাকা চাইলে আমি  ৫০০ টাকার দুই টা নোট মোট ১০০০ হাজার টাকা দেই।  আমার মামা ওয়াহেদ আমার দোকানের শাটার খুলে আমাকে বলে কি হয়েছে , তখন তারা আমার মামাকে ও ডিএসবি পুলিশ পরিচয় দেয়।  তখন আমাদের সন্ধেহ হলে আমরা তাদের আটক করে আত্রাই থানা পুলিশকে অবহিত করি।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন , ডিএসবি পুলিশ পরিচয়দানকারী ব্যক্তি ১) আসামী   মহাদেবপুরে উপজেলার ঈশ্বর লক্ষীপুর গ্রামের মৃত- আশরাফ আলীর ছেলে মোঃ মোনায়েম হোসেন (৩৪), ও ২) নওগাঁ পাহারপুড় পূর্ব পাড়া গ্রামের মোঃ আসলাম মন্ডলের ছেলে মোঃ রতন আলী (৩০) । খবর পেয়ে সেখানে আমাদের পুলিশ পাঠায়, এবং ঘটনাস্থলে তাদের দেহ তল্লাশী করে ১ টি হিরো হাং মোটর সাইকেল, ০৪ টি এ্যান্ড্রেয়েট মোবাইল ফোন, ০৩ টি বাটন মোবাইল ফোন, ০১ টি বাংলাদেশ পুলিশ লেখা একটি ম্যানি ব্যাগ, বাংলাদেশ পুলিশ লেখা একটি চাবীর রিং, বাংলাদেশ পুলিশ লেখা আইডি কাডের কাভার, একটি লোহার স্প্রিংয়ের তৈরী পুলিশের ব্যবহৃত লাঠি, একটি ছোট টিপ চাকু এবং ৫০০ টাকার দুইটা নোট সহ তাদের জব্দ করা হয়। তিনি আরও জানান, ঘটনায় মোনায়েম হোসেন ও রতনের বিরুদ্ধে একটি মামলা রেকর্ড করা হয়েছে। তাদের দুই জনকেই নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নওগাঁয়  খাদ্যমন্ত্রী দেওয়া বায়োসেপটিক ক্যাবিনেটেই আজ উদ্বোধন আরটি পিসিআর ল্যাব

তৌফিক তাপস,নওগাঁ : নওগাঁয় মঙ্গলবার (৩ আগস্ট) উদ্বোধন হতে যাচ্ছে করোনা পরীক্ষার দীর্ঘ প্রতীক্ষিত আরটি-পিসিআর ল্যাব। এতে বায়োসেপটিক ক্যাবিনেট দিলেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবের উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নওগাঁ সদর আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ও অন্যান্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে এই ল্যাবের উদ্বোধন করা হবে। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উদ্বোধনের পর থেকেই করোনা সনাক্তকরণ পরীক্ষা শুরু হবে। সোমবার সকালে নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গত বছর ল্যাব স্থাপনের অনুমোদন পাওয়া গেলেও বিভিন্ন কারণে এতো দিন সেটি স্থাপনের কাজ ঝুলে ছিলো। আরটি-পিসিআর ল্যাবের গুরুত্বপূর্ণ অংশ বায়োসেপটিক ক্যাবিনেট স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরবরাহ না করায় ল্যাব উদ্বোধন করা যাচ্ছিলো না।

নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) সাংসদ ও মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বায়োসেপটিক ক্যাবিনেট কিনে দিয়েছেন। সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে ইতোমধ্যে ল্যাব স্থাপনের সকল কাজ সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, এ জেলায় প্রায় ৩০ লাখ লোকের বসবাস। এতো বড় জেলায় আরটি-পিসিআর ল্যাব না থাকায় করোনা পরীক্ষায় বেশ বিড়ম্বনা হচ্ছিল।

নওগাঁ থেকে সংগৃহীত নমুনার পরীক্ষা রাজশাহী, ঢাকা ও বগুড়ার বিভিন্ন ল্যাবে করার ফলে ফলাফল পেতে দেরী হচ্ছিল। তবে এখন আর এ সমস্যা থাকবে না।


রেমিট্যান্স কমেছে অর্থবছরের প্রথম মাসে


অর্থনীতি নিউজ ডেস্ক : গত দেড় বছর ধরেই করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বব্যাপী অর্থনৈতিক টানাপোড়েন চলছে। এরপরও রেমিট্যান্স আয় ভালো হয়েছে। গত অর্থবছরের পুরোটা সময় জুড়েই আগের বছরের চেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে হঠাৎ করে রেমিট্যান্স কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে তেমনটাই দেখা গেছে।

এদিকে চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই মাসে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ১৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। যা প্রায় ১৫ হাজার ৯০৭ কোটি টাকা। গত অর্থবছরের শেষ মাস জুনের চেয়ে ছয় কোটি ৯৩ লাখ ডলার কম। এই অঙ্ক গত চার মাসের মধ্যে সবচেয়ে কম।

সোমবার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। এতে উল্লেখ করা হয়, জুলাই মাসে ১৮৭ কোটি ১৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা আগের বছরের একই মাসের চেয়ে প্রায় ২৭ দশমিক ৯৭ শতাংশ কম। আর গত বছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স আহরিত হয়েছে ৪৩ কোটি ১৮ লাখ ডলার এবং বিশেষায়িত দুটি ব্যাংকের মাধ্যমে এসেছে তিন কোটি ২২ লাখ ডলার। আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪০ কোটি ১২ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬১ লাখ ডলারের রেমিট্যান্স।

সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। প্রায় ৫৫ কোটি মার্কিন ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে এসেছে ২২ কোটি ৯১ লাখ ডলার। এছাড়া রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে সর্বোচ্চ ১৯ কোটি ৪৮ লাখ ডলার, সোনালী ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৭৫ লাখ ডলার এবং জনতা ব্যাংকের মাধ্যমে এসেছে পাঁচ কোটি ৯২ লাখ ডলারের রেমিট্যান্স।

২০২০-২১ অর্থবছরে দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে আসে। যা আগের অর্থবছরের (২০১৯-২০) চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরে এক হাজার ৮২০ কোটি ডলার বা ১৮ দশমিক দুই বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল দেশে। অর্থবছরের হিসাবে এ যাবতকালে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ২০২০-২১ অর্থবছরে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৭৮ কোটি ৬ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে। আর গত বছরের জুলাইয়ে এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলার, যা ছিল এক মাসের হিসাবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স।

এ বিষয়ে অর্থনীবিদ অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ বলেন, কোভিডের সংক্রমণ বিভিন্ন দেশে বেড়ে যাওয়ায় আয় কমেছে অনেক শ্রমিকের। আর কোরবানি ঈদের আগে প্রয়োজনটা বেড়ে যায়, তাই টাকা পাঠানোর পরিমাণটাও বেড়েছে। বিশ্ব পরিস্থিতি ভাল হলে শ্রমিকদের আয়ের ক্ষেত্রগুলো স্বাভাবিক থাকলে রেমিট্যান্স আসার পরিমাণ বাড়বে বলে মনে করেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের সব শেষ প্রতিবেদন অনুযায়ী, কোরবানির ঈদের আগে ১৯ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ১৫৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স। ঈদের পর মাসের বাকি ১১ দিনে এসেছে ৩২ কোটি ১৫ লাখ ডলার।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget