Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর বদলগাছীতে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় মসজিদের ইমাম আটক
তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর বদলগাছীতে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় মসজিদের ইমাম আবু হাসান কে আটক করেছে পুলিশ। 

মামলার অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁর বদলগাছি উপজেলার মিঠাপুর ইউনিয়নের উত্তর পাইকপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস এর ছেলে আবু হাসান তিনি স্থানীয় মসজিদে ইমামতি করতেন, ব্যাবহার ভালো না হওয়াই মসজিদ থেকে বাদ দিলে এলাকায় আরবী পড়ানো শুরু করেন। 

আজ শনিবার সকাল ৭টায় মিঠাপুর ইউনিয়নের উত্তর পাইকপাড়ায় আবু হাসানের বাসায় আরবী পড়তে যায় খোলশাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী (ছদ্মনাম) সুরাইয়া খাতুন। ছাত্র ছাত্রী আসতে দেরী হওয়াই সুযোগ পেয়ে আবু হাসানের শয়নকক্ষে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। 

পরে মেয়েটি কাঁদতে কাঁদতে আসলে একাকাবাসীর সহায়তায় মেয়েটির বাবা থানায় এসে বিষয়টি জানান। 

এই বিষয়ে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‘সি) মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন, অভিযুক্ত ইমাম আবু হাসান কে আটক করা হয়েছে তার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনে মামলা রুজু হয়েছে বলে তিনি জানান।

নওগাঁয় ডেসওয়া ট্রাস্ট জেলা শাখার অফিসের শুভ উদ্বোধন

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় বাংলাদেশ ডিফেন্স এক্স-সোলর্জাস ওয়েলফেয়ার এ্যসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্ট নওগাঁ জেলা শাখার অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। 

গতকাল সকাল সাড়ে ১১টায় শহরের মুক্তি মোড় নওজোয়ান ঈদগাহ মাঠের সামনে ডিফেন্স এক্স-সোলর্জাস ওয়েলফেয়ার এ্যসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্ট নওগাঁ জেলা শাখার অফিসের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির নওগাঁ জেলা শাখার সাধারন সম্পাদক শফিকুর ইসলাম। 

এসময় বাংলাদেশ ডিফেন্স এক্স-সোলর্জাস ওয়েলফেয়ার এ্যসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্ট জেলা শাখা কমিটির সভাপতি সার্জেন্ট (অব.) বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ খান, সাধারণ সম্পাদক ল্যা. কর্পো. (অব.) মো. খোরশেদ আলম, সহ-সভাপতি সার্জেন্ট (অব.) মো. আব্দুল মান্নান, ল্যা. কর্পো. (অব.) আবু হোসেন, সাংগঠনিক সম্পাদক ল্যা. কর্পো. (অব.) মো. আবুল কালাম আজাদ, সামছুর রহমান, শাহদুল হক, রানা,টিপুসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।


 

নওগাঁয় প্রতিবাদ সভা

তৌফিক তাপস, নওগাঁ :
নওগাঁ সরকারি কলেজের চতুর্থ শ্রেনীর কর্মচারিদের কর্মবিরতির কারনে সাধারন শিক্ষার্থীদের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত ও হয়রানির প্রতিবাদে নওগাঁয় প্রতিবাদ সভা করেছে কলেজ ছাত্রলীগ শাখা। 

গতকাল বেলা ১২ টায় কলেজ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। এদিকে এই প্রতিবাদ সভার সাথে একমত পোষন বেতন ভাতা, ঈদ বোনাস, বৈশাখী ভাতা ও চাকুরি চলে যাওয়ার হুমকিসহ ৯ দফা দাবিতে ৫ম দিনের কর্মবিরতি পালন করছে কলেজের কর্মচারিরা। 

প্রতিবাদ সভায় জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী ও সাধারন সম্পাদক আমানুজ্জাম শিউল, রাজশাহী বিভাগীয় বে-সরকারি কর্মচারি ঐক্য পরিষদের সভাপতি, নওগাঁ সংগঠনের সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক নুরুল আমিন, কলেজের কর্মচারি শিরিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে কলেজ কর্মচারিদের সমস্যগুলো দ্রুত সমাধান করে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ ও সকল কার্যক্রম সচল রাখার দাবি জানান।

নওগাঁয় র‌্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজা সহ ২ জন আটক

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া (নওহাটামোড়) বাজারে নওগাঁ-রাজশাহী মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে অভিযান পরিচালনা করে একটি পিকআপ এর মেঝেতে বিশেষ কায়দায় সেটিং করা অবস্থায় ৫০ প্যাকেট মোট ১শ কেজি গাঁজা উদ্ধার সহ ঐ পিকআপ চালক সহ ২ জনকে হাতেনাতে আটক করেন র‌্যাব-৫।

রাতেই উদ্ধারকৃত গাঁজা ও পিকআপ সহ আটককৃত দু'জনকে মহাদেবপুর থানায় আইনানুগভাবে হস্তান্তর করা হয়।

স্থানিয় ও  র‌্যাব সুত্রে জানাগেছে, গোপন সংবাদের (গোয়েন্দা তথ্যের) ভিত্তিতে জানতে পারেন যে কয়েকজন মাদক কারবারি একটি পিকআপে করে মাদক সরবরাহ করছেন। এমন তথ্য পেয়ে র‌্যাব-৫, সদর ব্যটালিয়ন স্পেশাল অভিযানিক টিম নওগাঁ-রাজশাহী মহা-সড়কের মহাদেবপুর উপজেলার নওহাটামোড় ( চৌমাশিয়া) বাজারে অবস্থান নেয় এবং রাত পোনে ১০ টারদিকে খালি আমের ক্যারেটবাহী একটি পিকআপ ঘটনাস্থলে পৌছালে সেটিকে আটকিয়ে তল্লাসী চালিয়ে রাত ১০ টারদিকে ঐ পিকআপের মেঝের নিচে বডিতে বিশেষভাবে সেটিং করা অবস্থায় ৫০ টি প্যাকেট উদ্ধার করে উপস্থিত লোকজনের সামনে ওজন করে মোট ১ শত কেজি গাঁজা উদ্ধার সহ মাদক কারবারি ঐ পিকআপ চালক সহ ২ জনকে হাতেনাতে আটক করেন র‌্যাব।

আটককৃত ২ জন হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার মৃত ইদ্রিস মিয়ার ছেলে ( পিকআপ চালক) আবুল কালাম (২৯) ও নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ঋষিপাড়া গ্রামের মৃত কমল ঋষির ছেলে সুপত ঋষি (৩২)। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 
নওগাঁ শহরের ইডেন চাইনিজ এ্যান্ড রেস্টুরেন্টের ভেতর নৈশ্য প্রহরীকে হত্যা, সহকারি বাবুর্চি পলাতক

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁ শহরের মুক্তির মোড়ে ইডেন  চাইনিজ এ্যান্ড রেস্টুরেন্টের ভেতর নৈশ্য প্রহরী আতাউর রহমানকে পিটিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। আজ শনিবার দুপূরে রাজশাহী সিআইডি ফরেন্সিক বিভাগের একটি দল এসে ঘটনাস্থল তদন্ত শেষে নৈশ্য প্রহরীর মরদেহ উদ্ধার করেন। ঘটনার পর থেকে সহকারি বাবুর্চি মো: বাদল পলাতক রয়েছে।

পুলিশ ও রেস্টুরেন্ট সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার রাতে নৈশ্য প্রহরী আতাউর রহমান ও সহকারি বাবুর্চি মো: বাদল রাতে রেস্টুরেন্টের তিন তলায় ঘুমিয়ে পরেন। আজ সকালে রেস্টুরেন্টের প্রধান বাবুর্চি সাইফুল ইসলাম রেস্টুরেন্টের ঘরে তালাবদ্ধ দেখতে পান । এরপর অনেক ডাকাডাকি করার পরও ঘরের দরজা না খোলায় এক পর্যায়ে দরজার বাহিরে চাবি পরে থাকতে দেখতে পান। চাবি দিয়ে ঘর খুলে মেঝেতে রক্ত ও রক্তাক্ত অবস্থায় নৈশ্য প্রহরী আতাউর রহমানের মরদেহ দেখতে পান। ঘটনাটি দ্রুত রেস্টুরেন্টের কর্তৃপক্ষকে জানালে থানায় সংবাদ দেন।


নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, রাজশাহী সিআইডি ফরেন্সিক বিভাগের একটি দল এসে ঘটনাস্থল তদন্ত শেষে নৈশ্য প্রহরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনারপর থেকে পলাতক সহকারি বাবুর্চি মো: বাদলকে আটকের অভিযান চলছে। বাদলকে আটক করা সম্ভব হলে তার মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

 

নওগাঁর আত্রাইয়ে প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার - ভিকটিম উদ্ধার
তৌফিক তাপস নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের উদ্দেশ্যে যুবককে আটকে রেখে মৃত্যুর ভয় দেখিয়ে অর্থ দাবীর ঘন্টার মধ্যে প্রতারক চক্রকে আটক সহ ভিকটিমকে উদ্ধার করেছেন আত্রাই থানা পুলিশ। সেই সাথে এই প্রতারক চক্রের আরো সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। ২৭ মে বৃহস্পতিবার ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং ধৃত প্রতারকদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৬ মে বুধবার দুপুরে মোঃ শাহাবর খান (৩৭) তার ভাগিনার শ্বশুর বাড়ি আত্রাই উপজেলার সাহেবগঞ্জে বেড়াতে আসে। কিন্তু তার ভাগিনা বাড়িতে না থাকায় ভাগিনা বউয়ের মামা জয়নাল আবেদীন ফকার বাসায় নিয়ে গিয়ে চা-নাস্তা দেয়। এমত অবস্থায় প্রতারক চক্রের কয়েক জন সদস্য বাসায় গিয়ে বলে তারা খারাপ কাজ করছে। কথা বলে ভাগিনা বউ হাফিজা আক্তার হ্যাপিকে (২৩) মারধোর করে, এবং ভিকটিম সাহাবরকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের হুমকি মৃত্যুর ভয় দেখিয়ে লাখ টাকা চাঁদা দাবি করে প্রতারক চক্র। প্রাণ বাঁচানোর তাগিদে ভিকটিমের ভাতিজা আবু তালেব খান (৪০) প্রতারক চক্রের দুই মোবাইলে ৫০ হাজার টাকা পাঠিয়ে দেয়।

এদিকে ভাগিনার পরিবারের পক্ষ থেকে বিষয়টি আত্রাই
থানা পুলিশকে জানানো হলে, আত্রাই থানা তদন্ত (ওসি) মোঃ মোজাম্মেল হক কাজীর নির্দেশনায় সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘন্টার মধ্যে প্রতারক চক্রের কাছ থেকে ৪৯ হাজার টাকা প্রতারক চক্রের জনসহ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

প্রতারক চক্রের সদস্য হলেন, উপজেলার পাচুপুর ইউনিয়নের মৃত নায়েব আলীর ছেলে চাকরীচ্যুত পুলিশ কনস্টেবল আঃ মান্নান, (৫০) সাইফুল ইসলামের ছেলে আতিকুর রহমান স্বধীন, (২২) কোবাদ সরকারের ছেলে শামিম সরকার মামুন, (২৩)‌ কে গ্রেফতার করে। ঘটনায় ভিকটিম সাহাবর খান বাদী হয়ে নামিও জন সহ মোট জনের বিরুদ্ধে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেছেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget