Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf



দেশে ভয়ঙ্কর নতুন মাদক "এলএসডি "

তৌফিক তাপস : ঢাবি ছাত্রের মৃত্যু তদন্তে মাদকের সন্ধান মেলে।

ফেসবুকে দুটি গোপন গ্রুপআপনার আব্বা এবংবেটার ব্রউরি অ্যান্ড বিয়ন্ড খুলে এই মরণ নেশার ব্যবসা করছিল।

টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে পেপ্যাল মেইলের মাধ্যমে টাকা পাঠিয়ে নেদারল্যান্ডস থেকে এলএসডি  কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমদানি করতো।


দেশে প্রথমবারের মতো ভয়ঙ্কর নতুন মাদক (LSD) - এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড)

জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ডিবি বলছে, এই মাদকগুলোর ছদ্মনাম MDMA,

N, M-Dimethyltryptania, psilocybin mushroom সহ LSD-25, Acid, Delysid ইত্যাদি নামের হয়ে থাকে। এই মাদকের ভয়াবহতার কারণে একে LSD (Last State of Drug) বলা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়েলাস্ট স্টেট অব ড্রাগটির (LSD) সন্ধান পায় ঢাকা মহানগর পুলিশ। এই মাদক বিক্রিতে জড়িত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- সাদমান সাকিব ওরফে রূপল (২৫), আসহাব ওয়াদুদ ওরফে তূর্য (২২) আদিব আশরাফ (২৩) এর মধ্যে রূপল তূর্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএর ছাত্র এবং আদিব আশরাফ ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র। তিনজনই প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। তাদের কাছ থেকে এলএসডির দুইশটি ব্লট জব্দ করা হয়েছে, যার মূল্য ছয় লাখ টাকা। সাধারণত ব্লটার পেপার বা নকশা করা বিশেষ কাগজে এলএসডি মিশিয়ে বিক্রি করা হয়ে থাকে। ছাড়া ট্যাবলেট বা ক্যাপসুল, তরল বা কিউব আকারেও পাওয়া যায়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ফেসবুকে দুটি গোপন গ্রুপ খুলে এই মরণ নেশার ব্যবসা করছিল।

গ্রুপ দুটিতে সদস্যসংখ্যা এক হাজারের বেশি। তারা বলছেন, এই মাদক সেবনের ফলে অতীতের স্মৃতি মনে পড়ে যায়। অনেক সময় মনে হয় সে ট্রেন ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে। অনেক সময় আবার উগ্র আচরণ করতে পারে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার কে এম হাফিজ আক্তার বলেন, বাংলাদেশে প্রথম আমরা এলএসডির সন্ধান পাই গত ২৬ মে। ওই তিন শিক্ষার্থীকে গ্রেফতারের পর এই ভয়ঙ্কর মাদকের তথ্য জানতে পারে পুলিশ।চক্রটির কাছ থেকে গাঁজার নির্যাস থেকে  কেক তৈরি বিক্রির তথ্য পাওয়া যায়। তবে এই কেক এখনো উদ্ধার করা যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু হয় গত ১৫ই মে ঢাকা মেডিকেল কলেজে। সে সময় তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। এর সপ্তাহ খানেক পর তার পরিবারের পক্ষ থেকে ছাত্রের লাশ শনাক্ত করা হয়।

এরই মধ্যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে ছাত্রর গলা দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। ভিডিওর শেষভাগে রক্তাক্ত অবস্থায় একটি রিকশায় উঠতে দেখা যায় তাকে।

জানা গেছে, ঈদের পরদিন ১৫ মে কার্জন হল এলাকায় তিন বন্ধুর সাথে মাদক সেবন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ছাত্র হাফিজুর রহমান। এর প্রতিক্রিয়া শুরু হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এক ডাব বিক্রেতার ভ্যানে রাখা দা নিয়ে নিজের গলায় আঘাত করেন তিনি। কিছুক্ষণ পর হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন হাফিজুর। এই মৃত্যুর ঘটনার তদন্তে নেমে রাজধানীর ধানমন্ডি লালমাটিয়া এলাকা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ।

অতিরিক্ত কমিশনার কে এম হাফিজ আক্তার বলেন, প্রায় এক বছর ধরে ফেসবুকেআপনার আব্বা এবংবেটার ব্রউরি অ্যান্ড বিয়ন্ড নামে দুটি গ্রুপের মাধ্যমে এলএসডির ব্যবসা করছিল গ্রেফতারকৃতরা। এক হাজারের বেশি সদস্যের গ্রুপ দুটি পরিচালনা করে রূপল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ছাত্রত্ব বাতিল হওয়ার পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় রূপল। এরা টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করে পেপ্যাল মেইলের মাধ্যমে টাকা পাঠিয়ে নেদারল্যান্ডস থেকে এলএসডি আমদানি করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদকটি গ্রহণ করত তারা।

তিনি বলেন, খুবই শক্তিশালী এলএসডির ডোজগুলো সাধারণত মাইক্রোগ্রাম হিসেবে নেয়া হয়। এই মাদক উত্তেজক আনন্দদায়ক। মনের ওপরও এর প্রভাব পড়ে। কখনো কখনো এতে ভীতিকর অনুভূতি তৈরি হয়, যাকে ব্যাড ট্র্যাপ বলা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, উদ্ধারকৃত এলএসডিগুলো দেখতে ডাক টিকিটের মতো। এগুলো যে মাদক তা দেখে বোঝার উপায় নেই। সেবনকারীরা ঠোঁটের নিচে এলএসডি রেখে দিত।

দেশে ভয়ঙ্কর নতুন মাদক এলএসডি
আসামিদের জিজ্ঞাসাবাদ এলএসডির বৈশিষ্ট্য ঘেঁটে ডিবি জানায়, এটি ব্যবহার করলে যে কারো মাথা ভার হয়ে যাবে। হেলোজেনিক প্রতিক্রিয়া দেখা দেবে। কেউ যদি গান শোনে তার সামনে গানের মিউজিকগুলো বিভিন্ন রঙের মতো ঘুরতে থাকবে। সেবনকারী অত্যন্ত হিংসাত্মক আক্রমণাত্মক আচরণ করে। একটি এলএসডি ব্লট সেবন করলে

থেকে ১২ ঘণ্টা পর্যন্ত প্রতিক্রিয়া থাকে।

অতিরিক্ত সেবনে ২০ ঘণ্টা পর্যন্ত প্রতিক্রিয়া হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, এটি সেবনকারী নিজেকে অনেক শক্তিশালী ভাবে। সেভাবে সে উড়তে পারে। তার অতীত স্মৃতি চলে আসে। অনেকে বলেছে, এটি সেবনের পর তারা মনে করে তারা ট্রেনকেও ধাক্কা দিতে পারবে। তিনি বলেন, যারা নেদারল্যান্ডস থেকে এই মাদকটি দেশে পাঠিয়েছে তাদের শনাক্তের জন্য পুলিশ সদর দফতরের এনসিবি বিভাগে চিঠি দেয়া হবে।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিচালক (ঢাকা গোয়েন্দা) মো. শামিম আহম্মেদ  বলেন, ২০১৯ সালের জুলাই মাসের ১৫ তারিখে রাজধানীর কাফরুল থানায় একটা মামলা হয়েছিল যার মামলা নং ২১। তখন এলএসডির ৪৬টি স্ট্রিকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছিল।

জানা গেছে, এলএসডি এক ধরনের তরল পদার্থ। ১৯৩৮ সালে সুইস রসায়নবিদ আলবার্ট হফম্যান প্যারাসাইটিক ফাঙ্গাস নিয়ে কাজ করতে গিয়ে এলএসডি আবিষ্কার করেন। আবিষ্কারের প্রথম দিকে এলএসডি ওষুধ হিসেবে ব্যবহার হতো। তবে ওষুধটি মস্তিষ্কের ক্ষতি করে বলে একে নিষিদ্ধ করা হয়।

এলএসডি অত্যন্ত দামি একটি মাদক। সাধারণত ব্লটিং পেপারের ওপরে এই তরল মাদক ফেলে সেই কাগজ শুঁকে নেশা করে মাদকাসক্তরা। এলএসডি মাখা এক টুকরো ব্লটিং পেপারের দাম কয়েক হাজার টাকা।

বিজ্ঞানীরা জানান, সাধারণত এলএসডি নেয়ার পর একজন মানুষ চোখ বন্ধ করেও দেখতে পায়। তার দেখা এসব দৃশ্য সবসময় বাইরের পৃথিবী বা স্মৃতি থেকে আসে না বরং তাদের কল্পনাশক্তি অনেক বেড়ে যায়।এলএসডির প্রভাবে মস্তিষ্কের অন্যান্য যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। তারা বলেন, এলএসডি নেয়ার পর প্রকৃতি বাইরের জগতের সাথে এমন এক সম্পর্ক অনুভূত হয় যাকে অনেক সময় ধর্মীয় বা আধ্যাত্মিক রূপ দেয়া হয়ে থাকে।এই মাদকের প্রভাব কেটে গেলে ওই রকম অনুভূতি থেকে যেতে পারে।

এলএসডি ব্যবহার করলে মানুষের স্মৃতির ভার খুলে যায়।নেশার চূড়ান্ত পর্যায়ে কেউ কেউ মাতৃগর্ভের স্মৃতি মনে করতে পারেন।

তবে সেসব স্মৃতির ভার অধিকাংশ মানুষই সহ্য করতে পারেন না। ফলে মস্তিষ্ক বিকৃতির প্রবল আশঙ্কা থাকে। এছাড়া অধিকাংশ মাদকগ্রহণকারীই স্মৃতির চূড়ান্ত স্তরে প্রবেশের আগে জ্ঞান হারিয়ে ফেলেন।

এলএসডি গ্রহণকারী অনেকেই এমন দাবি করেন। তবে চিকিৎসাবিজ্ঞানীরা বলছেন, হ্যালুসিনেশনই এসব অনুভূতির মূল কারণ।

ভারতের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই মাদকটি আলোচনায় আসে। তার বিরুদ্ধে এই মাদক নেয়ার অভিযোগ উঠেছিল।

দেশে ভয়ঙ্কর নতুন মাদক এলএসডি
মানুষের জন্য এলএসডি কতটা ক্ষতিকর?

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের অধীনস্থ মাদক বিষয়ক গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব ড্রাগ অ্যাবিউজের তথ্য অনুযায়ী, ডি-লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড বা এলএসডি রাসায়নিক সংশ্লেষণের মাধ্যমে তৈরি একটি পদার্থ যা রাই এবং বিভিন্ন ধরণের শস্যের গায়ে জন্মানো এক বিশেষ ধরনের ছত্রাকের শরীরের লাইসার্জিক অ্যাসিড থেকে তৈরি করা হয়।

এটি স্বচ্ছ, গন্ধহীন একটি পদার্থ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের মতে এটি পাউডার, তরল, ট্যাবলেট বা ক্যাপসুলের আকারে পাওয়া যায়।

এলএসডি'কে 'সাইকাডেলিক' মাদক হিসেবে চিহ্নিত করা হয়। এই ধরনের মাদকের প্রভাবে সাধারণত মানুষ নিজের আশেপাশের বাস্তবতাকে ভিন্নভাবে অনুভব করে এবং কখনো কখনো 'হ্যালুসিনেট' বা অলীক বস্তু প্রত্যক্ষও করে থাকে।

১৯৩৮ সালে প্রথমবার এলএসডি সংশ্লেষণ করা হয়। এরপর ১৯৫০ ১৯৬০-এর দশকে নানা ধরনের মানসিক রোগের চিকিৎসায় এলএসডি ব্যবহারের জন্য প্রচারণা চালান গবেষকরা। সেসময় এই বিষয়ে বহু বৈজ্ঞানিক গবেষণা পরিচালিত হয়, আয়োজিত হয় একাধিক বৈজ্ঞানিক সম্মেলনও।

১৯৩৮ সালে যুক্তরাষ্ট্রে এলএসডিসহ সব ধরনের সাইকাডেলিক ড্রাগ নিষিদ্ধ করে। এরপর ১৯৭১ সালে জাতিসংঘ চিকিৎসা কাজে এলএসডি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিলে এই বিষয়ে গবেষণায় ভাটা পড়ে।

তবে বিশ্বের নানা দেশে বিষণ্ণতা, দুশ্চিন্তা, মানসিক অবসাদের মতো অসুস্থতার চিকিৎসায় এলএসডি' কার্যকারিতা নিয়ে এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন মনোচিকিৎসক রসায়নবিদরা।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে ২০১৭ সালে প্রকাশিত এক গবেষণায় উঠে আসে যে, চিকিৎসকের পর্যবেক্ষণে নির্দিষ্ট মাত্রায় এলএসডি গ্রহণের ফলে অসুস্থতার কারণে দুশ্চিন্তায় ভুগতে থাকা রোগীদের দুশ্চিন্তা কমে।

লন্ডন, বাসেল এবং জুরিখ শহরের ৯৫ জন রোগীর ওপর গবেষণাটি পরিচালনা করেন সুইজারল্যান্ডের বাসেল বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিসিন বিভাগের গবেষক মাথিয়াস লিখটি।

এলএসডি কেন ক্ষতির কারণ হতে পারে?

বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসার প্রয়োজনে বা গবেষণার কাজে চিকিৎসকের পর্যবেক্ষণে নির্দিষ্ট মাত্রায় এলএসডি গ্রহণ করে থাকে মানুষ।

তবে এটি মূলত ব্যবহার হয়ে থাকে মাদক হিসেবে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের ভাষ্য অনুযায়ী,এটি মানুষের মস্তিষ্কের সেরোটোনিন নামক রাসায়নিকের কার্যক্রম প্রভাবিত করে ব্যবহার, অনুভূতি এবং পারিপার্শ্বিকতা সম্পর্কে ধারণা পরিবর্তন করে।

এলএসডি নেয়ার পর সাধারণত মানুষ 'হ্যালুসিনেট' করে বা এমন দৃশ্য দেখে যা বাস্তবে নেই। অনেক সময় অলীক দৃশ্য দেখার কারণে দুর্ঘটনার শিকার হয়ে থাকে মানুষ। এলএসডি গ্রহণ করে ভুল রাস্তা দেখে দুর্ঘটনার শিকার হওয়া, বাড়ির জানালা দিয়ে লাফিয়ে পড়া বা অহেতুক আতঙ্কিত হয়ে দুর্ঘটনার শিকার হওয়ার বেশ কিছু ঘটনা নথিবদ্ধ রয়েছে।

ইউরোপের বিজ্ঞানী এবং গবেষকদের বাণিজ্যিক ওয়েবসাইট রিসার্চগেইট' ২০১৭ সালে প্রকাশিত এক গবেষণার তথ্য অনুযায়ী ১৯৫৩ থেকে ২০০৭ সালের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কানাডায় মোট

৬৪ জনের মৃত্যু হয় এলএসডি গ্রহণের পরবর্তী জটিলতায়।

বিষণ্ণতা বা দুশ্চিন্তায় ভোগা ব্যক্তিরা এলএসডি গ্রহণের পর আরো বেশি বিষণ্ণতা বা দুশ্চিন্তায় আক্রান্ত হতে পারেন বলেও উঠে এসেছে অনেক গবেষণায়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন বলছে, এলএসডি গ্রহণের পর অনেকে মনে করেন যে তিনি সবকিছু পরিষ্কার দেখছেন এবং তার শরীরে অতিমানবিক শক্তি এসেছে। এরকম বিভ্রান্তি তৈরি হওয়ার ফলেও অনেকে নানা ধরণের দুর্ঘটনা শিকার হতে পারেন।

অতিরিক্ত আতঙ্কের কারণে মানুষ অনেক সময় মনে করতে পারে যে,সে শিগগিরই মারা যাবে বা মারা যাচ্ছে। এরকম পরিস্থিতিতেও মানুষ আতঙ্কের বশবর্তী হয়ে নানা ধরণের কাজ করে থাকে যার ফলে দুর্ঘটনা ঘটতে পারে।

আতঙ্কিত হওয়ার পাশাপাশি অতি দ্রুত অনুভূতির পরিবর্তন হওয়ার কারণেও মানুষ মানসিক শারীরিকভাবে অসুস্থ বোধ করতে পারে বলে বলছে ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন।

সংস্থাটি বলছে, এলএসডি গ্রহণের আগে এটা বোঝা সম্ভব নয় যে আপনার অভিজ্ঞতা কেমন হতে যাচ্ছে। এছাড়া এলএসডি মানুষের শরীরে বিভিন্ন রকম প্রভাব ফেলে থাকে।

এলএসডি নেয়ার ফলে মানুষের হৃৎস্পন্দন, রক্তচাপ, শ্বাস-প্রশ্বাসের মাত্রা এবং শরীরের তাপমাত্রা বেড়ে যায়। এছাড়া অনেকের ক্ষেত্রে অনিদ্রা, ক্ষুধামন্দা, অতিরিক্ত ঘাম সহ নানা ধরণের মানসিক সমস্যাও তৈরি হয় বলে জানাচ্ছে ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন।

 

তথ্যসূত্র অবলম্বনে লিখেছেনঃ
তৌফিক তাপস ,
এম এস এস (অর্থনীতি)


সংসদে দেশের ৫০ তম বাজেট উপস্থাপন

ডেস্ক নিউজ :
জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার বিকেল ৩ টায় ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামে এ বাজেট পেশ করছেন তিনি।

দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের ৫০তম বাজেট এটি। যার আকার দাঁড়াচ্ছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

এর আগে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে দুপুর ১২টার কিছু পরে বিশেষ বৈঠকে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের তৃতীয় বাজেট এটি। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি তৃতীয় বাজেট।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম বাজেট ঘোষণা করেন তাজউদ্দীন আহমদ। ১৯৭২ সালের ৩০ জুন ঘোষণা করা সেই বাজেটের আকার ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা। অর্থাৎ স্বাধীনতার ৫০ বছরে দেশের বাজেটের আকার বেড়েছে ৭৬৭ গুণ।

এ পর্যন্ত সর্বমোট ৪৯টি বাজেট উত্থাপন করেছেন ১২ জন ব্যক্তি। তাদের মধ্যে একজন রাষ্ট্রপতি, ৯ জন অর্থমন্ত্রী ও দুজন অর্থ উপদেষ্টা। ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি ১২টি করে বাজেট উত্থাপন করেছেন প্রয়াত এম সাইফুর রহমান এবং আবুল মাল আবদুল মুহিত। এর মধ্যে আবুল মাল আবদুল মুহিত আওয়ামী লীগের হয়ে রেকর্ড টানা ১০টি বাজেট উপস্থাপন করেন।

জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কৃষি খাতে সর্বাধিক গুরুত্ব দিয়ে ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সম্পাদিত কাজের শ্রেণিবিন্যাস অনুযায়ী সামগ্রিক ব্যয় কাঠামো (উন্নয়ন ও পরিচালন ব্যয়) তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।


একনজরে কোন খাতে কত বরাদ্দ


সামাজিক অবকাঠামো: ১ লাখ ৭০ হাজার ৫১০ কোটি টাকা।

মানবসম্পদ: ১ লাখ ৫৫ হাজার ৮৪৭ কোটি টাকা।

সামাজিক নিরাপত্তা: ১ লাখ ৭ হাজার ৬১৪ কোটি টাকা।

কৃষি ও পল্লী উন্নয়ন: ৭৪ হাজার ১০২ কোটি টাকা।

যোগাযোগ ও অবকাঠামো: ৬৯ হাজার ৪৭৪ কোটি টাকা।

বিদ্যুৎ ও জ্বালানি: ২৭ হাজার ৪৮৪ কোটি টাকা।

করোনা মোকাবেলা: ১০ হাজার কোটি টাকা।

স্বাস্থ্যখাত: ৩২ হাজার ৭৩১ কোটি টাকা।

স্বাস্থ্য শিক্ষা ও প্রযুক্তি গবেষণা: ১০০ কোটি টাকা।

প্রাথমিক ও গণশিক্ষা: ২৬ হাজার ৩১৪ কোটি টাকা।

মাধমিক ও উচ্চ শিক্ষা: ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা: ৯ হাজার ১৫৪ কোটি টাকা।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন: ৪১ হাজার ১০ কোটি টাকা।

কৃষি: ২৪ হাজার ৯৪৮ কোটি টাকা।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়: ৪ হাজার ১৯১ কোটি টাকা।

তৈরি পোশাক খাত: ১ শতাংশ হারে রপ্তানি প্রণোদনা।

এছাড়া পরিচালনসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ ধরা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৩৫৭ কোটি টাকা।

এবারের বাজেট ঘাটতি ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। এই ঘাটতি অর্থায়নে বৈদেশিক উৎস থেকে নেওয়া হবে ১ লাখ ১ হাজার ২২৮ কোটি টাকা। অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নেওয়া হবে ১ লাখ ১৩ হাজার ৪৫২ কোটি টাকা। ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা।

অপরাধ নিয়ন্ত্রণে বাইসাইকেলে টহল দিবে ময়মনসিংহ-পুলিশ

তাপস কর,ময়মনসিংহ : অপরাধ নিয়ন্ত্রণে এবার  বাইসাইকেলে টহল দিবে ময়মনসিংহ পুলিশ। ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে বিট পুলিশিংয়ে বাইসাইকেল টহল কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (০৩ জুন)ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। 

ময়মনসিংহকে অপরাধমুক্ত করনে দায়িত্বশীল ও মানবিক পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান নতুন করে এই উদ্যোগ নিয়েছেন। অপরাধ দমন, নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় এনে নগরবাসীকে স্বাচ্ছন্দ্যে চলাচল, নিরাপদে গন্তব্যে পৌছতে এবং রাতযাপনে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের বাইসাইকেলে টহল ডিউটির এ উদ্যোগে স্বাগত জানিয়ে ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বলেন, নগরজুড়ে বাইসাইকেলে পুলিশি টহল ব্যবস্থা নতুন করে ময়মনসিংহে শুরু করা হলেও এটি নতুন নয়। 

বৃটিশ সময়ে পুলিশ বাইসাইকেলে চড়ে এলাকার অপরাধ প্রবনতারোধে সমগ্র এলাকায় টহল দিত। বিশ্বের অনেক উন্নত দেশেও এই কার্যক্রম চালু আছে। নগরীর অলিগলিতে যেখানে বড় বড় যানবাহন নিয়ে চলাচল করা সম্ভব নয়, সেখানের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইসাইকেল অনেক গতি ফিরিয়ে আনবে। অপরাধ প্রবনতা কমে আসবে। অপরাধীদের মাঝে আতংক সৃষ্টি হবে। জনগনের মাঝে পুলিশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে। 

তিনি আরো বলেন, আমরা মাদককে জিরোট্রলারেন্স নীতি হিসাবে কাজ করে অনেকটা সফল হয়েছি। চুরি, ছিনতাইরোধেও সফলতা ফিরে এসেছে। কিশোর অপরাধরোধে বাইসাইকেল টহল অবশ্যই সফল হবে। 

পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বলেন, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে খবর রয়েছে নগরীর আনাচে কানাচে এক শ্রেনীর চোর, ছিনতাইকারী, বখাটেসহ কিশোর অপরাধীরা নগরের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, রাস্তারোধ করে মোবাইল, টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে। অনেকেেত্র পথচারীদের সব লুটে নিচ্ছে। আবার একাধিকস্থানে ইজিবাইকের চালককে হত্যা করে বাইক ছিনিয়ে নিচ্ছে। 

পুলিশ সুপার আরো বলেন, বিভিন্ন মাধ্যমে এ ধরনের খবর পেয়ে অলিতে-গলিতে লুকিয়ে থাকা এবং ঘাপটি মেরে উৎপেতে অপরাধী ও কিশোর অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে নিয়মিত পুলিশী টহল ডিউটির বাইরে বিট পুলিশিং কার্যক্রমের আওতায় রেঞ্জ ডিআইজির সহযোগীতায় বাইসাইকেলে টহল ডিউটির পরিকল্পনা নেয়া হয়েছে। বাইসাইকেলে পুলিশি টহল চলমান থাকলে নগরবাসির চাওয়া পুরন হবে। ময়মনসিংহ একটি নিরাপদ, বাসযোগ্য নগর হিসাবে পরিচিত হয়ে উঠবে। মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। 

এ সময় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ডঃ আক্কাস উদ্দিন ভুইয়া, রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদ, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান, হাফিজুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান সহ অন্যান্য পুলিশ কমকর্তাগণ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্ধ।

নওগাঁয় জাতীয় ভিটামিন "এ'' প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁয় জাতীয় ভিটামিন "এ'' প্লাস ক্যাম্পেইন ২০২১ সাংবাদিক গণের জন্য জেলা ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সিভিল সার্জন সম্মেলন কক্ষে নওগাঁ সিভিল সার্জন আয়োজনে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নওগাঁ সিভিল সার্জন  ডা. এ,বি,এম, আবু হানিফ।

এ সময় তিনি বলেন,আগামী ০৫ জুন থেকে পক্ষকাল ব্যাপি কেন্দ্র ভিত্তিক ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হতে যাচ্ছে। এই কার্যক্রমে ০৬-১১মাস বয়সী শিশুকে ১টি করে (১লক্ষ  আইইড) নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে (২লক্ষ আইইড) লাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী দ্বারা কার্যক্রম পরিচালিত হবে। 

এই সময় নওগাঁ  সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিক্লপনা কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.আশিষ কুমার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

নওগাঁয় প্রথম দিনে ঢিলেঢালা লকডাউন

তৌফিক তাপস নওগা : করোনা সংক্রমণ উদ্বেগজনক হওয়ার প্রেক্ষিতে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় ঘোষিত লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার ঢিলেঢালাভাবে শেষ হয়েছে । সরকারি নির্দেশনা অমান্য করে সকাল থেকে শতশত মানুষের পাশাপাশি শহরের বেশ কিছু মোটসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। পথচারীদের অনেককেই মাস্ক ছাড়াই চলাচল করেছেন।

গতকাল বুধবার (২ জুন) নওগাঁ জেলা প্রশাসন থেকে ১ সপ্তাহের জন্য সদর পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় লকডাউনের ঘোষণা দেয়া হয়। এরপর সন্ধ্যায় জেলা প্রশাসন, শ্রমিক সংগঠন থেকে লকডাউনের বিধি নিষেধ সম্পর্কে ব্যাপক প্রচারণা করা হয়েছে।

নওগাঁর সিভিল সার্জন এবিএম আবু হানিফ জানান, ঈদের আগে যেখানে শনাক্তের হার ছিল গড়ে ১৮ ভাগ। বর্তমানে সেটি বৃদ্ধি পেয়ে ২৫ ভাগ শনাক্ত হচ্ছে। চলতি ৩ জুন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। নওগাঁয় গত ২৪ ঘন্টায় ১০৫ জনের পাওয়া করোনা নমুনার পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২৩ জন । এ মাসে জেলায় মোট শনাক্ত হয়েছেন ১০১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২৩৩৯ এবং মোট মৃত্য হয়েছে ৪৩ জনের। তিনি আরো জানান, এ পর্যন্ত সর্বমোট সুস্থ্য হয়েছেন ২০৩৫ জন। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ১০৪ জন আর আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ১৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন।

লকডাউনে বৃহস্পতিবার সকাল থেকে দোকানপাট ও হোটেল বন্ধ ছিল । তবে সরকারি-বেসরকারি অফিস স্বাস্থ্যবিধি মেনে সীমিত জনবল নিয়ে অফিসের কার্যক্রম পরিচালনা করেছে।

লকডাউনের সময় সব রকমের গণপরিবহন বন্ধ রাখার নির্দেশনা কার্যকর হলেও রিক্সা, অটোরিক্সা, মোটরসাইকেল চলাচল করেছে। তবে শহরের তাজের মোড়, মুক্তির মোড়, বালুডাঙ্গাসহ একাধিক স্থানে জেলা পুলিশের পক্ষে বসানো চেকপোস্টে অনেককেই জিজ্ঞাসাবাদের মুখে পরতে হয়েছে । মোটরসাইকেল আরোহীর প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মামলাও দেওয়ায় হয়েছে । জেলা শহরের অধিকাংশ রিক্সা, অটোরিক্সা বন্ধ রাখায় লোকজনকে পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে।

অপরদিকে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সকাল থেকে শহরের বেশ কিছু এলাকায় অভিযান চালালেও অধিকাংশ এলাকাতেই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম দেখা যায়নি । ফলে শহরের অলিগলিতে মানুষের ভিড়, বিভিন্ন অজুহাতে বাড়ির বাহিরে মাস্ক ছাড়াই মানুষের যাতায়াত, অফিস ও জরুরী প্রয়োজনের দোহাই দিয়ে চলাফেরাসহ ইত্যাদি কারণে লকডাউন কার্যত অকার্যকর হয়ে পড়েছে ।

সচেতন মহল মনে করছেন, জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লকডাউন কার্যত কার্যকর করতে কঠোর হওয়া প্রয়োজন। তা না হলে এর সুফল পাওয়া যাবে না। করোনার সংক্রমণ ছড়িয়ে পরবে।

নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, প্রথম দিনে প্রশাসন কঠোর থাকলেও বিভিন্ন অজুহাতে অনেক লোকজন ঘরের বাহির হয়েছে। তবে প্রশাসনিক তৎপরতায় আগামীকাল শুক্রবার থেকে রাস্তাঘাটে লোকজন থাকবেন না বলে দাবি করেন।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম ) কেএম মামুন খান চিশতী জানান, লকডাউন ঘোষনার পর থেকেই সরকারের দির্দেশনা অনুযায়ী পুলিশ প্রশাসন মাঠে কাজ করে যাচ্ছে। জরুরী প্রয়োজন ছাড়া যারা যারা বাহিরে বের হচ্ছেন তাদের কঠোর ভাবে বাসায় ফিরে যাওয়ার জন্য বলা হচ্ছে। এছাড়া যারা প্রয়োজন ব্যতিত যানবাহনে যাতায়াত করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে আমরা সবাইকে অনুরোধ করছি যাতে কেউ প্রয়োজন ছাড়া বাহিরে বের না হয়। নিত্য প্রযোজনীয় দোকানপাট ছাড়া যেন অন্য কোন দোকানপাট না খুলে রাখে সেদিকেও বিশেষ নজরদারী রাখা হচ্ছে।

জানা গেছে, জেলার নিয়ামতপুর উপজেলার পাশেই চাঁপাইনবাবগঞ্জ জেলা । সীমান্তবর্তী জেলা হওয়ায় নিমামতপুরে করোনা সংক্রমণের হার বেড়েছে। এ ছাড়াও নওগাঁ শহরে করোনা শনাক্তের হার বেশি হওয়ায় এই দুই এলাকায় লকডাউন দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক হারুন অর রশীদ জানান, জেলা শহরের সঙ্গে বাকি ১০টি উপজেলার যোগাযোগ থাকায় নওগাঁ পৌরসভাতেও সংক্রমণ বেড়েছে যার কারনে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় ৭দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। লকডাউন কার্যকর করতে তিনিসহ (ডিসি) প্রশাসন মাঠে আছে। বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে । শহরের বিভিন্ন এলাকা ঘুরে গতবারের চেয়ে বর্তমানে খুব ভালো ভাবে লকডাউন কার্যকর ভাবে চলছে বলে এমনটি দাবি করেন জেলা প্রশাসক।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget