Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ঝালকাঠির মোল্লার হাটে বৃক্ষ রোপন কর্মসূচী পালন

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি : ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লার হাট পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক আয়োজিত ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শহীদউল্লাহর সভাপতিত্বে মুজিব শতবর্ষ উপলক্ষে ''বৃক্ষরোপন কর্মসূচি '' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মমন্ত্রণালয়ের অতিঃ সচিব মোঃ আঃ আউয়াল হাওলাদার। তিনি বলেন মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নেয়া বিভিন্ন কর্মসূচির মধ্যে বড় একটি প্রকল্প হচ্ছে সারা বাংলাদেশে বৃক্ষরোপন কর্মসূচি। বাড়ির আংগিনা রাস্তার পাশের জমি, পতিত খালি জমিতে ফলজ ও ঔষধি গাছ লাগানোর জন্য গুরুত্বারোপ করেন। সারা বিশ্বে কোভিট -১৯'র এই মহামারীর সময় প্রাকৃতিক ভাবে অক্সিজেন পাওয়ার জন্য বেশী বেশী করে গাছ লাগানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা স্মরণ করিয়ে দেন। 

বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, " প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, কোভিট -১৯'র প্রাদোর্ভাব, প্রাকৃতিক অক্সিজেন বৃদ্দি প্রকৃতির ভারসম্য রক্ষার জন্য প্রধানমন্ত্রীর নেয়া বৃক্ষরোপন কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান।" বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মোল্লার হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  এ্যাড. কেএম মাহবুবুর রহমান সেন্টু, রানাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেঃ শাজাহান হাওলাদার, সুবিধপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গাফ্ফার খান, আঃ হামিদ মাষ্টার, মেম্বার মন্টু মিয়া, মনির হোসেন, মোঃ কামাল প্রমুখ। 

প্রধানমন্ত্রীর নেয়া বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও স্হানীয় মেম্বারবৃন্দ মোল্লার হাট পুলিশ তদন্ত কেন্দ্রে ও মোল্লার হদুয়া রাস্তায় অসংখ্য বৃক্ষ রোপন করেন।

ময়মনসিংহে লকডাউনের ৪ দিনে ১৪৮৪ মামলায় জরিমানা ৮,৬৩,৪৭৩ টাকা


তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহে করোনাভাইরাস রোধে লকডাউনের পরবর্তী ৪ দিনে সরকার আরোপিত কঠোর লকডাউন অমান্য করায় ২৩ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত ৪ দিনে ময়মনসিংহ জেলা, উপজেলা প্রশাসন ও সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতে মোট ১ হাজার ৪ শত ৮৪ টি মামলায় সাকুল্যে ৮ লক্ষ  ৬৩ হাজার ৪৭৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তন্মধ্যে সোমবার (২৬ জুলাই) সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত একদিনে ময়মনসিংহ জেলা, উপজেলা প্রশাসন ও সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ৩৪০ মামলায় ২লক্ষ ৩৯ হাজার ৭৩০ টাকা জরিমানা আদায় করেছেন।

এ তথ্য নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান, ২৬ জুলাই তারিখে মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে জেলা প্রশাসন ১৪৮ টি মামলায় ৭২,০০০ টাকা, উপজেলা প্রশাসন ১৭৬ টি মামলায় ১,৬২,৩৮০ টাকা, ময়মনসিংহ সিটি করপোরেশন ১৬ টি মামলায় ৫,৩৫০ টাকা জরিমানা আদায় করে। একদিনে সর্বমোট জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ময়মনসিংহ সিটি করপোরেশন মোট ৩৪০ মামলায় ২,৩৯,৭৩০ টাকা জরিমানা আদায় করে।

তিনি আরও বলেন, কঠোর লকডাউন শুরুর পর থেকে চার দিনে ১ হাজার ৪৮৪ মামলার বিপরীতে ৮ লক্ষ ৬৩ হাজার ৪৭৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকার কথাও বলেন তিনি।

তাড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন

আল-মামুন খান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের তাড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাজমুল হুদা ইফান(১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নাজমুল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের দেওথান গ্রামের জামাল খানের ছেলে।

জানা গেছে, সোমবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ঘোঘপাড়া মোড়ে চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন নাজমুল। তখন প্রতিপক্ষের লোকজন নাজমুল হুদা ইফানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে লোকজন নাজমুল হুদা ইফানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাজমুলের বাবা জামাল খান জানান, ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সোমবার বিকেলে ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষ একই ইউনিয়নের ঘোষপাড়া বন্দের বাড়ির ছেলেদের সঙ্গে ঝগড়া হয়। পরে এলাকার মুরুব্বীগন মীমাংসা করার জন্য উদ্যোগ নিয়েছিলো।

তিনি জানান, নিহত নাজমুল হুদা ইফান ঢাকায় তার চাচার দোকানে কাজ করতো। গেল ঈদ-উল-আযহা উপলক্ষে সে বাড়িতে আসে। চলমান লকডাউনের কারণে ঢাকায় যেতে পারেনি।

এ ব্যাপারে তাড়াইল থানার ওসি জয়নাল আবেদীন সরকার বলেন, মলয় রায় নামে একজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর ঘটনার তদন্ত 

সাপেক্ষে আসামি ধরতে অভিযান পরিচালনা করব।

নওগাঁর মহাদেবপুরে ফেন্সিডিল, গাঁজা ও চোলাই মদসহ ৩ জন আটক


তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিল, গাঁজা ও চোলাই মদসহ তিনজনকে আটক করেছে। আজ সোমবার (২৬ জুলাই) দুপুরে তাদেরকে নওগাঁ কোর্টে চালান দেয়া হয়।

মহাদেবপুর থানার ইনচার্জের দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, রোববার (২৫ জুলাই) বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই এমদাদ হোসেন, এসআই সাইফুল ইসলাম, এএসআই আবদুল জব্বার অভিযান চালিয়ে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের শিবরামপুর মোড় এলাকা থেকে একটি অটোচার্জারে রাখা ৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন ও চার্জারের যাত্রী  উপজেলা কমপ্লেক্সের ২ নং গেট সংলগ্ন আত্রাই নদীর বাঁধের বস্তির শামসুল আলমের ছেলে সবুজ হোসেন বাবু (২৮) নামে একজনকে আটক করেন।

এদিন বিকেল ৫টায় এসআই আবু রায়হান, এএসআই শামীম রেজা, এএসআই মনিরুজ্জামান, এএসআই ইউসুফ অভিযান চালিয়ে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের চককন্দর্পপুর গ্রামের ইনছের আলীর ছেলে মাহবুবুল আলম বাবু (২৫) নামে এক যুবককে ৪৯ গ্রাম গাঁজাসহ আটক করেন।

এছাড়া সন্ধ্যা ৬টায় এসআই জয় দাস, এএসআই মনিরুল ইসলাম অভিযান চালিয়ে উপজেলার সফাপুর পাহানপাড়া থেকে ১০ লিটার বাংলা চোলাই মদসহ মিনু পাহানী (৪০) নামে এক নারীকে আটক করেছেন। 

তিনি ওই গ্রামের বিমল পাহানের স্ত্রী। এব্যাপারে মহাদেবপুর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে নওগাঁ কোর্টে চালান দেয়া হয়েছে।

 

করোনা মধ্যে জমে উঠেছে ঝালকাঠির ভীমরুলির পেয়ারার বাজার বেশ দাম‌ও পাচ্ছে চাষীরা

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি :  করোনায় মধ্যে জমে উঠেছে ঝালকাঠির ভীমরুলির পেয়ারার বাজার এবং আগের তুলনায় এখন দাম‌ও বেশি পাচ্ছে পেয়ারা চাষীরা। ২৬ জুলাই সোমবার সকালে ভীমরুলি পেয়ারার মোকাম ঘুরে দেখা যায় ৫/৬ শত টাকা দরে পেয়ারা পাইকারি বিক্রি হচ্ছে। এবং খুচরা ৭/৮ শত টাকা। এবছর যা কিছুদিন আগে ছিল ৩/৪ শত টাকা।
 
মহামারী কোভিড-১৯ প্রভাবে বাংলার আপেলখ্যাত পেয়ারার বাজারে মন্দা চলছিল। জমছিল  না পেয়ারার বাজার। যদিও আগের মত পাইকার ও পর্যটক নাই পেয়ারার হাটে।
 পিরোজপুরের স্বরুপকাঠি, বরিশালের বানারীপাড়ার ও ঝালকাঠির ৩৮ টি গ্রাম জুড়ে দক্ষিনাঞ্চলের সবচেয়ে বড় পেয়ারা বাগান অবস্থিত। তাই দক্ষিণাঞ্চলের হাট-বাজার আর বাগান এলাকা জুড়ে পাকা পেয়ারার মৌ-মৌ গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। পাইকার এবং পেয়ারা চাষিদের বেচা কেনার ধূম চলছে পেয়ারার মোকাম (হাট-বাজার) গুলোতে। 

এ পেয়ারা বাগানে প্রায় ৩৩ হাজার একর জমির উপর এ পেয়ারার রাজ্য। বাংলার আপেল খ্যাত পেয়ারার ভর মৌসুম শুরু হয়েছে বর্তমানে।এশিয়ার বিখ্যাত এ পেয়ারাকে স্থানীয় ভাষায় গৈয়া কিংবা সবরী বলা হয়। তবে জাতীয়ভাবে এটি পেয়ারা নামে পরিচিত। আর পুষ্টিমানের দিক থেকে একটি পেয়ারা ৪ টি আপেলের সমতুল্য বলে কৃষি বিশেষজ্ঞরা অভিমত দিয়েছে। তাই পেয়ারাকে ভালবেসে ‘বাংলার আপেল’ আবার কেউ ‘গরিবের আপেল’  হিসাবে গণ্য  করে। 
 
এখানে প্রতিবছর পেয়ারার মৌসুমে বিপুল পরিমানে সুস্বাদু পেয়ারা ফল উৎপাদন হয়ে থাকে। বাংলার আপেল নামে খ্যাত এ পেয়ারা এখানে প্রচুর উৎপাদন হলেও সংরক্ষণের অভাবে চাষীদের লোকসানের মুখে পড়তে হয় প্রতিবছরই। কারন পেয়ারা দ্রুত পেকে যায়। তাই দ্রুত বিক্রি না করতে পারলে চাষিদেরও পড়তে হয় লোকসানের মুখে।এ বছর পেয়ারায় দেখা দিয়েছে এনথ্রাকনোস নামক এক ধরনের ভাইরাস। যা স্থানীয়ভাবে ছিটপড়া রোগ বলে সনাক্ত করা হয়। সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে সরকারি বা বেসরকারি উদ্যোগ থাকলে মৌসুমী এ ফল পেয়ারা বছর জুড়ে ভোক্তাদের চাহিদা মিটিয়ে চাষীরাও আর্থিকভাবে লাভবান হতো। কিন্তু দীর্ঘদিনেও উদ্যোক্তার অভাবে হিমাগারসহ প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে না উঠায় এবংউৎপাদন খরচ দিন দিন বৃদ্ধি পাওয়ায় চাষীরা পেয়ারা চাষাবাদে আগ্রহ হারাচ্ছে। আষাঢ়, শ্রাবণ ও ভাদ্রের অর্ধেক এই আড়াই মাস জমে উঠে পেয়ারা বেচা-কেনা।পেয়ারা চাষ ও ব্যবসাকে কেন্দ্র করে এসব এলাকায় গড়ে উঠেছে ১০ টিরও বেশি ছোট বড় ব্যবসা কেন্দ্র। স্থানীয়ভাবে বলা হয় পেয়ারার মোকাম। এ মোকাম গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আটঘর, কুড়িয়ানা, ভিমরুলী, ডুমুরিয়া, শতদশকাঠি, বাউকাঠি। প্রতিদিন সকালে এসব মোকামে চাষিরা ছোট ছোট ডিঙি নৌকায় সরাসরি বাগান থেকে পেয়ারা নিয়ে আসে পাইকারদের কাছে। তা কিনে ট্রলার যোগে নৌ পথে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়। এ বছর ফাল্গুনে পেয়ারা গাছে ফুল ধরার পর অতিরিক্ত খড়ায় পানির অভাব দেখা দেয়ায় ফুল ঝড়ার পাশাপাশি অনেক গাছও মারা যায়। অর্থনৈতিক মন্দার কারণে পেয়ারা চাষিরা গাছের গোড়ায় পর্যাপ্ত সার এবং মাটি দিতে পারেনি। কিন্তু তার পরেও এবার পেয়ারার ভাল ফলন হয়েছে। কেটে গেছে চাষিদের দু:শ্চিন্তা।ঝালকাঠির কাঁচাবালিয়া গ্রামের পেয়ারা চাষি নুরু মিয়া জানান,  খড়ার কারণে ফলন ভালো না হওয়ার ভয় ছিলো। উপরওয়ালা সহায় থাকায় পেয়ারার ফলন এবার ভালই হয়েছে।  প্রতিবছর পেয়ারার মৌসূমে বিভিন্ন স্থান থেকে নৌ পথে পেয়ারা বাগানে আসে পর্যটকরা। কিন্তু এবার তার ব্যতিক্রম। করোনারি কারনে তেমন পর্যটক নাই বললে চলে। পেয়ারা বাগানে এসে দেখে মুগ্ধ হয়েছেন বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ হোসেনসহ কয়েকজন সিনিয়র সাংবাদিক।তারা এখান থেকে পেয়ারা কিনেও নিচ্ছেন পরিবার ও আত্মীয়-স্বজনদের জন্য। বছরের পর বছর ধরে পেয়ারা উৎপাদিত এসব এলাকার চাষিদের একমাত্র সমস্যা হিমাগার ও সড়ক পথে যোগাযোগের যথোপযোগী ব্যবস্থা না থাকা।এ ব্যাপারে ঝালকাঠির জগদীশপুর গ্রামের পেয়ারা চাষি নির্মল মিস্ত্রি জানান, প্রতি বছর হিমাগারের অভাবে এসব এলাকার কয়েক কোটি টাকার পেয়ারা নষ্ট হয়ে যায়। কারণ পেয়ারা পচনশীল ফল। তাই দ্রুত পেকে যাওয়ায় তা সংরক্ষণ করে রাখার কোন ব্যবস্থা নেই। মৌসুমে প্রতিদিন প্রায় ১০ হাজার মন পেয়ারা বিক্রি হয়। তবে বাউকাঠি থেকে ভিমরুলী হয়ে কীর্তিপাশা পর্যন্ত সড়ক প্রশস্ত হলে পেয়ারা পরিবহনে সুবিধা হত। প্রায়ই পেয়ারার ট্রাক সরু রাস্তা দিয়ে চলতে গিয়ে রাস্তার কিনারে পড়ে যায়।  ভিমরুলী মোকাম থেকে নৌ পথে খুলনা, ফেনী, ঢাকা, সিলেট, পটুয়াখালি, ভোলা, মাদারিপুর, নাটোর, বরিশাল হাজার হাজার মন পেয়ারা যাচ্ছে। পেয়ারা বাগান ঘুরে জানা গেছে, পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলার আটঘর, কুড়িয়ানা, আদমকাঠী, ধলহার, কঠুরাকাঠি, আন্দাকুল, জিন্দাকাঠি, ব্রাহ্মণকাঠি, আতা, জামুয়া, মাদ্রা, ঝালকাঠি, শশীদ, পূর্ব জলাবাড়ী,আদাবাড়ি ও জৌসার গ্রাম এবং ঝালকাঠি ও বরিশালের বানারীপাড়ার মোট ৩৬টি গ্রামের কয়েক হাজার হেক্টর জমিতে পেয়ারার চাষাবাদ হয়। কয়েক হাজার পেয়ারা বাগানে হাজার হাজার চাষী এ পেয়ারা চাষাবাদ করে আসছে। আর পেয়ারার চাষাবাদ ও বিপণন ব্যবস্থার সাথে ওই সমস্ত এলাকার প্রায় ৭ থেকে ৮ হাজার শ্রমজীবী মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থেকে জীবন-জীবিকা নির্বাহ করে আসছে।

র‌্যাব এর অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদ সহ আটক ৩

 

নওগাঁয় র‌্যাব এর অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদ সহ ৩ জনকে আটক করা হয়েছে। নওগাঁ সদর উপজেলার চাল বাজারে সামনে এক ভবনে গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় এক অভিযান পরিচালনা করে ভবনের ২য় তলা থেকে বিপুল পরিমাণ বাংলা মদ ও মদ বিক্রয়ের নয় হাজার পাঁচশত ছিয়াশট্টি টাকা সহ দুই মদ ব্যাবসায়ি ও মদ কিনতে আসা এক জন মোট তিন জন কে হাতেনাতে আটক করেন র‌্যাব-৫। 

আটককৃত তিন জন হলেন, মদ ব্যাবসায়ি সদর উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত শিরিশ চন্দ্র বিশ্বাস এর ছেলে সুবির চন্দ্র বিশ্বাস (৬৫), বনানী পাড়ার আহম্মেদ আলীর ছেলে ফিরোজ হোসেন (২৬) বাংলা মদ কিনতে আসা খাস-নওগাঁর মৃত ওমর আলীর ছেলে জয়নাল হোসেন (৪৫) কে আটক করে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget