Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নাজমুল হুদা ইফান হত্যার অন্যতম আসামী মারুফ মিয়া (২০) র‌্যাবের হাতে গ্রেপ্তার
আল-মামুন খান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের তাড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে নাজমুল হুদা ইফান (১৮) নামের এক যুবককে হত্যার দু’দিনের মাথায় মামলার চার নাম্বার আসামী মারুফ মিয়াকে (২০) র‌্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল গ্রেফতার করেছে।

জানা গেছে, ২৭ জুলাই বুধবার রাত তিনটার দিকে র‌্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল অভিযান চালিয়ে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনী এলাকা থেকে মামলার চার নাম্বার আসামী রমজান মিয়ার ছেলে মারুফ মিয়াকে (২০) গ্রেফতার করে। 

র‌্যাব সূত্রে জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে গত সোমবার রাত ৭টা ১০ মিনিটের দিকে ঘোষপাড়া মোড়ের ফার্মেসী থেকে ঔষধ কিনে আনতে গেলে নাজমুল হুদা ইফানকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। নাজমুল হুদা ইফান তাড়াইল উপজেলার দেওথান গ্রামের জামাল মিয়ার ছেলে। এ ঘটনায় তাড়াইল থানায় হত্যা মামলা দায়ের করার পর থেকেই র‌্যাব ও গোয়েন্দা নজরদারি চালিয়ে এজাহারভূক্ত আসামী মারুফ মিয়াকে (২০) গ্রেফতার করা হয়।

র‌্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট বিএন এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মারুফ মিয়া (২০) এ খুনের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এজাহারভূক্ত পলাতক অন্য আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান  অব্যাহত থাকবে।

নওগাঁর সাপাহারে দেড় কেজি গাঁজা সহ ২ জন আটক


তৌফিক তাপস,নওগাঁ : নওগাঁর সাপাহারে থানা পুলিশের এক বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজা সহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার হরতকী পশ্চিমপাড়া গ্রামের মোজাম্মেলের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও হরতকী পূর্বপাড়া গ্রামের মৃত হানিফের ছেলে সুলতান (৩০)।

মঙ্গলবার (২৭ জুলাই) রাত সোয়া ১১ টার দিকে গোপন সম্বাদের ভিত্তিতে এএসআই রেজোয়ানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার খঞ্জনপুর জংলীফিন্ড তিনমাথা এলাকায় অভিযান চালিয়ে দুইজন কে আটক করে তাদের দেহ তল্লাশির সময় তাদের হাতে থাকা একটি ব্যাগ ও লুঙ্গীর ভাজে অভিনব কায়দায় কালো কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে।

এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ময়মনসিংহে ৫০টি অক্সিজেন সিলিন্ডার অ্যাম্বুলেন্স প্রদান করলেন মসিক মেয়র

তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সিটি মেয়র তার ব্যক্তিগত উদ্যোগে ৫০টি অক্সিজেন সিলিন্ডার ও ফ্রি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন সিটি কর্পোরেশন মেয়র মো.ইকরামুল হক টিটু এবং ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আমিনুল হক শামীম (সিআইপি)।

বুধবার বেলা ১২টায় মমেকহার কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ফজলুল কবীরের হাতে এসব সামগ্রী তুলেদেন মসিক মেয়র ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি।

অনুষ্ঠানে মেয়র টিটু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,করোনা মহামারিতে সারা বিশ্বে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অনন্য নজির স্থাপন করেছে। আর আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ডাকেই পূর্বের মতো করোনার এই অশুভ লগ্নে স্বাস্থ্যসেবা এবং জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ সামনেও করে যাবো।

মেয়র আরো বলেন,আমরা ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশকে দেখেছি যে করোনার সাথে মোকাবেলা করতে না পেরে তারা ভেঙ্গে পড়েছে,তাই আমাদের পরিস্থিতি যেনো সেইরকম না হয় এই দিকে সবাইকে সচেতনতার দৃষ্টি রাখতে হবে।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,আপনারা সর্বাবস্থার সংকটে একটি পথপ্রদর্শক হিসবে কাজ করেন এবং করছেন। এই জন্য আপনাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। আপনারা সামনেও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে করোনা প্রতিরোধ করতে সর্বত্র আগের মতো প্রচার প্রচারণা করে যাবেন।

তিনি আরো বলেন,করোনাভাইরাসের এই সংকটময় মুহুর্তে সবচেয়ে বেশি যে জিনিসটির সংকট দেখা দিচ্ছে সেটি হচ্ছে অক্সিজেন,ময়মনসিংহ মেডিকেলে এর কিছুটা সংকটও রয়েছে তাই আমরা দেরি না করে ৫০টি অক্সিজেন সিলিন্ডার ও একটি ফ্রী অ্যাম্বোলেন্স সার্ভিস প্রদান করেছি।

অনুষ্ঠানে ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ আমিনুল হক শামীম করোনা প্রতিরোধে সকল ব্যবসায়ীদেরক এক যোগে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন,আমরা পূর্বেও সবার পাশে ছিলাম এবং সামনেও থাকবো ইনশাআল্লাহ।

এছাড়াও অনুষ্ঠানে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ চিত্তরঞ্জন দেবনাথ, বিএমএ সভাপতি ডাঃ মতিউর রফমান ভূইয়া, বিএমএ সাধারণ সম্পাদক এইচ এ গোলন্দাজ তারা প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এইচ কে দেবনাথ, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি শংকর সাহা, ময়মনসিংহ জেল মটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান, কোচ বিভাগের পরিচালক সোমনাথ সাহা, ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসকবৃন্দ, প্রমুখ।


ঝালকাঠিতে করোনায় এক নারী ম্যাজিষ্ট্রেটের মৃত্যু

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোসম্মৎ সানিয়া আক্তার (২৯) করোনায় আক্রান্ত হয় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেছেন। তিনি গত ১২ জুলাই থেকে করোনায় আক্রান্ত ছিলেন। তাঁর স্বামী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এইচএম ইমরানুর রহমানও করোনায় আক্রান্ত ছিলেন। সানিয়া আক্তারের শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে বরিশাল শেবাচিম হাসপাাতালের করোনা ইউনিটে ভর্তি করানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতে নাজির আবুল কালাম আজাদ। তাঁর মৃত্যুতে ঝালকাঠির বিচার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোসম্মৎ সানিয়া আক্তারের স্বামী এইচএম ইমরানুর রহমান ঝালকাঠিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মরত আছেন। কক্ষ সংকটের কারণে স্বামী-স্ত্রী একই এজলাস আগে পরে বিচার কার্য পরিচালনা করতেন। সানিয়া আক্তারের বাড়ি নারয়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার হোগলাকান্দা গ্রামে। স্বামী এইচএম ইমরানুর রহমানের বাড়ি বরিশালের মুলাদীতে। তাঁদের কোন সন্তান ছিল না। তবে সানিয়া আক্তার আট মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন। সানিয়া আক্তারের লাশ কোথায় দাফন করা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।

বিচার বিভাগে সদালাপী ও মিষ্টভাষী হিসেবে সানিয়া আক্তারের সুনাম ছিল। তিনি আইনজীবী ও বিচারপ্রার্থীদের সাথে ভালো আচরন করতেন। তিনি ২০১৮ সালের ১ মার্চ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১০ম ব্যাচের বিচারক হিসেবে বিচার বিভাগে যোগদান করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তাঁর মৃত্যুতে জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এবং ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান (রসুল) ও সাধরণ সম্পাদক আঃ সঃ মঃ মোস্তাফিজুর রহমান (মনু)সহ আইনজীবী সমিতির পেশাদার আইনজীবীবৃন্দ শোক প্রকাশ করেছেন।


 

শার্শায় চেয়ারম্যানের ছেলের আত্মহত্যা

মো. রাসেল ইসলাম, বেনাপোল : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইলিয়াছ কবির বকুলের বড় ছেলে আশরাফুল আলম অপু (৩৩) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। 

বুধবার (২৮ জুলাই) রাত ১২ টা ৪৫ মিনিটের দিকে বাগআঁচড়ার নিজ বাসায় এ ঘটনা ঘটে। তিনি এক সন্তানের জনক। তার অকাল অপমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চেয়ারম্যান ইলিয়াছ কবীর বকুল জানান, আমার দুই ছেলে বাসার তিনতলায় স্ত্রী সন্তান নিয়ে থাকে। দুই ভাইয়ের মধ্যে সামান্য কথাকাটির এক পর্যায়ে বড় ছেলে অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। 

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদ ভূইয়া ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শষ্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান। 


নওগাঁয় চাঞ্চচল্যকর ডিস ব্যবসায়ী উজ্জল হত্যাকান্ডের রহস্য উদঘাটন

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁয় চাঞ্চচল্যকর ডিস ব্যবসায়ী উজ্জল হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ধারের টাকা না দিতেই ৩ বন্ধু মিলে খুন করে তাকে। আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানানো হয়।

ব্রিফিং-এ পুলিশ সুপার আব্দুল মান্না মিয়া জানান, নিহত উজ্জল একজন ডিস ব্যবসায়ী ছিলেন। মাঝেমধ্যে নেশা গ্রহনেরও অভ্যাস ছিলো তার। বেশ কিছুদিন আগে তার অন্তরঙ্গ বন্ধু সুজন ও শরিফ উজ্জলের কাছ থেকে ত্রিশ হাজার টাকা ঋণ করেন। সেই ঋণের সুদের টাকার জন্য কয়েকদিন ধরেই চাপ দিচ্ছিলেন উজ্জল।

এমন পরিস্থিতিতে সেটাকা না দিতে ঈদের পরদিন দুপুরে স্থানীয় বাজারে একত্রিত হয়ে উজ্জলকে খুনের পরিকল্পনা করে তারা। সেই অনুযায়ী নেশা নেয়া ও টাকার প্রলোভন দেখিয়ে শনিবার রাতে বিল ভবানীপুর গ্রামের নির্যন বিলে নিয়ে যাওয়া হয় উজ্জলকে। তখন সেখানে সুজন, শরিফ ও রায়হান উপস্থিত ছিলেন।

টাকা লেনদেনের কথাবার্তার এক পর্যায়ে সুজন কৌশলে উঠে গিয়ে পিছন থেকে উজ্জলের গলায় ধারালো ছুরি চালায়। সে চিৎকার শুরু করলে অন্য দুজন তার হাত-পা চেপে ধরে গলা কেটে ফেলে। মৃত্যু নিশ্চিত করার জন্য শরিফের কাছে থাকা আরেক চাকু দিয়ে দু’পায়ের রগ কেটে ফেলা হয়। এরপর খুনিরা লাশ গুমের জন্য একটি পাটক্ষেতে ফেলে আসে উজ্জলের মৃতদেহ।

নওগাঁয় চাঞ্চচল্যকর ডিস ব্যবসায়ী উজ্জল হত্যাকান্ডের রহস্য উদঘাটন
পুলিশ সুপার জানান, ঘটনার পর উজ্জলের মা রহিমা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। সেই সূত্র ধরে এরইমধ্যে ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আরেকজনকে খুঁজতে তৎপরতা অব্যাহত আছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই দিবাগত রাত থেকেই নিখোঁজ ছিলো নওগাঁ সদর উপজেলার বিলভবানীপুর গ্রামের রহিমা বেগমের ছেলে উজ্জল হোসেন। পরদিন সকাল ৯টার দিকে গ্রামের পাশের একটি পাটক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget