Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

বুদ্ধি প্রতিবন্ধী ভাইকে খুঁজতে গিয়ে নিখোঁজ বোন পুকুরে মিলল তাদের লাশ

তৌফিক তাপস নওগাঁ : নওগাঁ শহরে বাঙ্গাবাড়িয়া র এক পুকুর থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে শহরের বাঙ্গাবাড়িয়া র বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন বাঙ্গাবাড়িয়া এলাকার ভাড়াটে মালয়েশিয়া প্রবাসী শাওন ইসলামের মানসিক প্রতিবন্ধী ছেলে রাসেল (১৬) এবং তার বোন সুমি (১০)। তাদের পৈত্রিক নিবাস জেলার ধামইরহাট উপজেলার লস্করপুর গ্রামে।

নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক মাহফুজুর রহমান জানান, শাওন ইসলাম মালয়েশিয়ায় চাকরি করতে যাওয়ার পর থেকে তার স্ত্রী রাবেয়া খাতুন সন্তানদের নিয়ে নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়ায় বাসা ভাড়া নিয়ে দুই সন্তান সহ বসবাস করছেন।

শনিবার দুপুরে রাসেল বাসা থেকে বের হবার পর না ফেরায় তাকে খুঁজতে বের হয় তার ছোট বোন সুমি।

দুজনই দীর্ঘ সময় বাসায় না ফিরলে তাদের খোঁজাখুজি শুরু হয়। এক পর্যায়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পুকুরের পাড়ে সুমির সান্ডেল পাওয়া যায়।

বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় ইউডি মামলার প্রক্রিয়া চলছে বলে জানান মাহফুজুর রহমান।


ময়মনসিংহের ত্রিশালে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক


তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশাল আজ শনিবার উপজেলার ২য় পর্যায়ের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। 

এ সময় আশ্রয়ণ প্রকল্পের ঘরের সঠিক উচ্চতা,মাটির নিচের লেয়ার,নির্মাণ সামগ্রী, ঘরের ভিত্তি পরীক্ষা করে দেখা হয়। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক,ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান,ত্রিশাল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মতিন সরকার,ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলাম,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ ছানোয়ার হোসেন,উপজেলা প্রকৌশল অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সদস্যসহ স্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এছাড়া উপজেলা পরিষদ সভা কক্ষে আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়নে "উপজেলা টাস্কফোর্স" কমিটির সদস্যবৃন্দের সাথে জেলা প্রশাসক ময়মনসিংহ মোহাম্মদ এনামুল হক মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মূক্তাগাছায় প্রধানমন্ত্রীর উপহার গৃহ-নির্মাণকাজ পরিদর্শন করেন সংস্কৃত বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ


তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীনদের জন্য জমিসহ ঘর নির্মিত হচ্ছে। যে প্রকল্পটির সাথে মাননীয় প্রধানমন্ত্রীর আবেগ অনুভূতি জড়িত রয়েছে। 

আজ শনিবার (১২ জুন) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি প্রকল্পটি পরিদর্শণ করেন। জমির প্রকৃতি ও ঘরের নির্মাণকাজের মান ভলো হওয়ার কারণে সন্তোষ প্রকাশ করেন তিনি। তাছাড়াও ভূমিহীনদের মাঝে এ সময় তিনি ত্রান বিতরণ করেন। 

মাননীয় প্রধানমন্ত্রীর এ প্রকল্প নিয়ে কাজ করতে পারাটা আনন্দ ও গর্বের বিষয় বলে মনে করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। তিনি আরও বলেন ধীরে ধীরে সকল ভূমিহীন এ প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে, যা প্রক্রিয়াধীন আছে।

সে সময় উপস্থিত ছিলেন, আবদুল্লাহ আল মনসুর উপজেলা নির্বাহী অফিসার,মাসুদ রানা,সহকারী কমিশনার ভূমি,আরব আলী,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মোহাম্মদ দুলাল আকন্দ, অফিসার ইনচার্জ, মুক্তাগাছা থানা এবং আকবর আলী সরকার, চেয়ারম্যান ৪নং কুমারগাতা ইউনিয়ন প্রমূখ।

রাণীনগরে সাংবাদিকের পুকুরে বিষ প্রয়োগে ৬ লক্ষাধীক টাকার মাছ নিধন


তৌফিক তাপস নওগাঁ : নওগাঁর রাণীনগর উপজেলার জেঠাইল গ্রামে সাহাজুল ইসলাম নামে এক সাংবাদিকের পুকুরে বিষ প্রয়োগ করে ৬ লক্ষাধীক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে জেঠাইল গ্রামে তার চাষকৃত পুকুরে এই বিষ প্রয়োগের ঘটনাটি ঘটেছে। 


সাহাজুল জেঠাইল গ্রামের মৃত আসাদ আলীর ছেলে এবং দৈনিক চাঁদনী বাজার পত্রিকার রাণীনগর প্রতিনিধি।



সাহাজুল ইসলাম জানান, নিজ গ্রামে একটি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। শুক্রবার (১১ জুন) রাতে পুকুরে খাবার দিয়ে ঘুমিয়ে পরেন। সকালে উঠে দেখতে পান কে বা কাহারা শত্রুতা বসত পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে ওই পুকুরে থাকা প্রায় ৪৫-৫০ মন সিং, মাগুড় ও রুই মাছ মরে ভেসে উঠেছে। এতে তার ৬ লক্ষাধীক টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। 


এ ব্যাপারে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আর্জেন্টিনার কোপা আমেরিকার দল ঘোসনা


ডেস্ক নিউজ : করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় খেলতে পারেননি বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচে। তবে কোপা আমেরিকার দলে ফিরেছেন আর্জেন্টিনার প্রথম পছন্দের গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। বাদ পড়েছেন মিডফিল্ডার লুকাস ওকাম্পোস।দুদিন বাদে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার জন্য দল দেওয়ার সময় শেষ হয়ে যাওয়ায় আগে কোপা আমেরিকার আয়োজক কনমেবলের কাছে ২৮ সদস্যের নাম পাঠায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। পরে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টার পর আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করে তারা।

 

গত এক সপ্তাহে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বাছাইয়ের দুটি ম্যাচের দল থেকে বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য নাম ২৬ বছর বয়সী ওকাম্পোস। চিলির বিপক্ষে ১-১ ড্র ম্যাচের শুরুর একাদশে ছিলেন তিনি। কলম্বিয়ার বিপক্ষে ২-২ ড্র ম্যাচে অবশ্য খেলার সুযোগ পাননি সেভিয়ার এই মিডফিল্ডার।

 

বাংলাদেশ সময় গত বুধবার সকালে হওয়া কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে বেকায়দায় মাথায় ও কাঁধে আঘাত পেয়েছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। বেশ কিছুক্ষণ চিকিৎসা চলার পর স্ট্রেচারে মাঠ ছেড়েছিলেন তিনি। তার কোপা আমেরিকায় খেলা নিয়েও জেগেছিল শঙ্কা। তবে আসন্ন এই আসরে তাকে দলে রাখা হয়েছে।

 

চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে থাকা লুকাস আলারিও ছিলেন কনমেবলের কাছে পাঠানো তালিকায়। পরে তাকে বাদ দিয়ে দলে রেখেছে রিভার প্লেটের হুলিয়ান আলভারেসকে।

 

বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার ভোর তিনটায় চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘বি গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ প্যারাগুয়ে, উরুগুয়ে ও বলিভিয়া।

 

আর্জেন্টিনা দল:

 

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট) এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), আগুস্তিন মার্চেসিন (পোর্তো), হুয়ান মুস্সো (উদিনেজ)

 

ডিফেন্ডার: গনসালো মনতিয়েল (রিভার প্লেট), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), লুকাস মার্তিনেস কুয়ার্তা (ফিওরেন্তিনা), লিসান্দ্রো মার্তিনেস (আয়াক্স), নাহুয়েল মোলিনা (উদিনেজ), ক্রিস্তিয়ান রোমেরো (আতালান্তা), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), হেরমান পেস্সেইয়া (ফিওরেন্তিনা)

 

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (বেতিস), রদ্রিগো দে পল (উদিনেজে), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস দোমিনগেস (বোলোনিয়া), মার্কোস আকুনা (সেভিয়া), আলেহান্দ্রো গেমেস (আতালান্তা), আনহেল দি মারিয়া (পিএসজি)

 

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), সের্হিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), নিকোলাস গনসালেস (স্টুটগার্ট), হোয়াকিন কোররেয়া (লাৎসিও), লুকাস আলারিও (বায়ার লেভারকুজেন), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ)

নিয়ামতপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

তৌফিক তাপস, নওগাঁ : নিয়ামতপুরে যৌতুকের দাবিতে মোসাঃ রাজিয়া সুলতানা (২৬) নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী বিরুদ্ধে। এ ব্যাপারে শনিবার স্বামী রকিব হোসেনসহ পাঁচজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাবা।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত মহির উদ্দিন মাষ্টারের ছেলে মোঃ রকিব হোসেনের সাথে দেড় বছর পূর্বে একই উপজেলার একই ইউনিয়নের একই গ্রামের মোঃ আনিছার আলীর মেয়ে রাজিয়া সুলতানার বিয়ে হয়। বিয়ের সময় রাজিয়া সুলতানার পরিবার ইতিপূর্বে যৌতুক বাবদ নগদ ২ লক্ষ টাকা দেয়া হয়। 

এর পর গত ৮ জুন মঙ্গলবার বেলা ১টার সময় আরও পাঁচ লক্ষ টাকা যৌতুক দাবি করে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলেন ওই গৃহবধূর স্বামী। কিন্তু রাজিয়া সুলতানা তাতে অস্বীকৃতি জানালে তার ওপর স্বামীর নির্যাতন বেড়ে যায়। 

এক পর্যায়ে রকিব হোসেন ও তার মা, ভাইরা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে রাজিয়া সুলতানা জ্ঞান হারিয়ে ফেলে। রকিব হোসেন ও তার পরিবারের সদস্যরা রাজিয়া সুলতানাকে মৃত ভেবে বাড়ীর পাশে কচু ক্ষেতে ফেলে চলে যায়। প্রতিবেশীরা জানতে পেরে তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ভুক্তভোগীর পিতা আনিছার আলী জানান, পাঁচ লক্ষ টাকা যৌতুকের দাবিতে জামাই রকিব হোসেন ও তার মা-দু ভাই, ভাইএর স্ত্রী আমার মেয়ে রাজিয়া সুলতানাকে বেদম মারধর করে আসছে। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি আমি।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে অভিযুক্ত রকিব হোসেন যৌতুকের দাবি অস্বীকার করলেও স্ত্রীকে মারধর করার কথা স্বীকার করেন।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান, অীভযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget