Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় র‌্যাব এর অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদ সহ আটক ৩

সালমান ফার্সী (সজল), নওগাঁ : নওগাঁয় র‌্যাব এর অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদ সহ ৩ জনকে আটক করা হয়েছে। নওগাঁ সদর উপজেলার চাল বাজারে সামনে এক ভবনে গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার  (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় এক অভিযান পরিচালনা করে ভবনের ২য় তলা থেকে বিপুল পরিমাণ বাংলা মদ ও মদ বিক্রয়ের নয় হাজার পাঁচশত ছিয়াশট্টি টাকা সহ দুই মদ ব্যাবসায়ি ও মদ কিনতে আসা এক জন মোট তিন জন কে হাতেনাতে আটক করেন র‌্যাব-৫।


স্থানিয় ও র‌্যাব সূত্রে জানাগেছে, গোপন সংবাদের (গোয়েন্দা তথ্যের) ভিত্তিতে জানতে পারেন যে নওগাঁ চাল বাজারে অনেক দিন থেকে বাংলা মদ সরবরাহ করছেন। এমন তথ্য পেয়ে র‌্যাব-৫, সদর ব্যটালিয়ন স্পেশাল অভিযানিক টিম ঘটনাস্থলে ২য় তলায় একটি অফিস তল্লাসী চালিয়ে দুই মদ বিক্রেতা সহ মদ কিনতে আসা এক জনকে হাতেনাতে আটক করেন র‌্যাব।


আটককৃত তিন জন হলেন, মদ ব্যাবসায়ি সদর উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত শিরিশ চন্দ্র বিশ্বাস এর ছেলে সুবির চন্দ্র বিশ্বাস (৬৫), বনানী পাড়ার আহম্মেদ আলীর ছেলে ফিরোজ হোসেন (২৬) বাংলা মদ কিনতে আসা খাস-নওগাঁর মৃত ওমর আলীর ছেলে জয়নাল হোসেন (৪৫) কে আটক করে।
এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুুতি চলছে।

ময়মনসিংহে করোনা ও করোনা উপসর্গ নিয়ে আরও ২৩ জনের মৃত্যু
তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ও করোনা উপসর্গ নিয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। যা সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়েছে হাসপাতালটিতে। করোনায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। আজ সোমবার (২৬জুলাই) সকালে পাওয়া হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত ২৩ জনের মধ্যে ৯ জন করোনা আক্রান্ত হয়ে এবং ১৪ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ৩শ ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। যা আগের রেকর্ড ভঙ্গ করে নতুন রেকর্ড স্থাপন করেছে। 
 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের আলি ফতেন্নেসা (৬৮), সুক্লা (৬১), হালুয়াঘাটের মোহাম্মদ আলি (৬০), ত্রিশালের সাব্বির (৪২), মুক্তাগাছার লিয়াকত আলি (৬০), গফরগাঁওয়ের বকুলা (৮২), নেত্রকোনা সদরের হামিদা খাতুন (৫২), খালিয়াঝুড়ির শাহজাহান (৫০), গাজীপুরের শ্রীপুররের ফয়েজ বানু (৮০)।
 
এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন-ময়মনসিংহ সদরের মো. সাইফুজ্জামান (৬৪), ফিরোজা খাতুন (৬৫), ইসমাইল (৩৫) ও আব্দুস সিদ্দিক (৬৪), নান্দাইলের রমেসা (৭৮), ত্রিশালের আঞ্জুমান (৭০), ভালুকার তাজুদ্দিন (৪৫), গফরগাঁওয়ের আব্দুস রাজ্জাক (৮০), ফুলপুরের আব্দুল সেলিম (৫০), নেত্রকোনা সদরের পাপিয়া (৩৫), পূর্বধলার আব্দুর রশিদ (৮৫), টাংগাইল সদরের বিনয় কিশ পোদ্দার (৬২) ও মধুপুরের খলিল (৮৫) এবং গাজীপুর শ্রীপুরের নুরুল ইসলাম (৬০)। 
 
ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪শ ৫৬ জন, আইসিইউতে ভর্তি আছেন ১৯জনএদিকে রবিবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় র‌্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ৩শ ৭০ জন। যাদের মধ্যে র‌্যাপিড এন্টিজেন টেস্টে ২শ ৫৫ জন ও আরটিপিসিআর টেস্টে ১শ ১৫জন রয়েছেন।এদিকে জেলার সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ময়মনসিংহ সদরে ১শ ৮০জন, নান্দাইলে ১৪জন, ঈশ্বরগঞ্জে ৫জন, গৌরীপুরে ২২জন, ফুলপুরে ৩২জন, তারাকান্দায় ৫জন, হালুয়াঘাটে ৩জন, মুক্তাগাছায় ৩৪জন,  ফুলবাড়িয়ায় ১৩ জন,  ত্রিশালে ২৪জন, ভালুকায় ২০জন ও গফরগাঁওয়ে ১৮জনের করোনা শনাক্ত হয়েছে।

 
রাজশাহী বাগমারায় অটো ছিনতাইকারী চক্রের সদস্যসহ আটক ৭
বাগমারা, রাজশাহী: রাজশাহীর বাগমারায় অটো ছিনতাইকারী চক্রের সদস্য,চোলাইমদ ও জুয়ারীসহ সাত জনকে আটক করেছে পুলিশ।  শনিবার ও রবিবার  রাতে উপজেলার বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে হলেন, রাজশাহী মহানগরীর তালাইমারি শহীদ মিনার এলাকার এলাকার হাবিবুর রহমানের ছেলে নয়ন আলী (২০) একই এলাকার মৃত মাজেদুর রহমানের ছেলে রাব্বী হোসেন (২৮), 
 
এদিকে  রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার তাহেরপুর পৌর বাসটার্মিনাল থেকে ২ জন জুয়াড়িকে  আটক করে তাহেরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। এই দুই  জুয়াড়িরা হলেন, শহিদুল ইসলাম (২৫) এবং শাহীন আলম (২৫)। তাদের বাড়ি উপজেলার মাড়িয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে। শহিদুল ইসলাম গোয়ালপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে এবং শাহীন আলম একই গ্রামের ভাদু শেখ এর ছেলে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাগমারা থানায় ছিনতাইকারী ও জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। 
 
এদিকে রোববার দুপুরে হাট-গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সইবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মচমইল রাজবাড়িতে অভিযান চালিয়ে চোলাই মদ সহ দুই জনকে গ্রেপ্তার করেন, গ্রেপ্তারকৃরা হলেন শ্রাবণী সরদার (২০) এবং আমিনুল ইসলাম (২৮)।  পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মচমইল রাড়বাড়িতে অভিযান চালিয়ে চোলাইমদ ক্রয়ের সময় উপজেলার সৈয়দপুর চকপাড়া গ্রামের মৃত আব্দুল এর ছেলে আমিনুল ইসলামকে ৬ বোতলমদসহ গ্রেপ্তার করে। পরে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বিদ্যুৎ সরদারের স্ত্রী শ্রাবণী সরদারের ঘর তল্লাসি করে ১৮ বোতল চোলাইমদ উদ্ধার করে পুলিশ। 
 
অপরদিকে উপজেলাা বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের মৃত আব্দুল মোল্লার ছেলে রফিকুল ইসলামকে ওয়ারেন্ট আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের রোববার দুপুর ১২ টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।


 


রেকর্ড জয়ে অধরার স্বাদ পেলো বাংলাদেশ


অনলাইন ডেস্ক : দেশের মাটিতে তিন ফরম্যাটে প্রতিপক্ষকে হারানোর রেকর্ড থাকলেও বিদেশের মাটিতে প্রথমবারের মতো কোনো পূর্ণাঙ্গ সিরিজ জয়ের রেকর্ড করলো বাংলাদেশ। স্বাগতিক জিম্বাবুয়েকে তিন ফরম্যাটে হারিয়ে সেই রেকর্ডের স্বাদ পেলো টাইগাররা।

গত ৭ বছরে ৭ বার বাংলাদেশ সফরে এসেছে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ডের নানা কীর্তি থাকলেও বিদেশের মাটিতে তিন ফরম্যাটে প্রথমবারের মতো জয়ের রেকর্ড করলো বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে গত ২৮ জুন সফরে যায় টাইগাররা। প্রায় একমাসের লম্বা সফরের সময়টা সুখ স্মৃতি নিয়েই দেশে ফিরবে টাইগাররা।

অঘোষিত ফাইনাল। যে দল জিতবে, তারা টি-টোয়েন্টি সিরিজের ট্রফি হাতে তুলবে। এমন এক ম্যাচে বাংলাদেশের সামনে ১৯৪ রানের কঠিন এক লক্ষ্য ছুড়ে দিল জিম্বাবুয়ে। টাইগাররা কি পারবে? শেষ ওভারের আগ পর্যন্ত শঙ্কা কাটেনি।

হারারেতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হেসেছে বাংলাদেশই। ১৯৪ রানের লক্ষ্য তাড়া করে পেরিয়ে গেছে ৫ উইকেট আর ৪ বল হাতে রেখে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।

দেশের মাঠে সর্বোচ্চ রান করেও টি-টোয়েন্টিতে প্রথম সিরিজ জিততে পারেনি জিম্বাবুয়ে। তাদের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে এই সংস্করণে চতুর্থ সিরিজ জিতেছে বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আগের সর্বোচ্চ রান তাড়া করে জয় ছিল দেশের মাটিতে, ২০১৬ সালে ১৬৩ রান পেরিয়ে।

টস জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়েকে উড়ন্ত সূচনা এনে দেন ওয়েসলি মাধেভেরে ও টাডিওয়ানাশে মারুমানি। পাওয়ার প্লেতে দুই জনের ব্যাটে আসে একের পর এক বাউন্ডারি। এক পর্যায় টানা সাত বলে মারেন ছয় চার ও এক ছক্কা।

পাওয়ার প্লের শেষ ওভারে ভাঙে স্বাগতিকদের শুরুর জুটি। মোহাম্মদ সাইফ উদ্দিনকে ক্রস ব্যাটে খেলার চেষ্টায় বোল্ড হয়ে যান মারুমানি। ৬ ওভার স্থায়ী ৬৩ রানের জুটিতে তার অবদান দুটি করে ছক্কা ও চারে ২০ বলে ২৭। 

রেকর্ড জয়ে অধরার স্বাদ পেলো বাংলাদেশ

জুটি ভাঙলেও স্বস্তি মেলেনি। ক্রিজে গিয়েই চড়াও হন রেজিস চাকাভা। দলে ফেরা নাসুম আহমেদকে ছক্কা মারেন সুইচ হিটে, সাকিব আল হাসানকে পুল করে। পরে সৌম্যকে বোলিংয়ে স্বাগত জানান তিনি আরেকটি রিভার্স শটে ছক্কায়।

নুরুল হাসান সোহানের অসাধারণ কিপিংয়ে একটুর জন্য স্টাম্পড হওয়ার হাত থেকে বেঁচে যান চাকাভা। পরে নাসুমকে মারেন টানা তিন ছক্কা। দুর্দান্ত এক যৌথ ক্যাচে থামেন জিম্বাবুয়ের কিপার-ব্যাটসম্যান।

সৌম্য সরকারের অফ স্টাম্পের বাইরের বল স্লগ সুইপে উড়িয়ে মারেন চাকাভা। সীমানায় বলের দিকে টানা চোখ রেখে তা তালুবন্দী করেন মোহাম্মদ নাঈম শেখ। ভারসাম্য হারিয়ে সীমানার ওপারে পড়ে যাওয়ার আগেই বল ছুঁড়ে মারেন পিছন দিকে। কিছুটা দৌড়ে গিয়ে অনায়াসেই তা মুঠোয় জমান শামীম।

৬ ছক্কায় চাকাভা থামেন ২২ বলে ৪৮ রান করে। ভাঙে ৫৯ রানের জুটি। সেই ওভারেই শূন্য রানে সিকান্দার রাজাকে বোল্ড করে দেন সৌম্য।

জিম্বাবুয়ে ক্রিকেট ওভারে দুই উইকেট হারিয়ে একটু কমে জিম্বাবুয়ের রানের গতি। ৩১ বলে পঞ্চাশ ছোঁয়ার পর বেশিদূর যেতে পারেননি মাধেভেরে। সাকিবকে রিভার্স সুইপ করে ধরা পড়েন শর্ট থার্ড ম্যানে। তার ৩৬ বলে খেলা ৫৪ রানের ইনিংস গড়া ৬ চারে।

দৃঢ় ভিত কাজে লাগাতে পারেননি ডিওন মায়ার্স। তিন চারে ২১ বলে তিনি করেন ২৩। শেষের দিকে দুই ছক্কা ও তিন চারে ১৫ বলে ৩১ রানের বিস্ফোরক ইনিংসে দলের রান দুইশর কাছে নিয়ে যান রায়ান বার্ল।

বড় রান তাড়ায় শুরুতেই নাঈমকে হারায় বাংলাদেশ। সৌম্য ও সাকিবের ব্যাটে শুরুর ধাক্কা সামাল দিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। লুক জঙ্গুয়েকে পরপর দুই ছক্কা মেরে সেই ওভারে আবার ছক্কার চেষ্টায় ফিরেন সাকিব। ভাঙে ৩২ বল স্থায়ী ৫২ রানের জুটি। বাঁহাতি অলরাউন্ডার ১৩ বলে করেন ২৫ রান।

বলের গতি কমিয়ে রেখে বাংলাদেশের ব্যাটসম্যানদের বেঁধে রাখার পরিকল্পনা করেন জিম্বাবুয়ের বোলাররা। আগের ম্যাচের মতো এবার গায়ের জোরে ছক্কার চেষ্টায় যাননি সৌম্য ও মাহমুদউল্লাহ। দুই জনে এক-দুই নিয়ে খেলার ফাঁকে গ্যাপ খুঁজে বের করেছেন বাউন্ডারি।

জঙ্গুয়েকে চার মেরে ৪০ বলে ফিফটি স্পর্শ করেন সৌম্য। ২৮ বলে আসে তার সঙ্গে মাহমুদউল্লাহর জুটির পঞ্চাশ।

আগের সেরা ৬২ ছাড়িয়ে সৌম্য যেন ভুলে গেলেন পরিকল্পনার থাকা। জঙ্গুয়েকে গায়ের জোরে ছক্কার চেষ্টায় দেন ক্যাচ। ভাঙে ৩৫ বল স্থায়ী ৬৩ রানের জুটি। ৪৯ বলে এক ছক্কা ও নয় চারে ৬৮ রান করে ফিরেন বাঁহাতি ওপেনার। 

ক্রিজে গিয়ে প্রথম বলেই ছক্কা মারেন আফিফ হোসেন। খানিক পর আরেকটি দারুণ শটে আসে ছক্কা। তবে এরপরেই ফিরেন ওয়েলিংটন মাসাকাজার বলে বোল্ড হয়ে।

প্রথম ১২ বলে ২০ রান মাহমুদউল্লাহ হঠাৎ করেই ভুগতে শুরু করেন টাইমিং পেতে। পঞ্চদশ ওভারে ব্লেসিং মুজারাবানিকে খেলেন টানা চারটি ডট। পরে অবশ্য টেন্ডাই চাতারাকে ওড়ান ছক্কান। মুজারাবানির করা ১৯তম ওভারে কট বিহাইন্ড হয়ে ফিরেন বাংলাদেশ অধিনায়ক। ২৮ বলে তিনি করেন ৩৪ রান।

বাঁকি কাজটুকু শেষ করেন মারকুটে ব্যাটসম্যান শামিম হোসেন পাটোয়ারি। সে ১৫ বলে ঝড়ো গতির ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে জয়ের বন্দরে পৌঁছে দেন বাংলাদেশকে। তার ইনিংসে ছিল ৬টি চারের মার।

 

ঝালকাঠিতে চোরাইকৃত মালামালসহ আটক ১

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠিতে চোরাইকৃত মালামাল সহ ১ চোরকে আটক করেছে পুলিশ। ২৪ জুলাই দুপুর ১২ টায় ঝালকাঠি পৌরসভাধীন উত্তর কিস্তাকাঠি  লতিফ মাঝির চায়ের দোকানের সামনে আবাসন  ব্রিজের গোড়ায় জনতার হাতে চোরাই মালামালসহ আটক করা হয়। 

পরে স্থানীয় লোকে ঝালকাঠি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে চোরাই মালামালসহ চোরকে আটক করে। এ ঘটনায় ঝালকাঠি পৌরসভার কাঠপট্রি এলাকার মৃত কার্ত্তিক চন্দ্রের পুত্র বিধান হাওলাদার বাদী হয়ে ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৩ তারিখ ২৫/০৭/২০২১ খ্রী:। 

এজাহারে বাদী উল্লেখ করেন ২৩ জুলাই দিবাগত রাতে যেকোন সময় তাহার কাঠপট্রিস্থ ফার্ণিচারের দোকান চুরি হয়। চুরিকৃত মালামাল নৌকা যোগে নেয়ার সময় কোন কারনে নৌকা ডুবে যায়। তখন স্থানীয় লোকজনের কাছে নলছিটি উপজেলার উত্তর কাঠিপাড়া গ্রামের রুস্তম হাওলাদারের পুত্র মোঃ আলমগীর (৩৮) চোরাই মালামালসহ আটক হয়ে গণ ধোলাইর শিকার হয়। 

আটক আলমগীর জানায় এ ঘটনার সাথে তার সঙ্গে ঝালকাঠি শহরের পুরাতন কলাবাগানের হাবিব এর পুত্র রনি (২৩), সঞ্জয়(৩৫) কাঠিপাড়া এলাকার আপাং হাওলাদারের পুত্র রাজু(২০) জড়িত রয়েছে। 

উল্লেখিত আসামীদের নাম এজাহার ভুক্ত করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে হ্যান্ড ড্রিল, ব্যাটারী, তার, পেলেনার মেশিন, রাউডার, ওয়াটার লেবেল, কাঠ মিস্ত্রী দের বিভিন্ন যন্ত্রপাতিসমূহ।

ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান জানান, একটি ফার্ণিচার দোকানের চোরাই মালামালসহ মোঃ আলমগীর নামে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

তাড়াইল মডেল প্রেসক্লাবের কমিটি গঠন


আল-মামুন খান, কিশোরগঞ্জ : ‘দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা' এই প্রতিপাদ্যকে ধারণ করে প্রবীণ ও নবীনের সমন্বয়ে কিশোরগঞ্জের 'তাড়াইল মডেল প্রেসক্লাব' এর কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, রোববার (২৫ জুলাই) বিকাল ৫ টায় তাড়াইল মডেল প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত সব সদস্যের সম্মতিতে আগামী দুই বছর মেয়াদে তাড়াইল মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 

দৈনিক ইত্তেফাক তাড়াইল উপজেলা প্রতিনিধি আলি কায়সার খান কামাল'কে সভাপতি এবং দৈনিক আমাদের নতুন সময় ও দৈনিক শতাব্দীর কন্ঠ'র তাড়াইল উপজেলা প্রতিনিধি  রুহুল আমিন’কে সাধারণ সম্পাদক করা হয়েছে।  

কার্যনির্বাহী কমিটির অন্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- 

সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম ভুঁইয়া, সহ-সভাপতি আবদুল হাকিম রানা, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আবু তাহের ভুঁইয়া মরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম রুবেল, কোষাধ্যক্ষ হুমায়ূন রশিদ জুয়েল, দপ্তর সম্পাদক রাজু শিকদার, সমাজ কল্যাণ সম্পাদক আল মামুন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল মোমেন এবং সম্মানিত সদস্য দেলোয়ার হোসেন খান, আবদুল হাই, অনিক পাল।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget