বুদ্ধি প্রতিবন্ধী ভাইকে খুঁজতে গিয়ে নিখোঁজ বোন : পুকুরে মিলল তাদের লাশ
তৌফিক তাপস নওগাঁ : নওগাঁ শহরে বাঙ্গাবাড়িয়া র এক পুকুর থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেলে শহরের বাঙ্গাবাড়িয়া র বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন বাঙ্গাবাড়িয়া এলাকার ভাড়াটে মালয়েশিয়া প্রবাসী শাওন ইসলামের মানসিক প্রতিবন্ধী ছেলে রাসেল (১৬) এবং তার বোন সুমি (১০)। তাদের পৈত্রিক নিবাস জেলার ধামইরহাট উপজেলার লস্করপুর গ্রামে।
নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক মাহফুজুর রহমান জানান, শাওন ইসলাম মালয়েশিয়ায় চাকরি করতে যাওয়ার পর থেকে তার স্ত্রী রাবেয়া খাতুন সন্তানদের নিয়ে নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়ায় বাসা ভাড়া নিয়ে দুই সন্তান সহ বসবাস করছেন।
শনিবার দুপুরে রাসেল বাসা থেকে বের হবার পর না ফেরায় তাকে খুঁজতে বের হয় তার ছোট বোন সুমি।
দুজনই দীর্ঘ সময় বাসায় না ফিরলে তাদের খোঁজাখুজি শুরু হয়। এক পর্যায়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পুকুরের পাড়ে সুমির সান্ডেল পাওয়া যায়।
বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় ইউডি মামলার প্রক্রিয়া চলছে বলে জানান মাহফুজুর রহমান।